ETV Bharat / bharat

PM Modi Mother Hospitalised: স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে প্রধানমন্ত্রীর মা, অবস্থা সংকটজনক - Pujya Hiraba Marg

স্বাস্থ্যের অবনতি ঘটায় হাসপাতালে ভরতি করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা-কে (PM Modi Mother Hospitalised) ৷ মায়ের অসুস্থতার খবরে স্বভাবতই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী । অসুস্থ মা-কে দেখতে হাসপাতালে আসতে পারেন তিনি ৷

File Pic
PM Narendra Modi mother Heeraben
author img

By

Published : Dec 28, 2022, 1:35 PM IST

Updated : Dec 28, 2022, 2:56 PM IST

আহমেদাবাদ, 28 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনকে (PM Narendra Modi mother Heeraben) হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জানা গিয়েছে, তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় ইউএন মোহতা হাসপাতালে নিয়ে আসা হয়েছে (Admitted to hospital for treatment) । বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷ প্রধানমন্ত্রী তাঁকে দেখতে আহমেদাবাদে আসতে পারেন বলে জানা গিয়েছে ৷ তাই পুলিশকে সতর্ক করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী এলে নিরাপত্তায় কোনও খামতি যেন না থাকে তার দিকে কড়া নজরদারির কথা বলা হয়েছে । এর জন্য নরোদা, সর্দারনগর এবং বিমানবন্দর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি ও তাঁর পরিবার একটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ যদিওবা তাঁরা সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন ৷ ঘটনাক্রমে তারপরেই আজ হীরাবেনের শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাঁকে হাসপাতালে ভরতি করতে হয় ৷ প্রধানমন্ত্রী মোদির আসার সম্ভবনা থাকায় ইউএন মোহতা হাসপাতালেও (UN Hospital) পুলিশি ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে ।

উল্লেখ্য, হীরাবেন এ বছরের জুন মাসের 18 তারিখ 100 বছরে পা দিয়েছেন ৷ শত কাজের মাঝেও সেসময় মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ মায়ের সঙ্গে পুজো করে সেদিন তিনি ৷ হীরাবেনের পা ধুয়ে প্রধানমন্ত্রী সেই জল চোখে ছোঁয়ান ৷ মোদির মাকে অমর করে রাখতে গান্ধিনগরে একটি রাস্তার নামকরণ করা হয় তাঁর মানে ৷ সেটির নাম দেওয়া হয়েছে 'পূজ্যা হীরাবা মার্গ' (Pujya Hiraba Marg) ৷

আরও পড়ুন: মা হীরাবেন মোদি আজ 100 বছরে, গান্ধিনগরের বাড়িতে গেলেন নরেন্দ্র মোদি

কোনও বড় কাজের আগে মায়ের কাছে আশীর্বাদ নিতে পৌঁছে যান প্রধানমন্ত্রী ৷ সম্প্রতি গুজরাতে বিধানসভা নির্বাচন চলাকালীন হীরাবেনের দরবারে হাজির হয়েছিলেন তিনি ৷ বেশ কিছুক্ষণ সময়ও কাটান তিনি মায়ের সঙ্গে ৷ তাঁরা গল্প করেন ৷ সোফায় বসে চা খান ৷ আর ছেলেকে কাছে পেলেই বারবার হীরাবেনের মুখে হাসি ফুচে ওঠে ৷ এর আগে বহুবার সেই ছবি ধরা পড়েছে ৷ তাই স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে মাকে দেখতে আহমেদাবাদ হাসপাতালে যেতে পারেন মোদি ৷

আরও পড়ুন: গুজরাতে দ্বিতীয় দফা ভোটের আগে মায়ের দরবারে মোদি

আহমেদাবাদ, 28 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনকে (PM Narendra Modi mother Heeraben) হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জানা গিয়েছে, তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় ইউএন মোহতা হাসপাতালে নিয়ে আসা হয়েছে (Admitted to hospital for treatment) । বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷ প্রধানমন্ত্রী তাঁকে দেখতে আহমেদাবাদে আসতে পারেন বলে জানা গিয়েছে ৷ তাই পুলিশকে সতর্ক করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী এলে নিরাপত্তায় কোনও খামতি যেন না থাকে তার দিকে কড়া নজরদারির কথা বলা হয়েছে । এর জন্য নরোদা, সর্দারনগর এবং বিমানবন্দর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি ও তাঁর পরিবার একটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ যদিওবা তাঁরা সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন ৷ ঘটনাক্রমে তারপরেই আজ হীরাবেনের শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাঁকে হাসপাতালে ভরতি করতে হয় ৷ প্রধানমন্ত্রী মোদির আসার সম্ভবনা থাকায় ইউএন মোহতা হাসপাতালেও (UN Hospital) পুলিশি ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে ।

উল্লেখ্য, হীরাবেন এ বছরের জুন মাসের 18 তারিখ 100 বছরে পা দিয়েছেন ৷ শত কাজের মাঝেও সেসময় মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ মায়ের সঙ্গে পুজো করে সেদিন তিনি ৷ হীরাবেনের পা ধুয়ে প্রধানমন্ত্রী সেই জল চোখে ছোঁয়ান ৷ মোদির মাকে অমর করে রাখতে গান্ধিনগরে একটি রাস্তার নামকরণ করা হয় তাঁর মানে ৷ সেটির নাম দেওয়া হয়েছে 'পূজ্যা হীরাবা মার্গ' (Pujya Hiraba Marg) ৷

আরও পড়ুন: মা হীরাবেন মোদি আজ 100 বছরে, গান্ধিনগরের বাড়িতে গেলেন নরেন্দ্র মোদি

কোনও বড় কাজের আগে মায়ের কাছে আশীর্বাদ নিতে পৌঁছে যান প্রধানমন্ত্রী ৷ সম্প্রতি গুজরাতে বিধানসভা নির্বাচন চলাকালীন হীরাবেনের দরবারে হাজির হয়েছিলেন তিনি ৷ বেশ কিছুক্ষণ সময়ও কাটান তিনি মায়ের সঙ্গে ৷ তাঁরা গল্প করেন ৷ সোফায় বসে চা খান ৷ আর ছেলেকে কাছে পেলেই বারবার হীরাবেনের মুখে হাসি ফুচে ওঠে ৷ এর আগে বহুবার সেই ছবি ধরা পড়েছে ৷ তাই স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে মাকে দেখতে আহমেদাবাদ হাসপাতালে যেতে পারেন মোদি ৷

আরও পড়ুন: গুজরাতে দ্বিতীয় দফা ভোটের আগে মায়ের দরবারে মোদি

Last Updated : Dec 28, 2022, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.