চেন্নাই (তামিলনাড়ু), 8 এপ্রিল: চেন্নাই বিমানবন্দরের ইনটিগ্রেটেড টার্মিনাল বিল্ডিংয়ের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন হল শনিবার ৷ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উদ্বোধনের সময় তাঁর সঙ্গে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ অন্যরা ৷ এছাড়া এদিন আরও একাধিক প্রকল্পের শিলান্যাস ও সূচনা করেছেন প্রধানমন্ত্রী ৷
চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনাল তৈরি হয়েছে 1 লক্ষ 36 হাজার 295 বর্গফুট জায়গার উপর ৷ এর ফলে ওই বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতাও বৃদ্ধি পেল ৷ এখন থেকে বছরে 23 মিলিয়ন থেকে 30 মিলিয়ন যাত্রী এই বিমানবন্দর দিয়ে চলাচল করতে পারবেন ৷ বিশেষজ্ঞদের ধারণা, এর ফলে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হল, তার পাশাপাশি স্থানীয় অর্থনীতির উন্নতিতেই এর প্রভাব পড়বে ৷
চেন্নাই বিমানবন্দরের নতুন এই টার্মিনাল এমন ভাবে তৈরি করা হয়েছে, যেখানে দিনের আলো সব সময় সেখানে আসবে ৷ এর ফলে বিদ্যুৎ ব্যবহার অনেকটাই কমানো যাবে ৷ একই সঙ্গে স্থানীয় তামিল সংস্কৃতিকে সামনে রেখেই এই টার্মিনালকে সাজানো হয়েছে ৷ শাড়ি, মন্দির ও তামিল সংস্কৃতি অন্যান্য নিদর্শন এখানে রাখা হয়েছে ৷ তবে টার্মিনালের প্রবেশদ্বার করা হয়েছে কোলামের মতো ৷ দক্ষিণ ভারতের বাড়িগুলিতে সদর দরজার ডিজাইনকে কোলাম বলা হয় ৷
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, চেন্নাই বিমানবন্দরের নয়া এই টার্মিনাল তৈরি করতে খরচ হয়েছে এক হাজার 260 কোটি টাকা ৷ প্রধানমন্ত্রী এদিন চেন্নাই ও কোয়েম্বাটুরের মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন ৷ এমজিআর চেন্নাই রেলওয়ে স্টেশন থেকেই তিনি ওই ট্রেনের সূচনা করলেন শনিবার ৷ এছাড়াও আরও একাধিক ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী ৷ রেলের একটি গেজ পরিবর্তনের উদ্বোধন করেছেন তিনি ৷ ওই প্রকল্পে খরচ হয়েছে 294 কোটি টাকা ৷
একই সঙ্গে এদিন প্রধানমন্ত্রী মোদি চেন্নাইয়ে রামকৃষ্ণ মিশনের 125তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন ৷ চেন্নাই রামকৃষ্ণ মিশনের শাখা খুলেছিল 1897 সালে ৷ পরে বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও করেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন: বহু মানুষ শুধু পরিবারের সমৃদ্ধি চায়, তেলেঙ্গানাবাসী সচেতন থাকুন: প্রধানমন্ত্রী