ETV Bharat / bharat

Solar Powered Village: প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের প্রথম সৌরশক্তি নির্ভর গ্রাম হিসেবে আত্মপ্রকাশ মোধেরার - মোধেরার সূর্য মন্দির

গুজরাতের মোধেরাকে ‘ভারতের প্রথম সৌরশক্তি নির্ভর গ্রাম’ (Solar Powered Village in India) বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ মোধেরা গ্রামের সবক’টি বাড়িতে প্রায় 1 হাজার সোলার প্যানেল বসানো হয়েছে বলে জানিয়েছে গুজরাত সরকার ৷

PM Narendra Modi Declares Modhera is First 24 Hours Solar Powered Village in India
PM Narendra Modi Declares Modhera is First 24 Hours Solar Powered Village in India
author img

By

Published : Oct 9, 2022, 7:30 PM IST

আমেদাবাদ, 9 অক্টোবর: দেশের প্রথম 24x7 সৌরশক্তি নির্ভর গ্রাম হিসেবে পথচলা শুরু করল গুজরাতের মেহসানা জেলার মোধেরা গ্রাম (First ever solar Powered Village in India) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হাত ধরেই নয়ারূপে আত্মপ্রকাশ করল গুজরাতের গ্রামটি ৷ রবিবার মোধেরার সৌরশক্তির উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের আর বিদ্যুতের জন্য টাকা খরচ করতে হবে না ৷ উলটে আমরা এই বিদ্যুৎ বিক্রি করে অর্থ উপার্জন করব ৷ কিছুদিন আগেও সরকার সাধারণ মানষকে বিদ্যুৎ সরবরাহ করত ৷ কিন্তু, এখন সোলার প্যানেল বসে যাওয়ায় মানুষ তাঁদের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করতে পারবেন ৷’’

গুজরাত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মোধেরা গ্রামের সবক’টি বাড়িতে প্রায় 1 হাজার সোলার প্যানেল বসানো হয়েছে ৷ যেখানে 24 ঘণ্টা বিদ্যুৎ তৈরি হবে গ্রামবাসীদের জন্য ৷ দেখতে গেলে ওই গ্রামের বাসিন্দারা বিনা খরচেই বিদ্যুৎ পরিষেবা পাবেন ৷ গুজরাত সরকার জানিয়েছে, তারা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের স্থায়ী বাস্তবায়ন নিশ্চিত করেছে ৷ আর তা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্থির করা লক্ষ্যকে মাথায় রেখে ৷ যেখানে পুনর্ব্যবহারযোগ্য শক্তিগুলির সাহায্য নেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন: গতবার হারা 144টি লোকসভা কেন্দ্রে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মোদি

একটি সুরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে মোধেরার সূর্য মন্দিরে (Sun Temple of Modhera) স্থায়ীভাবে এদিন একটি 3-ডি প্রজেকশনের বন্দোবস্ত করা হয় ৷ সৌরশক্তি চালিত 3-ডি প্রজেকশনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসাধারণকেই উৎসর্গ করেছেন ৷ যা বাইরে থেকে আসা পর্যটকদের মোধেরার ইতিহাস সম্পর্কে অবগত করবে ৷ প্রকল্পের অংশ হিসেবে মন্দির চত্বরে হেরিটেজকে মাথায় রেখে আলোর ব্যবস্থাও করা হয়েছে ৷

আমেদাবাদ, 9 অক্টোবর: দেশের প্রথম 24x7 সৌরশক্তি নির্ভর গ্রাম হিসেবে পথচলা শুরু করল গুজরাতের মেহসানা জেলার মোধেরা গ্রাম (First ever solar Powered Village in India) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হাত ধরেই নয়ারূপে আত্মপ্রকাশ করল গুজরাতের গ্রামটি ৷ রবিবার মোধেরার সৌরশক্তির উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের আর বিদ্যুতের জন্য টাকা খরচ করতে হবে না ৷ উলটে আমরা এই বিদ্যুৎ বিক্রি করে অর্থ উপার্জন করব ৷ কিছুদিন আগেও সরকার সাধারণ মানষকে বিদ্যুৎ সরবরাহ করত ৷ কিন্তু, এখন সোলার প্যানেল বসে যাওয়ায় মানুষ তাঁদের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করতে পারবেন ৷’’

গুজরাত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মোধেরা গ্রামের সবক’টি বাড়িতে প্রায় 1 হাজার সোলার প্যানেল বসানো হয়েছে ৷ যেখানে 24 ঘণ্টা বিদ্যুৎ তৈরি হবে গ্রামবাসীদের জন্য ৷ দেখতে গেলে ওই গ্রামের বাসিন্দারা বিনা খরচেই বিদ্যুৎ পরিষেবা পাবেন ৷ গুজরাত সরকার জানিয়েছে, তারা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের স্থায়ী বাস্তবায়ন নিশ্চিত করেছে ৷ আর তা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্থির করা লক্ষ্যকে মাথায় রেখে ৷ যেখানে পুনর্ব্যবহারযোগ্য শক্তিগুলির সাহায্য নেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন: গতবার হারা 144টি লোকসভা কেন্দ্রে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মোদি

একটি সুরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে মোধেরার সূর্য মন্দিরে (Sun Temple of Modhera) স্থায়ীভাবে এদিন একটি 3-ডি প্রজেকশনের বন্দোবস্ত করা হয় ৷ সৌরশক্তি চালিত 3-ডি প্রজেকশনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসাধারণকেই উৎসর্গ করেছেন ৷ যা বাইরে থেকে আসা পর্যটকদের মোধেরার ইতিহাস সম্পর্কে অবগত করবে ৷ প্রকল্পের অংশ হিসেবে মন্দির চত্বরে হেরিটেজকে মাথায় রেখে আলোর ব্যবস্থাও করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.