ETV Bharat / bharat

PM Modi in Quad summit : বাইডেন-সহ তিন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক মোদির, উঠতে পারে চিনের প্রসঙ্গও

চতুর্দেশীয় কোয়াড-এর বৈঠকই শুধু নয়, তিন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি । তাতে শুধু রাশিয়া-ইউক্রেন নয়, উঠতে পারে চিনের প্রসঙ্গও (PM Narendra Modi arrives in Japan) ৷

PM Modi in Japan
জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী
author img

By

Published : May 23, 2022, 9:20 AM IST

Updated : May 23, 2022, 10:02 AM IST

টোকিয়ো, 23 মে : কোয়াড সম্মেলনে যোগ দিতে দু'দিনের জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার সকালে টোকিয়োতে নামে প্রধানমন্ত্রীর বিমান ৷ মোদিকে পেয়ে উচ্ছ্বসিত সেদেশের প্রবাসী ভারতীয়রা ৷ মুখে জয় শ্রী রাম ধ্বনি, হাতে প্ল্যাকার্ড ৷ বিশ্বের অন্যতম বন্দিত নেতাকে স্বাগত জানাতে সাজোসাজো রব উঠেছিল দ্বীপরাষ্ট্রে (PM Modi arrives in Japan to attend Quad summit) ৷

জাপানে মাত্র 40 ঘণ্টা থাকবেন মোদি । এর মধ্যে প্রায় 23টি কর্মসূচি সারবেন তিনি । প্রথম দিন জাপানের বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রায় 30 জন সিইও এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপ-আলোচনা সারবেন প্রধানমন্ত্রী ৷ তবে কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার । টোকিয়োতে কোয়াড সামিটে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার নব-নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ । সেদিন চতুর্দেশীয় কোয়াড-এর বৈঠকই শুধু নয়, তিন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি । তাতে শুধু রাশিয়া-ইউক্রেন নয়, উঠতে পারে চিনের প্রসঙ্গও ৷

  • Penned an op-ed on the vibrant relations between India and Japan. Ours is a partnership for peace, stability and prosperity. I trace the journey of our special friendship which completes 70 glorious years. @Yomiuri_Online https://t.co/nXx8y3qiQL

    — Narendra Modi (@narendramodi) May 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আলোচনা সফল, ইন্দো-নেপাল সম্পর্ক বিশ্বকে সমৃদ্ধ করবে: মোদি

প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসার পর গত 8 বছরে এই নিয়ে পঞ্চমবার জাপান সফরে গেলেন মোদি ৷ প্রধানমন্ত্রী বলেন, “জাপানের প্রবাসী ভারতীয়রা বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছে । তাঁরা ভারতে নিজেদের শিকড়ের সঙ্গেও যুক্ত রয়েছেন ।” কোয়াড-এর এই বৈঠকের লক্ষ্য সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করা ৷ একইসঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা করা ৷

জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী

চলতি বছরের মার্চ মাসে 14তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনের জন্য ভারতে এসেছিলেন কিশিদা । সেবার অনেকটাই এগিয়েছিস দু'দেশের কূটনৈতিক আলোচনা ৷ মোদি এদিন বলেন, ভারত ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিশেষ কৌশলগত এবং গ্লোবাল পার্টনারশিপের একটি গুরুত্বপূর্ণ দিক ।

টোকিয়ো, 23 মে : কোয়াড সম্মেলনে যোগ দিতে দু'দিনের জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার সকালে টোকিয়োতে নামে প্রধানমন্ত্রীর বিমান ৷ মোদিকে পেয়ে উচ্ছ্বসিত সেদেশের প্রবাসী ভারতীয়রা ৷ মুখে জয় শ্রী রাম ধ্বনি, হাতে প্ল্যাকার্ড ৷ বিশ্বের অন্যতম বন্দিত নেতাকে স্বাগত জানাতে সাজোসাজো রব উঠেছিল দ্বীপরাষ্ট্রে (PM Modi arrives in Japan to attend Quad summit) ৷

জাপানে মাত্র 40 ঘণ্টা থাকবেন মোদি । এর মধ্যে প্রায় 23টি কর্মসূচি সারবেন তিনি । প্রথম দিন জাপানের বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রায় 30 জন সিইও এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপ-আলোচনা সারবেন প্রধানমন্ত্রী ৷ তবে কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার । টোকিয়োতে কোয়াড সামিটে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার নব-নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ । সেদিন চতুর্দেশীয় কোয়াড-এর বৈঠকই শুধু নয়, তিন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি । তাতে শুধু রাশিয়া-ইউক্রেন নয়, উঠতে পারে চিনের প্রসঙ্গও ৷

  • Penned an op-ed on the vibrant relations between India and Japan. Ours is a partnership for peace, stability and prosperity. I trace the journey of our special friendship which completes 70 glorious years. @Yomiuri_Online https://t.co/nXx8y3qiQL

    — Narendra Modi (@narendramodi) May 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আলোচনা সফল, ইন্দো-নেপাল সম্পর্ক বিশ্বকে সমৃদ্ধ করবে: মোদি

প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসার পর গত 8 বছরে এই নিয়ে পঞ্চমবার জাপান সফরে গেলেন মোদি ৷ প্রধানমন্ত্রী বলেন, “জাপানের প্রবাসী ভারতীয়রা বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছে । তাঁরা ভারতে নিজেদের শিকড়ের সঙ্গেও যুক্ত রয়েছেন ।” কোয়াড-এর এই বৈঠকের লক্ষ্য সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করা ৷ একইসঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা করা ৷

জাপানে পৌঁছলেন প্রধানমন্ত্রী

চলতি বছরের মার্চ মাসে 14তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনের জন্য ভারতে এসেছিলেন কিশিদা । সেবার অনেকটাই এগিয়েছিস দু'দেশের কূটনৈতিক আলোচনা ৷ মোদি এদিন বলেন, ভারত ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিশেষ কৌশলগত এবং গ্লোবাল পার্টনারশিপের একটি গুরুত্বপূর্ণ দিক ।

Last Updated : May 23, 2022, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.