নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর : সম্ভবত চলতি মাসের শেষেই মার্কিন সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সূত্রের খবর, 22-27 সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী ৷ জো বাইডেন (Joe Biden) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটাই মোদির প্রথম মার্কিন সফর ৷ যদিও সরকারিভাবে এখনও প্রধানমন্ত্রীর মার্কিন সফর নিয়ে কিছু জানানো হয়নি ৷
ওয়াশিংটন ডিসি-তে বাইডেনের সঙ্গে প্রথমবার বৈঠক করতে চলেছেন মোদি ৷ তবে ভার্চুয়ালি এর আগে দু'জনের তিনবার বৈঠক করছেন ৷ চলতি বছর মার্চে কোয়াদ সামিটে, এপ্রিলে জলবায়ু পরিবর্তন এবং জুনে জি-7 সামিটে ভার্চুয়ালি বৈঠক হয়েছে মোদি-বাইডেনের ৷ গত বছর নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাইডেন ৷ 2019 সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন শেষবার মার্কিন সফরে গিয়েছিলেন মোদি ৷
এবার মার্কিন সফরে ওয়াশিংটন ও নিউইয়র্কে যাবেন ভারতীয় প্রধানমন্ত্রী ৷ ওয়াশিংটনের পর নিউইর্য়কে রাষ্ট্রসংঘের বার্ষিক সাধারণ সভার বৈঠকেও যোগ দেওয়ার কথা তাঁর ৷ ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য় না-হলেও সম্প্রতি তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর নিরাপত্তা পরিষদে এ নিয়ে আলোচনায় অংশ নিতে পারে ভারত ৷ সুতরাং আফগানিস্তান ফের তালিবানদের দখলে যাওয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রীর মার্কিন সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল ৷
এই সংক্রান্ত খবর : আফগানিস্তানের মানুষের মৌলিক অধিকারের পাশে থাকবে আমেরিকা, আশ্বাস বাইডেনের
তালিবান-আফগান পরিস্থিতি নিয়ে বাইডেন-মোদির আলোচনা দু'দেশের সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ তবে এর আগে যুক্তরাজ্য়ে জি-7 সামিটে বাইডেন ও মোদির সাক্ষাৎ হওয়ার কথা ছিল ৷ কিন্তু সে সময় ভারতে কোভিডের দ্বিতীয় ডেউয়ের কারণে জি-7 সামিটে অংশ নিতে পারেননি মোদি ৷