ETV Bharat / bharat

Narendra Modi : ওয়াশিংটনে মোদিকে স্বাগত ইন্দো-আমেরিকানদের, আজ হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ - আমেরিকায় ভারতীয়

ওয়াশিংটনে পৌঁছালেন নরেন্দ্র মোদি ৷ 25 তারিখ পর্যন্ত আমেরিকায় থাকবেন তিনি ৷ বিশ্বের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতিতে তাঁর এই আমেরিকা সফর খুবই গুরুত্বপূর্ণ ৷ নিজে টুইট করে জানালেন আমেরিকার ভারতীয়দের তাঁকে অভর্থ্যনা জানানোর কথা ৷ পোস্ট করলেন ভারতীয়দের সঙ্গে হাত মেলানোর ছবি ৷

ভারতীয়দের সঙ্গে হাত মেলাচ্ছেন প্রধানমন্ত্রী
ভারতীয়দের সঙ্গে হাত মেলাচ্ছেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Sep 23, 2021, 8:00 AM IST

ওয়াশিংটন, 23 সেপ্টেম্বর : আমেরিকায় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ বুধবার স্থানীয় সময়ে ওয়াশিংটন ডিসি-তে তাঁকে অভর্থ্যনা জানাতে উপস্থিত ছিলেন আমেরিকার স্টেট অফিসিয়ালের বহু আধিকারিক (US Department of State Officials), জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ-এর (Joint Base Andrews) ডেপুটি সেক্রেটারি (US Deputy Secretary of State for Management and Resources) টি এইচ ব্রায়ান ম্যাককেয়ন (T H Brian McKeon), ভারতের রাষ্ট্রদূত (US Ambassador to India) তরণজিৎ সিং সাধু (Taranjit Singh Sadhu), ব্রিগেডিয়ার অনুপ সিংহল (Brigadier Anoop Singhal), এয়ার কমোডোর (Air Commodore) অঞ্জন ভদ্র (Anjan Bhardra), ন্যাভাল অ্যাটাচি কমোডোর (Naval Attache Commodore) নির্ভয়া বাপনা (Nirbhaya Bapna) ৷ তাঁকে স্বাগত জানাতে জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ-এ (Joint Base Andrews) এসেছিলেন ভারতীয় গোষ্ঠীর সদস্যরা (Indian Community) ৷

তিনি ওয়াশিংটনে পৌঁছানোর পরে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র (Official Spokesperson, Ministry of External Affairs) অরিন্দম বাগচি (Arindam Bagchi) টুইটে জয়েন্ট বেস অ্যানড্রিউজ-এর একটি ছবি পোস্ট করে টুইট করেন, "ভারতের বাইরে কোথাও দেশের পতাকা দেখলে, তা আমাদের কাছে গর্বের ৷ প্রধানমন্ত্রীর সম্মানে জয়েন্ট বেস অ্যানড্রিউজ-এ তেরঙা পতাকা উত্তোলিত হয়েছে ৷" ছবিতে মার্কিন পতাকার পাশাপাশি ভারতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে ৷

তখন ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে ৷ কারও মাথায় ছাতা, কেউ বা সেটারও তোয়াক্কা করেননি ৷ ব্যারিকেড ধরে সার দিয়ে ধৈর্য ধরে অপেক্ষায় রয়েছেন আমেরিকাবাসী ভারতীয়রা ৷ কখন তাঁরা সামনাসামনি দেখবেন তাঁদের মাতৃভূমির নেতাকে ৷ একশোরও বেশি ভারতীয় জড়ো হয়েছিলেন জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ-এ ৷ মোদি নামতেই আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা একদিকে তাঁর নাম ধরে সম্বোধন করছেন, অন্যদিকে দেশের পতাকা দেখাচ্ছেন তাঁকে ৷

আরও পড়ুন : Narendra Modi : আফগানিস্তানের আকাশসীমা এড়িয়ে ওয়াশিংটন যাত্রা মোদির

ওয়াশিংটনে পৌঁছানোর পর দু'টি টুইটে সেখানে পৌঁছানোর কথা জানান প্রধানমন্ত্রী ৷ একটি টুইটে তিনি লেখেন, "ওয়াশিংটন ডিসি-তে নামলাম ৷ আগামী 2 দিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, প্রধানমন্ত্রী স্কট মরিসন, ইয়োশিহিদে সুগা-র সঙ্গে দেখা করার কথা রয়েছে ৷ কোয়াড বৈঠকে যোগ দেব এবং ভারতে অর্থনৈতিক বিনিয়োগের সুযোগ আছে, সেই দিকগুলি তুলে ধরব এখানকার প্রথম সারির সিইও-দের কাছে ৷"

আরেকটি টুইটে তিনি লেখেন, "ওয়াশিংটন ডিসিতে আমাকে স্বাগত জানানোর জন্য এখানকার ভারতীয়দের কাছে আমি কৃতজ্ঞ ৷ আমেরিকায় বসবাসকারী এই ভারতীয়রা আমাদের শক্তি ৷ সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়রা যে ভাবে নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখেছে, তা প্রশংসনীয় ৷"

  • Grateful to the Indian community in Washington DC for the warm welcome. Our diaspora is our strength. It is commendable how the Indian diaspora has distinguished itself across the world. pic.twitter.com/6cw2UR2uLH

    — Narendra Modi (@narendramodi) September 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আপ্লুত প্রধানমন্ত্রীও হাত মেলালেন অপেক্ষারত আমেরিকান-ভারতীয়দের সঙ্গে ৷ একজন ভারতীয়ের কথায়, "আমরা প্রধানমন্ত্রী মোদিকে দেখে খুবই উচ্ছ্বসিত ৷ এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকাটা কিছুই নয় ৷" আরেক ভারতীয় অবশ্য প্রধানমন্ত্রীর এই আমেরিকা সফরের তাৎপর্যকে গুরুত্ব দিয়ে বললেন, "আমেরিকা আর ভারতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে, বিশেষত কোভিড-19 এবং আফগানিস্তান বিষয়ে ৷ তিনি এমন একজন নেতা, যিনি বিশ্বের যে কোনও পরিস্থিতির সমাধান করতে পারেন ৷ আমরা ভারতীয় হিসেবে গর্বিত ৷ তিনি লক্ষ লক্ষ ভারতীয়ের প্রতিনিধিত্ব করছেন ৷"

ওয়াশিংটন, 23 সেপ্টেম্বর : আমেরিকায় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ বুধবার স্থানীয় সময়ে ওয়াশিংটন ডিসি-তে তাঁকে অভর্থ্যনা জানাতে উপস্থিত ছিলেন আমেরিকার স্টেট অফিসিয়ালের বহু আধিকারিক (US Department of State Officials), জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ-এর (Joint Base Andrews) ডেপুটি সেক্রেটারি (US Deputy Secretary of State for Management and Resources) টি এইচ ব্রায়ান ম্যাককেয়ন (T H Brian McKeon), ভারতের রাষ্ট্রদূত (US Ambassador to India) তরণজিৎ সিং সাধু (Taranjit Singh Sadhu), ব্রিগেডিয়ার অনুপ সিংহল (Brigadier Anoop Singhal), এয়ার কমোডোর (Air Commodore) অঞ্জন ভদ্র (Anjan Bhardra), ন্যাভাল অ্যাটাচি কমোডোর (Naval Attache Commodore) নির্ভয়া বাপনা (Nirbhaya Bapna) ৷ তাঁকে স্বাগত জানাতে জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ-এ (Joint Base Andrews) এসেছিলেন ভারতীয় গোষ্ঠীর সদস্যরা (Indian Community) ৷

তিনি ওয়াশিংটনে পৌঁছানোর পরে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র (Official Spokesperson, Ministry of External Affairs) অরিন্দম বাগচি (Arindam Bagchi) টুইটে জয়েন্ট বেস অ্যানড্রিউজ-এর একটি ছবি পোস্ট করে টুইট করেন, "ভারতের বাইরে কোথাও দেশের পতাকা দেখলে, তা আমাদের কাছে গর্বের ৷ প্রধানমন্ত্রীর সম্মানে জয়েন্ট বেস অ্যানড্রিউজ-এ তেরঙা পতাকা উত্তোলিত হয়েছে ৷" ছবিতে মার্কিন পতাকার পাশাপাশি ভারতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে ৷

তখন ঝিরঝিরে বৃষ্টি হয়ে চলেছে ৷ কারও মাথায় ছাতা, কেউ বা সেটারও তোয়াক্কা করেননি ৷ ব্যারিকেড ধরে সার দিয়ে ধৈর্য ধরে অপেক্ষায় রয়েছেন আমেরিকাবাসী ভারতীয়রা ৷ কখন তাঁরা সামনাসামনি দেখবেন তাঁদের মাতৃভূমির নেতাকে ৷ একশোরও বেশি ভারতীয় জড়ো হয়েছিলেন জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ-এ ৷ মোদি নামতেই আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা একদিকে তাঁর নাম ধরে সম্বোধন করছেন, অন্যদিকে দেশের পতাকা দেখাচ্ছেন তাঁকে ৷

আরও পড়ুন : Narendra Modi : আফগানিস্তানের আকাশসীমা এড়িয়ে ওয়াশিংটন যাত্রা মোদির

ওয়াশিংটনে পৌঁছানোর পর দু'টি টুইটে সেখানে পৌঁছানোর কথা জানান প্রধানমন্ত্রী ৷ একটি টুইটে তিনি লেখেন, "ওয়াশিংটন ডিসি-তে নামলাম ৷ আগামী 2 দিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, প্রধানমন্ত্রী স্কট মরিসন, ইয়োশিহিদে সুগা-র সঙ্গে দেখা করার কথা রয়েছে ৷ কোয়াড বৈঠকে যোগ দেব এবং ভারতে অর্থনৈতিক বিনিয়োগের সুযোগ আছে, সেই দিকগুলি তুলে ধরব এখানকার প্রথম সারির সিইও-দের কাছে ৷"

আরেকটি টুইটে তিনি লেখেন, "ওয়াশিংটন ডিসিতে আমাকে স্বাগত জানানোর জন্য এখানকার ভারতীয়দের কাছে আমি কৃতজ্ঞ ৷ আমেরিকায় বসবাসকারী এই ভারতীয়রা আমাদের শক্তি ৷ সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়রা যে ভাবে নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখেছে, তা প্রশংসনীয় ৷"

  • Grateful to the Indian community in Washington DC for the warm welcome. Our diaspora is our strength. It is commendable how the Indian diaspora has distinguished itself across the world. pic.twitter.com/6cw2UR2uLH

    — Narendra Modi (@narendramodi) September 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আপ্লুত প্রধানমন্ত্রীও হাত মেলালেন অপেক্ষারত আমেরিকান-ভারতীয়দের সঙ্গে ৷ একজন ভারতীয়ের কথায়, "আমরা প্রধানমন্ত্রী মোদিকে দেখে খুবই উচ্ছ্বসিত ৷ এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকাটা কিছুই নয় ৷" আরেক ভারতীয় অবশ্য প্রধানমন্ত্রীর এই আমেরিকা সফরের তাৎপর্যকে গুরুত্ব দিয়ে বললেন, "আমেরিকা আর ভারতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে, বিশেষত কোভিড-19 এবং আফগানিস্তান বিষয়ে ৷ তিনি এমন একজন নেতা, যিনি বিশ্বের যে কোনও পরিস্থিতির সমাধান করতে পারেন ৷ আমরা ভারতীয় হিসেবে গর্বিত ৷ তিনি লক্ষ লক্ষ ভারতীয়ের প্রতিনিধিত্ব করছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.