অযোধ্যা (উত্তর প্রদেশ), 26 সেপ্টেম্বর: অযোধ্যায় জোর কদমে চলছে রাম মন্দির নির্মাণের কাজ ৷ প্রকাশ্যে এসেছে কবে হবে রামমন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা ৷ মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসজি মহারাজ ৷ মঙ্গলবার এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাম মন্দিরে 'প্রাণ প্রতিষ্ঠা' উৎসব উদযাপন হবে 2024-এর 22 জানুয়ারি ৷ ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণের সম্ভাবনার বিষয়টিও উল্লেখ করেন মহারাজ ৷
তিনি বলেন, "15 জানুয়ারি থেকে 24 জানুয়ারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ প্রাণ প্রতিষ্ঠাও তার মধ্যেই হবে ৷ প্রধানমন্ত্রী অযোধ্যার রাম মন্দিরের এই অনুষ্ঠানে কখন এসে পৌঁছবেন সেই সময়ও নির্ধারিত হয়ে গিয়েছে ৷ তিনি আসবেন 22 জানুয়ারি ৷ আর ওইদিনই মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান আয়োজিত হবে ৷ সকলকে সাদর আমন্ত্রণ ৷ ট্রাস্টের তরফ থেকে সকল ভক্তগণকে শুভ এই দিনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে ৷"
এরপর তিনি আরও জানিয়েছেন, মন্দিরে ভগবান রামের মূর্তি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ৷ প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর রামের মূর্তি দেবতার আসনে স্থাপন করা হবে ৷ মহারাজ আরও বলেন, "পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাম মন্দির উদ্বোধনের খবর পৌঁছে দেওয়া হয়েছে যাতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ শুভ এই দিনে উপস্থিত হতে পারেন ৷ এই অনুষ্ঠানে বিরোধী দলের লোকজন আসুন অথবা অন্য কেউ, সকলকেই সমান গুরুত্ব দিয়ে, সম্মানের সঙ্গে আপ্যায়ণ করা হবে ৷ 'বসুধৈব কুটুম্বকম' ধারণা নিয়ে এই মন্দিরে যিনিই পা রাখবেন তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্বাগত জানানো হবে ৷"
তিনি আরও বলেন, "রাম মন্দির খুব সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে ৷ মন্দিরের নীচের চলায় গর্ভগৃহ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ৷ শুধু এখানে দরজা আর জানালা বসানোর কাজ বাকি রয়েছে ৷ মন্দিরের মেঝেও তৈরি হয়ে গিয়েছে ৷ এই মন্দির এত সুন্দর করে বানানো হচ্ছে, যা আগে কেউ কোথাও দেখেননি ৷ আসলে ত্রেতা যুগে কেমন ছিল মন্দির, তার একটা ধারণা এই মন্দির দেখলে বোঝা যাবে ৷"
আরও পড়ুন: রাম মন্দিরের গর্ভগৃহের চৌকাঠপুজো, ছবি পোস্ট ট্রাস্টের প্রতিনিধির
প্রসঙ্গত, 2020 সালের 5 অগস্ট রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপর থেকে মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে যায় ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আগামী বছর পয়লা জানুয়ারি থেকে ভক্তদের জন্য খুলে যাবে রাম মন্দিরের দরজা ৷