ETV Bharat / bharat

PM Narendra Modi: 2014-র আগে দুর্নীতি করে গরিবদের অর্থ লুট করা হয়েছে, মোদির নিশানায় বিরোধীরা - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Narendra Modi slams Opposition on Corruption Issue: নীতি আয়োগের রিপোর্টের হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, 2014 সালের আগে দুর্নীতি করে গরিব মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By

Published : Aug 21, 2023, 3:49 PM IST

নয়াদিল্লি, 21 অগস্ট: ফের বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, 2014 সালের আগে দুর্নীতি করে দরিদ্রদের অধিকার লুট করা হয়েছে ৷ একই সঙ্গে তাঁর আরও দাবি, তাঁর সরকার আসার পর পরিস্থিতির অনেক বদল হয়েছে ৷ এই নিয়ে তিনি নীতি আয়োগের একটি রিপোর্ট তুলে ধরেছেন ৷ সেই রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে ভারতে 13.50 কোটি মানুষ বিপিএল থেকে বেরিয়ে আসতে পেরেছেন ৷ তাঁরা এখন দারিদ্রসীমার ঊর্ধ্বে জীবনযাপন করেন ৷

প্রধানমন্ত্রীর আরও দাবি, সরকার সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে বলেই এটা সম্ভব হচ্ছে ৷ তাছাড়া সাধারণ নাগরিকের করের টাকা ভালো কাজে ব্যবহার হচ্ছে, এটা বুঝতে পেরে আয়কর দাতার সংখ্যা বাড়ছে ক্রমশ ৷ নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, গত ন’বছরে আয়কর রিটার্নের সংখ্যা 13 লক্ষ বেড়েছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘দুর্নীতি ও কেলেঙ্কারির যুগে 2014 সালের আগে অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর আগেই দরিদ্রদের অধিকার ও তাঁদের অর্থ লুট করা হত । এখন, প্রতিটি পয়সা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে ৷ সিস্টেমের মধ্য়ে থাকা এই লিকেজ বন্ধ করে অর্থ দরিদ্রদের কল্যাণে আরও অর্থ ব্যয় করা হচ্ছে ৷’’

সোমবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের সিএম রাইজ গভর্নমেন্ট মহাত্মা গান্ধি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ-কাম-ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানেই তিনি এই কথা জানান ৷ প্রধানমন্ত্রী জানান, অমৃতকাল-এর প্রথম বছরেই ইতিবাচক খবর আসতে শুরু করেছে ৷ যার ফলে সমৃদ্ধি ক্রমবর্ধমান ও দারিদ্র্য হ্রাস পাচ্ছে । মানুষ নিম্ন থেকে উচ্চ আয়ের গোষ্ঠীতে চলে আসছেন ৷

  • #WATCH | PM Modi says, "The citizens of the country cannot forget the days before 2014 when there were rampant scams and corruption...Today, the poor is getting his share of money directly in his bank account..." pic.twitter.com/nfHZWI537y

    — ANI (@ANI) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, তথ্য বলছে যে বিভিন্ন ক্ষেত্রে শক্তি বৃদ্ধি পাচ্ছে ৷ কর্মসংস্থান তৈরি হচ্ছে ৷ নাগরিকদের বিশ্বাস বেড়েছে । প্রতিটি পয়সা দেশের উন্নয়নে ব্যয় হবে এই বিশ্বাস নিয়ে সাধারণ মানুষ তাঁদের কর জমা দিচ্ছেন ৷ সেই কারণেই দেশের অর্থনীতি 2014 সালের দশম অবস্থান থেকে এখন বিশ্বের পঞ্চম স্থানে পৌঁছেছে ।

আরও পড়ুন: জি20 সম্মলনে ডিজিটাল অর্থনীতিতে ভারতের অগ্রগতি তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, 21 অগস্ট: ফের বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, 2014 সালের আগে দুর্নীতি করে দরিদ্রদের অধিকার লুট করা হয়েছে ৷ একই সঙ্গে তাঁর আরও দাবি, তাঁর সরকার আসার পর পরিস্থিতির অনেক বদল হয়েছে ৷ এই নিয়ে তিনি নীতি আয়োগের একটি রিপোর্ট তুলে ধরেছেন ৷ সেই রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে ভারতে 13.50 কোটি মানুষ বিপিএল থেকে বেরিয়ে আসতে পেরেছেন ৷ তাঁরা এখন দারিদ্রসীমার ঊর্ধ্বে জীবনযাপন করেন ৷

প্রধানমন্ত্রীর আরও দাবি, সরকার সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে বলেই এটা সম্ভব হচ্ছে ৷ তাছাড়া সাধারণ নাগরিকের করের টাকা ভালো কাজে ব্যবহার হচ্ছে, এটা বুঝতে পেরে আয়কর দাতার সংখ্যা বাড়ছে ক্রমশ ৷ নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, গত ন’বছরে আয়কর রিটার্নের সংখ্যা 13 লক্ষ বেড়েছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘দুর্নীতি ও কেলেঙ্কারির যুগে 2014 সালের আগে অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর আগেই দরিদ্রদের অধিকার ও তাঁদের অর্থ লুট করা হত । এখন, প্রতিটি পয়সা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে ৷ সিস্টেমের মধ্য়ে থাকা এই লিকেজ বন্ধ করে অর্থ দরিদ্রদের কল্যাণে আরও অর্থ ব্যয় করা হচ্ছে ৷’’

সোমবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের সিএম রাইজ গভর্নমেন্ট মহাত্মা গান্ধি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ-কাম-ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানেই তিনি এই কথা জানান ৷ প্রধানমন্ত্রী জানান, অমৃতকাল-এর প্রথম বছরেই ইতিবাচক খবর আসতে শুরু করেছে ৷ যার ফলে সমৃদ্ধি ক্রমবর্ধমান ও দারিদ্র্য হ্রাস পাচ্ছে । মানুষ নিম্ন থেকে উচ্চ আয়ের গোষ্ঠীতে চলে আসছেন ৷

  • #WATCH | PM Modi says, "The citizens of the country cannot forget the days before 2014 when there were rampant scams and corruption...Today, the poor is getting his share of money directly in his bank account..." pic.twitter.com/nfHZWI537y

    — ANI (@ANI) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, তথ্য বলছে যে বিভিন্ন ক্ষেত্রে শক্তি বৃদ্ধি পাচ্ছে ৷ কর্মসংস্থান তৈরি হচ্ছে ৷ নাগরিকদের বিশ্বাস বেড়েছে । প্রতিটি পয়সা দেশের উন্নয়নে ব্যয় হবে এই বিশ্বাস নিয়ে সাধারণ মানুষ তাঁদের কর জমা দিচ্ছেন ৷ সেই কারণেই দেশের অর্থনীতি 2014 সালের দশম অবস্থান থেকে এখন বিশ্বের পঞ্চম স্থানে পৌঁছেছে ।

আরও পড়ুন: জি20 সম্মলনে ডিজিটাল অর্থনীতিতে ভারতের অগ্রগতি তুলে ধরলেন মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.