ETV Bharat / bharat

India Olympics : সিন্ধুকে আইসক্রিম, নীরজকে চুরমা, কথা রাখলেন প্রধানমন্ত্রী - সিন্ধুকে আইসক্রিম

সোনাজয়ী নীরজ চোপড়াকে চুরমা খাওয়ালেন, ব্রোঞ্জজয়ী সিন্ধুকে আইসক্রিম খাওয়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতঃরাশে অংশগ্রহণ করেন টোকিয়ো অলিম্পিকসের অন্য সফল ক্রীড়াবদিরাও ৷

s
s
author img

By

Published : Aug 16, 2021, 7:07 PM IST

নয়াদিল্লি, 16 অগস্ট: টোকিয়ো অলিম্পিকসে সফল ক্রীড়াবিদদের নিজের বাসভবনে ডেকে আপ্যায়ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ কথা রাখলেন তিনি ৷ শাটলার সিন্ধুকে (PV Sindhu) বলেছিলেন আইসক্রম খাওয়াবেন, তাই খাওয়ালেন ৷ টোকিয়োয় জ্যাভলিন ছুড়ে দেশের জন্য সোনার পদক আনা নীরজ চোপড়াকে (Neeraj Chopra) খাওয়ালেন নীরজের পছন্দের চুরমা ও ফুচকা ৷

শুধু সিন্ধু আর নীরজই নয়, এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতঃরাশ সারেন টোকিয়ো অলিম্পিকসে সফল সব ক্রীড়াবিদ ৷ এবারের অলিম্পিকসে সোনা জিতেছেন নীরজ। ব্রোঞ্জ জিতেছেন হায়দরাবাদের মেয়ে পিভি সিন্ধু । ভারোত্তোলনে রুপো জিতেছেন মীরাবাই চানু (Saikhom Mirabai Chanu) । অন্যদিকে রবি দাহিয়া (Rabi Dahiya) ও বজরং পুনিয়া (Bajrang Punia) ফ্রি-স্টাইল কুস্তিতে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পদক জিতেছেন ৷

লভলিনা বড়গোহাঁই (Lovlina Borgohain) ব্রোঞ্জ জিতেছেন বক্সিংয়ে লড়ে। 41 বছর পর ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের পুরুষ হকি দলও। সকলের সঙ্গেই সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পুরুষ হকি দল এদিন প্রধানমন্ত্রীকে নিজেদের স্বাক্ষর করা একটি হকি স্টিক উপহার দেয় ৷

প্রধানমন্ত্রীর মন কী বাত আপডেট টুইটারে হাইপ্রোফাইল প্রাতঃরাশের ছবি টুইট করা হয় সোমবার ৷ আনুষ্ঠানিকতার ছবিগুলির ক্যাপশানে লেখা হয় "পিএম মোদির সাক্ষাৎ অলিম্পিয়ানদের সঙ্গে, যাঁরা দেশকে গর্বিত করেছে" ৷ তবে অন্য ছবির ক্যাপশান মজার ৷ যেমন, নীরজ চোপড়া আর প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশান হল "চুরমার সঙ্গে সম্পর্ক" ৷

নয়াদিল্লি, 16 অগস্ট: টোকিয়ো অলিম্পিকসে সফল ক্রীড়াবিদদের নিজের বাসভবনে ডেকে আপ্যায়ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ কথা রাখলেন তিনি ৷ শাটলার সিন্ধুকে (PV Sindhu) বলেছিলেন আইসক্রম খাওয়াবেন, তাই খাওয়ালেন ৷ টোকিয়োয় জ্যাভলিন ছুড়ে দেশের জন্য সোনার পদক আনা নীরজ চোপড়াকে (Neeraj Chopra) খাওয়ালেন নীরজের পছন্দের চুরমা ও ফুচকা ৷

শুধু সিন্ধু আর নীরজই নয়, এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতঃরাশ সারেন টোকিয়ো অলিম্পিকসে সফল সব ক্রীড়াবিদ ৷ এবারের অলিম্পিকসে সোনা জিতেছেন নীরজ। ব্রোঞ্জ জিতেছেন হায়দরাবাদের মেয়ে পিভি সিন্ধু । ভারোত্তোলনে রুপো জিতেছেন মীরাবাই চানু (Saikhom Mirabai Chanu) । অন্যদিকে রবি দাহিয়া (Rabi Dahiya) ও বজরং পুনিয়া (Bajrang Punia) ফ্রি-স্টাইল কুস্তিতে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পদক জিতেছেন ৷

লভলিনা বড়গোহাঁই (Lovlina Borgohain) ব্রোঞ্জ জিতেছেন বক্সিংয়ে লড়ে। 41 বছর পর ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের পুরুষ হকি দলও। সকলের সঙ্গেই সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পুরুষ হকি দল এদিন প্রধানমন্ত্রীকে নিজেদের স্বাক্ষর করা একটি হকি স্টিক উপহার দেয় ৷

প্রধানমন্ত্রীর মন কী বাত আপডেট টুইটারে হাইপ্রোফাইল প্রাতঃরাশের ছবি টুইট করা হয় সোমবার ৷ আনুষ্ঠানিকতার ছবিগুলির ক্যাপশানে লেখা হয় "পিএম মোদির সাক্ষাৎ অলিম্পিয়ানদের সঙ্গে, যাঁরা দেশকে গর্বিত করেছে" ৷ তবে অন্য ছবির ক্যাপশান মজার ৷ যেমন, নীরজ চোপড়া আর প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশান হল "চুরমার সঙ্গে সম্পর্ক" ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.