ETV Bharat / bharat

PM Inaugurates AIIMS Guwahati: উত্তর-পূর্ব ভারতের প্রথম এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুয়াহাটিতে তৈরি হল উত্তর-পূর্ব ভারতের প্রথম এআইআইএমএস ৷ আজ তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Inaugurates AIIMS in Guwahati ETV BHARAT
PM Inaugurates AIIMS in Guwahati
author img

By

Published : Apr 14, 2023, 4:49 PM IST

গুয়াহাটি, 14 এপ্রিল: উত্তর-পূর্ব ভারতের প্রথম এআইআইএমএস বা এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুয়াহাটিতে 1 হাজার 123 কোটি টাকায় এই হাসপাতাল তৈরি করেছে কেন্দ্র ৷ যেখানে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন আইসিসিইউ, আইটিইউ, সিসিইউ-সহ সবরকমের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে ৷ এর পাশাপাশি, শুক্রবার অসমের লোকনৃত্য ‘রঙ্গালি বিহু’ উৎসব রয়েছে ৷ সেই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ সেখানে রাজ্যের উন্নয়নে 14 হাজার 300 কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী ৷

এদিন গুয়াহাটি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, খোদ রাজ্যপাল গুলাব চন্দ কাতারিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের এই শাখা তৈরি করা হয়েছে গুয়াহাটির কামরূপ গ্রামীণ জেলার চাংসারিতে ৷ সেখান থেকেই ভার্চুয়ালি তিনটি মেডিক্যাল কলেজের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী ৷ সেগুলি হল নলবাড়ি, নাগাওঁ এবং কোকরাঝাড় ৷ উদ্বোধনী মঞ্চ থেকে আজ প্রধানমন্ত্রী জানান, গুয়াহাটি এইমস শুধু অসম নয় ৷ সমগ্র উত্তর-পূর্ব ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে ৷ উত্তর-পূর্ব ভারতের সব মানুষ এর সুবিধা পাবেন ৷

আর পিএমও ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, ‘‘সমগ্র দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত এবং শক্তিশালী করতে প্রধানমন্ত্রী যে প্রতিজ্ঞা করেছেন, এটা তারই পরীক্ষা ৷’’ উল্লেখ্য, 2017 সালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিজে গুয়াহাটি এইমসের শিলান্যাস করেছিলেন 2017 সালের মে মাসে ৷ ঠিক 6 বছরের মাথায় এইমসের উদ্বোধন করলেন তিনি ৷ গুয়াহাটি এইমসে মোট 750টি শয্যা রয়েছে ৷ সেই সঙ্গে 30টি আয়ূষ শয্যা রয়েছে ৷ যেখানে আয়ুর্বেদ চিকিৎসা করা হবে ৷ আর প্রতিবছর 100 পড়ুয়া এইমসে মেডিক্যাল পড়াশোনার জন্য ভরতি হতে পারবেন ৷

আরও পড়ুন: 'প্লিজ মোদিজি একটা ভালো স্কুল করে দিন না !' প্রধানমন্ত্রীকে ভিডিয়ো বার্তা ছোট্ট সীরতের

উল্লেখ্য প্রধানমন্ত্রী বৃহস্পতিবার অসমের লোকনৃত্য বিহু উৎসবে সামিল হওয়ার কথাও জানিয়েছিলেন ৷ ‘রঙ্গালি বিহু’ উৎসবে তিনি এ দিন অংশ নেন ৷ সেখান থেকে অসমের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী ৷ যার জন্য কেন্দ্র 14 হাজার 300 কোটি টাকা বরাদ্দ করেছে ৷

গুয়াহাটি, 14 এপ্রিল: উত্তর-পূর্ব ভারতের প্রথম এআইআইএমএস বা এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুয়াহাটিতে 1 হাজার 123 কোটি টাকায় এই হাসপাতাল তৈরি করেছে কেন্দ্র ৷ যেখানে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন আইসিসিইউ, আইটিইউ, সিসিইউ-সহ সবরকমের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে ৷ এর পাশাপাশি, শুক্রবার অসমের লোকনৃত্য ‘রঙ্গালি বিহু’ উৎসব রয়েছে ৷ সেই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ সেখানে রাজ্যের উন্নয়নে 14 হাজার 300 কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী ৷

এদিন গুয়াহাটি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, খোদ রাজ্যপাল গুলাব চন্দ কাতারিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের এই শাখা তৈরি করা হয়েছে গুয়াহাটির কামরূপ গ্রামীণ জেলার চাংসারিতে ৷ সেখান থেকেই ভার্চুয়ালি তিনটি মেডিক্যাল কলেজের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী ৷ সেগুলি হল নলবাড়ি, নাগাওঁ এবং কোকরাঝাড় ৷ উদ্বোধনী মঞ্চ থেকে আজ প্রধানমন্ত্রী জানান, গুয়াহাটি এইমস শুধু অসম নয় ৷ সমগ্র উত্তর-পূর্ব ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে ৷ উত্তর-পূর্ব ভারতের সব মানুষ এর সুবিধা পাবেন ৷

আর পিএমও ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, ‘‘সমগ্র দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত এবং শক্তিশালী করতে প্রধানমন্ত্রী যে প্রতিজ্ঞা করেছেন, এটা তারই পরীক্ষা ৷’’ উল্লেখ্য, 2017 সালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিজে গুয়াহাটি এইমসের শিলান্যাস করেছিলেন 2017 সালের মে মাসে ৷ ঠিক 6 বছরের মাথায় এইমসের উদ্বোধন করলেন তিনি ৷ গুয়াহাটি এইমসে মোট 750টি শয্যা রয়েছে ৷ সেই সঙ্গে 30টি আয়ূষ শয্যা রয়েছে ৷ যেখানে আয়ুর্বেদ চিকিৎসা করা হবে ৷ আর প্রতিবছর 100 পড়ুয়া এইমসে মেডিক্যাল পড়াশোনার জন্য ভরতি হতে পারবেন ৷

আরও পড়ুন: 'প্লিজ মোদিজি একটা ভালো স্কুল করে দিন না !' প্রধানমন্ত্রীকে ভিডিয়ো বার্তা ছোট্ট সীরতের

উল্লেখ্য প্রধানমন্ত্রী বৃহস্পতিবার অসমের লোকনৃত্য বিহু উৎসবে সামিল হওয়ার কথাও জানিয়েছিলেন ৷ ‘রঙ্গালি বিহু’ উৎসবে তিনি এ দিন অংশ নেন ৷ সেখান থেকে অসমের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী ৷ যার জন্য কেন্দ্র 14 হাজার 300 কোটি টাকা বরাদ্দ করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.