ETV Bharat / bharat

PM Narendra Modi: বায়ুসেনার বিশেষ চপারে বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি - দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী

এদিন সকালে দুর্ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী । এরপর ওড়িশার উদ্দেশে রওনা হন তিনি ।

Etv Bharat
দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী মোদি
author img

By

Published : Jun 3, 2023, 4:12 PM IST

Updated : Jun 3, 2023, 5:25 PM IST

বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি

বালাসোর, 3 জুন: ওড়িশায় রেল দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বায়ুসেনার বিশেষ চপারে বালাসোরে দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি । শুক্রবার দুর্ঘটনার পর পরই প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছিল, সম্ভবত করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে যেতে পারেন প্রধানমন্ত্রী । সেইমতো এদিন সকালে দুর্ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী । এরপর ওড়িশার উদ্দেশে রওনা হন তিনি ।

তার আগেই অবশ্য দুর্ঘটনার দিনই মৃত এবং আহতদের পরিবারের জন্য বিশেষ আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । এরপর সরেজমিনে দেখতে এদিন ঘটনাস্থলে আসেন মোদি । প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালে আহতদেরও দেখতে যাবেন প্রধানমন্ত্রী । কথা বলতে পারেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও ।

বালাসোর ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী মোদি । এখনও পর্যন্ত দুর্ঘটনায় 261 জন যাত্রীর মৃত্যু হয়েছে । সেই সঙ্গে, 900 জনেরও বেশি লোক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন । এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং অন্যান্য আধিকারিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুর্ঘটনাস্থল ঘুরিয়ে দেখান । একই সঙ্গে, বালাসোরে ট্রেনের যে দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন রেলমন্ত্রী বৈষ্ণব। প্রসঙ্গত, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন রেলমন্ত্রী । নিজে দাঁড়িয়ে তদারকিও করেছিলেন ।

অন্যদিকে, রেলের তরফে জানানো হয়েছিল এনডিআরএফ উদ্ধারকার্য চালালেও, পাশাপাশি বায়ু সেনা এবং স্থল সেনাকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে । সেইমতো, গুরুতর আহতদের যাতে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যায়, তার জন্য বায়ু সেনার তরফে এমআই-17 হেলিকপ্টার রাখা হয়েছে । এদিন সকালে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি । এরপরই ঘটনাস্থলে আসেন তিনি । দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা দলের আধিকারিকদের সঙ্গেও এদিন কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে আধিকারিকরা । যারা দুর্যোগস্থলে উদ্ধার করতে রাতভর কাজ করেছিলেন তাদের কয়েকজনের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী মোদি
প্রধানমন্ত্রী মোদি

অন্যদিকে, প্রধানমন্ত্রী ওড়িশার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী প্রমীলা মল্লিকের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রধানের সঙ্গেও এদিন কথা বলেন । ট্রেন পরিষেবাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনাস্থলকে ফের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে রেলের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন মোদি। প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করা হয়েছে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতির পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। পর্যালোচনা সভায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার, ত্রাণ এবং চিকিৎসা সংক্রান্ত দিকগুলি নিয়ে আলোচনা করা হয়েছে ।"

আরও পড়ুন: বালাসোরে রেল বিপর্যয়, মর্মান্তিক দুর্ঘটনায় শোকজ্ঞাপন পুতিন-সহ অন্যান্য রাষ্ট্রনেতাদের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থল থেকে এদিন ক্যাবিনেট সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। জানা গিয়েছে, আহতদের এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন দুজনকেই । সেই সঙ্গে, তিনি আরও জানান, যে শোকাহত পরিবারগুলি যাতে অসুবিধার সম্মুখীন না হয় এবং ক্ষতিগ্রস্তরা যাতে তাদের প্রয়োজনীয় সহায়তা পেতে পারে তা নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে সরকারকে ।

বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি

বালাসোর, 3 জুন: ওড়িশায় রেল দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বায়ুসেনার বিশেষ চপারে বালাসোরে দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি । শুক্রবার দুর্ঘটনার পর পরই প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছিল, সম্ভবত করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে যেতে পারেন প্রধানমন্ত্রী । সেইমতো এদিন সকালে দুর্ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী । এরপর ওড়িশার উদ্দেশে রওনা হন তিনি ।

তার আগেই অবশ্য দুর্ঘটনার দিনই মৃত এবং আহতদের পরিবারের জন্য বিশেষ আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । এরপর সরেজমিনে দেখতে এদিন ঘটনাস্থলে আসেন মোদি । প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালে আহতদেরও দেখতে যাবেন প্রধানমন্ত্রী । কথা বলতে পারেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও ।

বালাসোর ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী মোদি । এখনও পর্যন্ত দুর্ঘটনায় 261 জন যাত্রীর মৃত্যু হয়েছে । সেই সঙ্গে, 900 জনেরও বেশি লোক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন । এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং অন্যান্য আধিকারিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুর্ঘটনাস্থল ঘুরিয়ে দেখান । একই সঙ্গে, বালাসোরে ট্রেনের যে দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন রেলমন্ত্রী বৈষ্ণব। প্রসঙ্গত, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন রেলমন্ত্রী । নিজে দাঁড়িয়ে তদারকিও করেছিলেন ।

অন্যদিকে, রেলের তরফে জানানো হয়েছিল এনডিআরএফ উদ্ধারকার্য চালালেও, পাশাপাশি বায়ু সেনা এবং স্থল সেনাকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে । সেইমতো, গুরুতর আহতদের যাতে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যায়, তার জন্য বায়ু সেনার তরফে এমআই-17 হেলিকপ্টার রাখা হয়েছে । এদিন সকালে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি । এরপরই ঘটনাস্থলে আসেন তিনি । দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা দলের আধিকারিকদের সঙ্গেও এদিন কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে আধিকারিকরা । যারা দুর্যোগস্থলে উদ্ধার করতে রাতভর কাজ করেছিলেন তাদের কয়েকজনের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী মোদি
প্রধানমন্ত্রী মোদি

অন্যদিকে, প্রধানমন্ত্রী ওড়িশার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী প্রমীলা মল্লিকের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রধানের সঙ্গেও এদিন কথা বলেন । ট্রেন পরিষেবাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনাস্থলকে ফের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে রেলের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন মোদি। প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করা হয়েছে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতির পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। পর্যালোচনা সভায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার, ত্রাণ এবং চিকিৎসা সংক্রান্ত দিকগুলি নিয়ে আলোচনা করা হয়েছে ।"

আরও পড়ুন: বালাসোরে রেল বিপর্যয়, মর্মান্তিক দুর্ঘটনায় শোকজ্ঞাপন পুতিন-সহ অন্যান্য রাষ্ট্রনেতাদের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থল থেকে এদিন ক্যাবিনেট সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। জানা গিয়েছে, আহতদের এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন দুজনকেই । সেই সঙ্গে, তিনি আরও জানান, যে শোকাহত পরিবারগুলি যাতে অসুবিধার সম্মুখীন না হয় এবং ক্ষতিগ্রস্তরা যাতে তাদের প্রয়োজনীয় সহায়তা পেতে পারে তা নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে সরকারকে ।

Last Updated : Jun 3, 2023, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.