ETV Bharat / bharat

Modi met Ukraine return Students : ইউক্রেনে আটকে পড়ুয়াদের ক্ষোভ স্বাভাবিক, মত স্বয়ং প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার বারাণসীতে নির্বাচনী প্রচারের ফাঁকে ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi met Ukraine Return Students) ৷ তাঁদের কাছে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই পরিস্থিতিতে পড়ে কারও কারও ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক ৷

pm-narendra-modi-met-ukraine-return-students
Modi met Ukraine return Students : ইউক্রেনে আটকে পড়ুয়াদের ক্ষোভ স্বাভাবিক, মত স্বয়ং প্রধানমন্ত্রীর
author img

By

Published : Mar 3, 2022, 8:24 PM IST

বারাণসী, 3 মার্চ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi met Ukraine Return Students) ৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাণসীতে দেখা করেন তিনি৷ প্রত্যেকের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ সেখান থেকে দেশে ফিরতে কার কী অভিজ্ঞতা, তাও শোনেন তিনি ৷

উত্তরপ্রদেশে এখন বিধানসভা নির্বাচন চলছে (Uttar Pradesh Assembly Election 2022) ৷ আজ, বৃহস্পতিবার ছিল ষষ্ঠদফার ভোট ৷ আগামী 7 তারিখ সপ্তম তথা শেষ দফার ভোট ৷ দিনভর ওই দফার ভোটের নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী ৷ তারই মাঝে তিনি বারাণসীতে ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের সঙ্গে দেখা করেন ৷ ওই পড়ুয়াদের বাড়ি বারাণসী-সহ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ৷

  • Prime Minister Narendra Modi interacted with students who returned from Ukraine in Varanasi today. These students shared their experiences with him. The students were from Varanasi as well as other parts of Uttar Pradesh. pic.twitter.com/iHpACjgAqf

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও যাঁদের ফেরানো হচ্ছে, তাঁদের মধ্যে অনেকের ভিডিয়োবার্তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ অনেকে সেই সব ভিডিয়োবার্তা বা সংবাদমাধ্যমের সামনে ভারত সরকারের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন ৷ এই বিষয়টির মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই বলেই মনে করেন প্রধানমন্ত্রী ৷

  • #WATCH | Prime Minister Narendra Modi interacted with students who returned from Ukraine in Varanasi today. These students shared their experiences with him. The students were from Varanasi as well as other parts of Uttar Pradesh. pic.twitter.com/DOSz8XYo5j

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন ওই পড়ুয়াদের সামনে তিনি জানান, এই ক্ষোভ খুব স্বাভাবিক৷ পড়ুয়ারা যে পরিস্থিতির মধ্যে আসছেন, সেই পরিস্থিতিতে এই ধরনের ক্ষোভ হতেই পারে ৷ তাঁর উপরও কেউ ক্ষুব্ধ হলে তিনি কিছু মনে করছেন না ৷ কারণ, তিনি জানেন মন শান্ত হলে ওই পড়ুয়ারা বা তাঁদের পরিবার আবার তাঁকেই ভালোবাসবেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন গঙ্গা শুরু করেছে ভারত সরকার (India Govt Operation Ganga to Evacuate Stranded Students From Ukraine) ৷ ইউক্রেন সীমান্তের বিভিন্ন দেশে পৌঁছনোর পর সেখান থেকে বিমানে তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে ৷ এখনও পর্যন্ত 17 হাজার ভারতীয়কে ফেরানো গিয়েছে বলে সরকারের দাবি ৷

ইউক্রেনে আটকে পড়ুয়াদের ক্ষোভ স্বাভাবিক, মত স্বয়ং প্রধানমন্ত্রীর

এই নিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ৷ ভারতীয়দের নিরাপদে ফেরাতে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গেও ৷ তাই বৃহস্পতিবার ইউক্রেন থেকে পড়ুয়াদের সঙ্গে দেখা করতে পেরে তিনিও খুশি ৷

আরও পড়ুন : Indians return from Ukraine : যুদ্ধদীর্ণ ইউক্রেন থেকে দেশে ফিরেছেন 9 হাজার ভারতীয়, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

বারাণসী, 3 মার্চ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi met Ukraine Return Students) ৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাণসীতে দেখা করেন তিনি৷ প্রত্যেকের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ সেখান থেকে দেশে ফিরতে কার কী অভিজ্ঞতা, তাও শোনেন তিনি ৷

উত্তরপ্রদেশে এখন বিধানসভা নির্বাচন চলছে (Uttar Pradesh Assembly Election 2022) ৷ আজ, বৃহস্পতিবার ছিল ষষ্ঠদফার ভোট ৷ আগামী 7 তারিখ সপ্তম তথা শেষ দফার ভোট ৷ দিনভর ওই দফার ভোটের নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী ৷ তারই মাঝে তিনি বারাণসীতে ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের সঙ্গে দেখা করেন ৷ ওই পড়ুয়াদের বাড়ি বারাণসী-সহ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ৷

  • Prime Minister Narendra Modi interacted with students who returned from Ukraine in Varanasi today. These students shared their experiences with him. The students were from Varanasi as well as other parts of Uttar Pradesh. pic.twitter.com/iHpACjgAqf

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও যাঁদের ফেরানো হচ্ছে, তাঁদের মধ্যে অনেকের ভিডিয়োবার্তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ অনেকে সেই সব ভিডিয়োবার্তা বা সংবাদমাধ্যমের সামনে ভারত সরকারের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন ৷ এই বিষয়টির মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই বলেই মনে করেন প্রধানমন্ত্রী ৷

  • #WATCH | Prime Minister Narendra Modi interacted with students who returned from Ukraine in Varanasi today. These students shared their experiences with him. The students were from Varanasi as well as other parts of Uttar Pradesh. pic.twitter.com/DOSz8XYo5j

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন ওই পড়ুয়াদের সামনে তিনি জানান, এই ক্ষোভ খুব স্বাভাবিক৷ পড়ুয়ারা যে পরিস্থিতির মধ্যে আসছেন, সেই পরিস্থিতিতে এই ধরনের ক্ষোভ হতেই পারে ৷ তাঁর উপরও কেউ ক্ষুব্ধ হলে তিনি কিছু মনে করছেন না ৷ কারণ, তিনি জানেন মন শান্ত হলে ওই পড়ুয়ারা বা তাঁদের পরিবার আবার তাঁকেই ভালোবাসবেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন গঙ্গা শুরু করেছে ভারত সরকার (India Govt Operation Ganga to Evacuate Stranded Students From Ukraine) ৷ ইউক্রেন সীমান্তের বিভিন্ন দেশে পৌঁছনোর পর সেখান থেকে বিমানে তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে ৷ এখনও পর্যন্ত 17 হাজার ভারতীয়কে ফেরানো গিয়েছে বলে সরকারের দাবি ৷

ইউক্রেনে আটকে পড়ুয়াদের ক্ষোভ স্বাভাবিক, মত স্বয়ং প্রধানমন্ত্রীর

এই নিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ৷ ভারতীয়দের নিরাপদে ফেরাতে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গেও ৷ তাই বৃহস্পতিবার ইউক্রেন থেকে পড়ুয়াদের সঙ্গে দেখা করতে পেরে তিনিও খুশি ৷

আরও পড়ুন : Indians return from Ukraine : যুদ্ধদীর্ণ ইউক্রেন থেকে দেশে ফিরেছেন 9 হাজার ভারতীয়, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.