ETV Bharat / bharat

সেনা দিবসে দেশের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন প্রধানমন্ত্রী মোদির - সেনা দিবস

PM Narendra Modi's Message on Army Day: আজ সেনা দিবস ৷ আর এই দিনটিতে ভারতীয় সেনার সকল জওয়ান, আধিকারিক, প্রাক্তন সেনা কর্মী এবং তাঁদের পরিবারকে অভিনন্দন ও ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV BHARAT Files
ETV BHARAT Files
author img

By ANI

Published : Jan 15, 2024, 1:11 PM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি: 15 জানুয়ারি, সেনা দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেনা দিবস 2024 উপলক্ষে একটি বার্তায় প্রধানমন্ত্রী যে কোনও 'দুর্যোগের সময়ে সাহায্যের হাত' বাড়িয়ে দেওয়ার জন্য জওয়ানদের ধন্যবাদ জানিয়েছেন ৷ ভারতীয় সেনার উদ্দেশ্যে একটি বার্তা লিখে পাঠিয়েছেন মোদি ৷ সেখানে ভারতীয় সেনা এবং তাঁদের পরিবারের সদস্যদের আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

মোদি সেই বার্তায় লিখেছেন, "সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর জওয়ান, প্রাক্তন সৈনিক এবং তাদের পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ৷ বাহিনীর সাহসী মহিলা ও পুরুষদের অদম্য সাহস, সেবা ও নিষ্ঠার জন্য দেশ গর্বিত ৷ বহিরাগত ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করা হোক বা দুর্যোগের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সেনার সাহসী জওয়ানরা সবরকম ভূমিকায় মুগ্ধ করে চলেছে ৷"

ভারতীয় সেনার নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার প্রশংসাও করেন নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, "ভারতীয় সেনা একটি সংগঠিত এবং সুশৃঙ্খল বাহিনী হিসাবে বিশ্বে আলাদা পরিচয় তৈরি করেছে ৷ ভারতীয় সেনা পরিবর্তনশীল সময়ের চ্যালেঞ্জের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বদ্ধপরিকর ৷ দেশও তার সামরিক বাহিনীর জন্য সমস্ত সুযোগ-সুবিধা এবং সংস্থান নিয়ে সবসময় প্রস্তুত রয়েছে ৷" ভারতীয় সেনার সকল সদস্য এবং তাদের পরিবারকে অভিনন্দন ও ধন্যবাদ জানানোর পাশাপাশি, শহিদ জওয়ানদেরও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী ৷

তিনি লিখেছেন, "সেনা দিবস উপলক্ষে, আমি দেশের পক্ষ থেকে সমস্ত বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই ৷ যাঁরা দেশের সেবায় তাঁদের জীবনের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন ৷ এই সাহসী সৈন্যদের আত্মত্যাগ ও তপস্যাকে দেশ কুর্ণিশ জানায় ৷" ভারতের 'অমৃত কাল'-এ বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন তিনি ৷ লেখেন, "দেশ 'অমৃত কালে' একটি মহান ও উন্নত ভারত গড়ার দিকে দ্রুত এগিয়ে চলেছে ৷ সেখানে ভারতীয় সেনাবাহিনীর ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রদানের মধ্যে দিয়ে দেশের গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৷"

আরও পড়ুন:

  1. সেনা সরানোর সময়সীমা বেঁধে দেওয়ার পর মলদ্বীপকে পালটা নয়াদিল্লির
  2. রাজৌরি-পুঞ্চ এলাকায় জঙ্গি মোকাবিলায় ভারতীয় সেনার 'অপারেশন সর্বশক্তি'

নয়াদিল্লি, 15 জানুয়ারি: 15 জানুয়ারি, সেনা দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেনা দিবস 2024 উপলক্ষে একটি বার্তায় প্রধানমন্ত্রী যে কোনও 'দুর্যোগের সময়ে সাহায্যের হাত' বাড়িয়ে দেওয়ার জন্য জওয়ানদের ধন্যবাদ জানিয়েছেন ৷ ভারতীয় সেনার উদ্দেশ্যে একটি বার্তা লিখে পাঠিয়েছেন মোদি ৷ সেখানে ভারতীয় সেনা এবং তাঁদের পরিবারের সদস্যদের আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

মোদি সেই বার্তায় লিখেছেন, "সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর জওয়ান, প্রাক্তন সৈনিক এবং তাদের পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ৷ বাহিনীর সাহসী মহিলা ও পুরুষদের অদম্য সাহস, সেবা ও নিষ্ঠার জন্য দেশ গর্বিত ৷ বহিরাগত ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করা হোক বা দুর্যোগের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সেনার সাহসী জওয়ানরা সবরকম ভূমিকায় মুগ্ধ করে চলেছে ৷"

ভারতীয় সেনার নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার প্রশংসাও করেন নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, "ভারতীয় সেনা একটি সংগঠিত এবং সুশৃঙ্খল বাহিনী হিসাবে বিশ্বে আলাদা পরিচয় তৈরি করেছে ৷ ভারতীয় সেনা পরিবর্তনশীল সময়ের চ্যালেঞ্জের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বদ্ধপরিকর ৷ দেশও তার সামরিক বাহিনীর জন্য সমস্ত সুযোগ-সুবিধা এবং সংস্থান নিয়ে সবসময় প্রস্তুত রয়েছে ৷" ভারতীয় সেনার সকল সদস্য এবং তাদের পরিবারকে অভিনন্দন ও ধন্যবাদ জানানোর পাশাপাশি, শহিদ জওয়ানদেরও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী ৷

তিনি লিখেছেন, "সেনা দিবস উপলক্ষে, আমি দেশের পক্ষ থেকে সমস্ত বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই ৷ যাঁরা দেশের সেবায় তাঁদের জীবনের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন ৷ এই সাহসী সৈন্যদের আত্মত্যাগ ও তপস্যাকে দেশ কুর্ণিশ জানায় ৷" ভারতের 'অমৃত কাল'-এ বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন তিনি ৷ লেখেন, "দেশ 'অমৃত কালে' একটি মহান ও উন্নত ভারত গড়ার দিকে দ্রুত এগিয়ে চলেছে ৷ সেখানে ভারতীয় সেনাবাহিনীর ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রদানের মধ্যে দিয়ে দেশের গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৷"

আরও পড়ুন:

  1. সেনা সরানোর সময়সীমা বেঁধে দেওয়ার পর মলদ্বীপকে পালটা নয়াদিল্লির
  2. রাজৌরি-পুঞ্চ এলাকায় জঙ্গি মোকাবিলায় ভারতীয় সেনার 'অপারেশন সর্বশক্তি'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.