ETV Bharat / bharat

ভগবানের আপন দেশে ভক্তের বেশে মোদি, কৃষ্ণ মন্দিরে পুজো প্রধানমন্ত্রীর

PM Narendra Modi: কেরলের গুরুভায়ুর মন্দিরে বুধবার সকাল সকাল পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হেলিকপ্টারে সকাল 7টা 35 মিনিটে গুরুবায়ুরে পৌঁছন তিনি ৷ তারপরে তিনি কেরলের ঐতিহ্যবাহী পোশাক পরে মন্দিরে আসেন ।

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 12:14 PM IST

Updated : Jan 17, 2024, 12:28 PM IST

ভগবানের আপন দেশে ভ্ক্তের বেশে মোদি

ত্রিশুর (কেরল), 17 জানুয়ারি: বুধবার সকালে কেরলের বিখ্যাত ভগবান কৃষ্ণের মন্দির গুরুভায়ুরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী 'মুন্ডু' এবং 'ভেষ্টি' (সাদা শাল) কেরলের ঐতিহ্যবাহী পোশাক পরে মন্দিরে এ দিন পুজো করেন । মোদির এই সফরকে ঘিরে ভোর থেকেই মন্দির চত্বরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছিল পুলিশ ।

প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সকাল 7টা 35 মিনিটে গুরুবায়ুরে পৌঁছেছিলেন ৷ তাঁর কপ্টার শ্রীকৃষ্ণ কলেজ মাঠে অবতরণ করে ৷ যেখানে কয়েকশো বিজেপি সমর্থক ও কর্মী তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন । প্রধানমন্ত্রী আসবে শুনে কয়েকঘণ্টা ধরে তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন ৷ হেলিপ্যাডে বিজেপির পতাকা নেড়ে এবং গেরুয়া রঙের টুপি পরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় সব বয়সের কর্মী-সমর্থকেরা । হেলিপ্যাড থেকে মোদি সোজা শ্রীভালসাম গেস্ট হাউসে যান ৷ তিনি মন্দিরে পুজো করতে যাওয়ার আগে এই গেস্ট হাউসে পোশাক পরবর্তন করেন এবং কেরলের ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে সাজিয়ে তোলেন । এরপর প্রধানমন্ত্রী কৃষ্ণ মন্দিরে গিয়ে পুজো সারেন ৷

জানা গিয়েছে, পুজোর পর নরেন্দ্র মোদি কেরলের অভিনেতা ও রাজনীতিবিদ সুরেশ গোপীর মেয়ের বিয়েতে যোগ দেবেন । তারপরে ত্রিশুর জেলার ত্রিপ্রয়ার শ্রী রাম স্বামী মন্দিরে প্রার্থনা সেরে প্রধানমন্ত্রী কোচিতে ফিরে যাবেন ৷ কোচিতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন ।

প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার কেরল সফরে এসেছেন ৷ এখানে নেদুম্বাসেরি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আসেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল আরিফ মহম্মদ খানের । গতকাল মহারাজা কলেজ মাঠ থেকে কেরলের সরকারি গেস্ট হাউস পর্যন্ত রোডশো করেন তিনি । 1.3 কিলোমিটার রোডশো চলাকালীন রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে হাজার হাজার মানুষ ও বিজেপি সমর্থকরা ফুল, মালা এবং দলীয় পতাকা নিয়ে অপেক্ষা করছিলেন ।

কেরল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 4 হাজার কোটি টাকারও বেশি মূল্যের তিনটি বড় প্রকল্পের উদ্বোধন করবেন । এমনটাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানিয়েছে ৷ এই প্রকল্পগুলি হল, কোচিন শিপইয়ার্ড লিমিটেডে (সিএসএল) নিউ ড্রাই ডক (এনডিডি), সিএসএলের আন্তর্জাতিক জাহাজ মেরামত সুবিধা এবং কোচির পুথুভিপিনে ভারতীয় তেল কর্পোরেশন লিমিটেডের এলপিজি আমদানি টার্মিনাল । এই তিনটি প্রধান প্রকল্পগুলি ভারতের বন্দর, শিপিং ও জলপথ সেক্টরকে আরও স্বয়ংসম্পূর্ণতা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপান্তরিত করবে ।

আরও পড়ুন:

  1. লেপাক্ষীর বীরভদ্র মন্দিরে রামভক্তিতে মগ্ন প্রধানমন্ত্রী মোদি, দেখুন ভিডিয়ো
  2. দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি
  3. মন্দিরের মেঝে মুছলেন মোদি, রাম ভজনে বাজালেন করতাল; ভাইরাল ভিডিয়ো

ভগবানের আপন দেশে ভ্ক্তের বেশে মোদি

ত্রিশুর (কেরল), 17 জানুয়ারি: বুধবার সকালে কেরলের বিখ্যাত ভগবান কৃষ্ণের মন্দির গুরুভায়ুরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী 'মুন্ডু' এবং 'ভেষ্টি' (সাদা শাল) কেরলের ঐতিহ্যবাহী পোশাক পরে মন্দিরে এ দিন পুজো করেন । মোদির এই সফরকে ঘিরে ভোর থেকেই মন্দির চত্বরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছিল পুলিশ ।

প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সকাল 7টা 35 মিনিটে গুরুবায়ুরে পৌঁছেছিলেন ৷ তাঁর কপ্টার শ্রীকৃষ্ণ কলেজ মাঠে অবতরণ করে ৷ যেখানে কয়েকশো বিজেপি সমর্থক ও কর্মী তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন । প্রধানমন্ত্রী আসবে শুনে কয়েকঘণ্টা ধরে তাঁরা সেখানে অপেক্ষা করছিলেন ৷ হেলিপ্যাডে বিজেপির পতাকা নেড়ে এবং গেরুয়া রঙের টুপি পরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় সব বয়সের কর্মী-সমর্থকেরা । হেলিপ্যাড থেকে মোদি সোজা শ্রীভালসাম গেস্ট হাউসে যান ৷ তিনি মন্দিরে পুজো করতে যাওয়ার আগে এই গেস্ট হাউসে পোশাক পরবর্তন করেন এবং কেরলের ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে সাজিয়ে তোলেন । এরপর প্রধানমন্ত্রী কৃষ্ণ মন্দিরে গিয়ে পুজো সারেন ৷

জানা গিয়েছে, পুজোর পর নরেন্দ্র মোদি কেরলের অভিনেতা ও রাজনীতিবিদ সুরেশ গোপীর মেয়ের বিয়েতে যোগ দেবেন । তারপরে ত্রিশুর জেলার ত্রিপ্রয়ার শ্রী রাম স্বামী মন্দিরে প্রার্থনা সেরে প্রধানমন্ত্রী কোচিতে ফিরে যাবেন ৷ কোচিতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন ।

প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার কেরল সফরে এসেছেন ৷ এখানে নেদুম্বাসেরি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আসেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল আরিফ মহম্মদ খানের । গতকাল মহারাজা কলেজ মাঠ থেকে কেরলের সরকারি গেস্ট হাউস পর্যন্ত রোডশো করেন তিনি । 1.3 কিলোমিটার রোডশো চলাকালীন রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে হাজার হাজার মানুষ ও বিজেপি সমর্থকরা ফুল, মালা এবং দলীয় পতাকা নিয়ে অপেক্ষা করছিলেন ।

কেরল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 4 হাজার কোটি টাকারও বেশি মূল্যের তিনটি বড় প্রকল্পের উদ্বোধন করবেন । এমনটাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানিয়েছে ৷ এই প্রকল্পগুলি হল, কোচিন শিপইয়ার্ড লিমিটেডে (সিএসএল) নিউ ড্রাই ডক (এনডিডি), সিএসএলের আন্তর্জাতিক জাহাজ মেরামত সুবিধা এবং কোচির পুথুভিপিনে ভারতীয় তেল কর্পোরেশন লিমিটেডের এলপিজি আমদানি টার্মিনাল । এই তিনটি প্রধান প্রকল্পগুলি ভারতের বন্দর, শিপিং ও জলপথ সেক্টরকে আরও স্বয়ংসম্পূর্ণতা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপান্তরিত করবে ।

আরও পড়ুন:

  1. লেপাক্ষীর বীরভদ্র মন্দিরে রামভক্তিতে মগ্ন প্রধানমন্ত্রী মোদি, দেখুন ভিডিয়ো
  2. দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি
  3. মন্দিরের মেঝে মুছলেন মোদি, রাম ভজনে বাজালেন করতাল; ভাইরাল ভিডিয়ো
Last Updated : Jan 17, 2024, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.