নয়াদিল্লি, 26 এপ্রিল : করোনা পরিস্থিতি নিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা পরিস্থিতিতে সেনাবাহিনী ঠিক কী প্রস্তুতি নিয়েছে এবং কী ধরনের কাজ করছে, তা নিয়েই তাঁদের মধ্যে সোমবার আলোচনা হয় ৷ প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷
সেনাবাহিনীর চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন এমন যাঁরা অবসর নিয়েছেন বা গত দু’বছরের মধ্যে সময়ের আগেই অবসর নিয়েছেন, তাঁদের নিজ নিজ এলাকার কাছাকাছি আবার করোনার চিকিৎসায় নিয়োগ করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর যে এই বিষয়টি নরেন্দ্র মোদিকে জানিয়েছেন জেনারেল বিপিন রাওয়াত ৷
জানা গিয়েছে যে জেনারেল বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, অবসরপ্রাপ্ত অন্য মেডিক্যাল স্টাফদের জরুরি হেল্পলাইনের মাধ্যমে পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ৷ সেনা হাসপাতালগুলিতে চিকিৎসকদের সহায়তার জন্য পর্যাপ্ত পরিমাণে নার্সদের নিয়োগ করা হয়েছে ৷ আর সেনা হাসপাতালগুলিতে অক্সিজেনের সমস্যা নেই ৷ সেনার চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে ৷
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, বায়ুসেনা অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় বিদেশ থেকে আনার বিষয়ে যে কাজ করছে, তা নিয়েও নরেন্দ্র মোদি এদিন জেনারেল রাওয়াতের কাছ থেকে খবর নিয়েছেন ৷
আরও পড়ুন : করোনার সংক্রমণ ঠেকাতে 14 দিনের লকডাউন কর্নাটকে, ঘোষণা মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার
কেন্দ্রীয় এবং রাজ্য সৈনিক ওয়েলফেয়ার বোর্ড এবং আধিকারিকরা সেনার বিভিন্ন সদর দফতর থেকে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন ৷ তাঁদের আরও বেশি করে ব্যবহার করার বিষয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন বলে জানা গিয়েছে ৷ মোদি জানিয়েছেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা দেওয়ার জন্য অবসরপ্রাপ্তদের সঙ্গে সংযোগ রক্ষা করার চেষ্টা করতে হবে ওই বোর্ড এবং আধিকারিকদের ৷