ETV Bharat / bharat

PM-Prez Greet People: পোঙ্গল, মাঘ বিহু-মকর সংক্রান্তির শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর - Makar Sankranti 2023

পৌষের শেষ দিনে দেশে একই সঙ্গে নানান উৎসব পালিত হয় ৷ পোঙ্গল, মাঘ বিহু এবং মকর সংক্রান্তি-সহ জায়গা ভেদে রয়েছে উৎসবের বিভিন্ন নাম ৷ রবিবার দেশবাসীকে এই উৎসবগুলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী ৷ সকলকে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন তাঁরা ৷

Makar Sankranti
PM Narendra Modi and President Droupadi Murmu
author img

By

Published : Jan 15, 2023, 12:49 PM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি: রবিবার পোঙ্গল, মাঘ বিহু এবং মকর সংক্রান্তি উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেকে । বস্তুত কাল থেকেই উৎসেব মাতোয়ারা দেশ। গতকাল দেশের বিভিন্ন প্রান্তে ঘু়ড়ি উড়েছে । আর আজ সকাল থেকেই বাংলার ঘরে ঘরে তৈরি হচ্ছে পিঠে পুলি থেকে শুরু করে পায়েস-সহ আরও নানা লোভনীয় পদ ।

  • Greetings to all on Lohri, Makar Sankranti, Magh Bihu and Pongal. These festivals symbolise India's unity in diversity and are the carriers of our culture. May these festivals bind fellow citizens in bonds of love and harmony and bring happiness and prosperity to all.

    — President of India (@rashtrapatibhvn) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তায় বলেন, "লহোরি, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং পোঙ্গলের শুভেচ্ছা সবাইকে । এই উৎসবগুলি বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্যের প্রতীক এবং আমাদের সংস্কৃতির বাহক । এই উৎসবগুলির মাধ্যমে সকল নাগরিক ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক ৷ সকলের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক সমস্ত উৎসবগুলি ।"

  • Pongal greetings to everyone, particularly the Tamil people worldwide. May this festival bring happiness and wonderful health in our lives. pic.twitter.com/q2rogqwmf5

    — Narendra Modi (@narendramodi) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা: প্রধানমন্ত্রী এই উৎসবগুলিকে নিয়ে বেশ কয়েকটি টুইটে করেন ৷ তিনি অসমিয়া, তামিল, তেলেগু ও ইংরেজি ভাষায় শুভেচ্ছা বার্তা দেন ৷ মোদি একটি টুইটে বলেন, "মাঘ বিহুর শুভেচ্ছা । আমি আশা করি এই উৎসব প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধনকে আরও দৃঢ় করবে এবং আনন্দের পরিবেশকে আরও বাড়িয়ে দেবে ৷" অপর একটি টুইটে তিনি বলেন, "পোঙ্গলের শুভেচ্ছা সবাইকে ৷ বিশেষ করে বিশ্বব্যাপী তামিল জনগণকে । এই উৎসবটি আমাদের জীবনে সুখ এবং ভালো স্বাস্থ্য নিয়ে আসুক । প্রধানমন্ত্রী মকর সংক্রান্তির শুভেচ্ছাও জানিয়েছেন ।

নানান উৎসবের মেলবন্ধন: ভারত হচ্ছে বৈচিত্র্যের দেশ ৷ এখানে একই সঙ্গে একাধিক উৎসব পালিত হয় ৷ এই সময়ে হরিয়ানা, হিমাচল প্রদেশ ও পঞ্জাবে যে উৎসব হয় তাকে মাঘি বা লহোরি বলে ৷ বিহার ও ঝাড়খণ্ডে মাকার সাকরাত পালিত হয় ৷ অসমে মাঘ বিহু উৎসব হয় ৷ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে মকর বা পৌষ সংক্রান্তি উৎসব পালিত হয় ৷ তামিলনাড়ুতে পালিত হয় পোঙ্গল উৎসব ৷ যেমন মকর সংক্রান্তি হল সূর্য দেবতাকে উৎসর্গ করে একটি উৎসব (Makar Sankranti 2023) । মাঘ বিহু হল যখন বার্ষিক ফসল কাটা হয় তাকে কেন্দ্র করে পালিত একটি উৎসব । পোঙ্গল হল সূর্য দেবতাকে উৎসর্গ করে চার দিনের ফসল কাটার উৎসব ।

  • সকলকে মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণ এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। pic.twitter.com/RhKWo0lX51

    — Dr. Ashok Kumar Lahiri (@ashoklahiribjp) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিধায়কদের তরফে শুভেচ্ছা বার্তা: এদিন মকর সংক্রান্তির ও টুসু পরবের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের বিধায়ক সন্ধ্যারানি টুডু ৷ তিনি বলেন, "সকলকে জানাই মকর সংক্রান্তি ও টুসু পরবের আন্তরিক শুভেচ্ছা ।" মকর সংক্রান্তির ও পৌষ পার্বণের শুভেচ্ছা জানিয়েছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোককুমার লাহিড়ি ৷ তিনি বলেন, "সকলকে মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণ এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।"

আরও পড়ুন: শাহীস্নানে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন প্রায় 40 লক্ষ তীর্থযাত্রী

নয়াদিল্লি, 15 জানুয়ারি: রবিবার পোঙ্গল, মাঘ বিহু এবং মকর সংক্রান্তি উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেকে । বস্তুত কাল থেকেই উৎসেব মাতোয়ারা দেশ। গতকাল দেশের বিভিন্ন প্রান্তে ঘু়ড়ি উড়েছে । আর আজ সকাল থেকেই বাংলার ঘরে ঘরে তৈরি হচ্ছে পিঠে পুলি থেকে শুরু করে পায়েস-সহ আরও নানা লোভনীয় পদ ।

  • Greetings to all on Lohri, Makar Sankranti, Magh Bihu and Pongal. These festivals symbolise India's unity in diversity and are the carriers of our culture. May these festivals bind fellow citizens in bonds of love and harmony and bring happiness and prosperity to all.

    — President of India (@rashtrapatibhvn) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতি শুভেচ্ছা বার্তায় বলেন, "লহোরি, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং পোঙ্গলের শুভেচ্ছা সবাইকে । এই উৎসবগুলি বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্যের প্রতীক এবং আমাদের সংস্কৃতির বাহক । এই উৎসবগুলির মাধ্যমে সকল নাগরিক ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক ৷ সকলের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক সমস্ত উৎসবগুলি ।"

  • Pongal greetings to everyone, particularly the Tamil people worldwide. May this festival bring happiness and wonderful health in our lives. pic.twitter.com/q2rogqwmf5

    — Narendra Modi (@narendramodi) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা: প্রধানমন্ত্রী এই উৎসবগুলিকে নিয়ে বেশ কয়েকটি টুইটে করেন ৷ তিনি অসমিয়া, তামিল, তেলেগু ও ইংরেজি ভাষায় শুভেচ্ছা বার্তা দেন ৷ মোদি একটি টুইটে বলেন, "মাঘ বিহুর শুভেচ্ছা । আমি আশা করি এই উৎসব প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধনকে আরও দৃঢ় করবে এবং আনন্দের পরিবেশকে আরও বাড়িয়ে দেবে ৷" অপর একটি টুইটে তিনি বলেন, "পোঙ্গলের শুভেচ্ছা সবাইকে ৷ বিশেষ করে বিশ্বব্যাপী তামিল জনগণকে । এই উৎসবটি আমাদের জীবনে সুখ এবং ভালো স্বাস্থ্য নিয়ে আসুক । প্রধানমন্ত্রী মকর সংক্রান্তির শুভেচ্ছাও জানিয়েছেন ।

নানান উৎসবের মেলবন্ধন: ভারত হচ্ছে বৈচিত্র্যের দেশ ৷ এখানে একই সঙ্গে একাধিক উৎসব পালিত হয় ৷ এই সময়ে হরিয়ানা, হিমাচল প্রদেশ ও পঞ্জাবে যে উৎসব হয় তাকে মাঘি বা লহোরি বলে ৷ বিহার ও ঝাড়খণ্ডে মাকার সাকরাত পালিত হয় ৷ অসমে মাঘ বিহু উৎসব হয় ৷ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে মকর বা পৌষ সংক্রান্তি উৎসব পালিত হয় ৷ তামিলনাড়ুতে পালিত হয় পোঙ্গল উৎসব ৷ যেমন মকর সংক্রান্তি হল সূর্য দেবতাকে উৎসর্গ করে একটি উৎসব (Makar Sankranti 2023) । মাঘ বিহু হল যখন বার্ষিক ফসল কাটা হয় তাকে কেন্দ্র করে পালিত একটি উৎসব । পোঙ্গল হল সূর্য দেবতাকে উৎসর্গ করে চার দিনের ফসল কাটার উৎসব ।

  • সকলকে মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণ এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। pic.twitter.com/RhKWo0lX51

    — Dr. Ashok Kumar Lahiri (@ashoklahiribjp) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিধায়কদের তরফে শুভেচ্ছা বার্তা: এদিন মকর সংক্রান্তির ও টুসু পরবের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের বিধায়ক সন্ধ্যারানি টুডু ৷ তিনি বলেন, "সকলকে জানাই মকর সংক্রান্তি ও টুসু পরবের আন্তরিক শুভেচ্ছা ।" মকর সংক্রান্তির ও পৌষ পার্বণের শুভেচ্ছা জানিয়েছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোককুমার লাহিড়ি ৷ তিনি বলেন, "সকলকে মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণ এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।"

আরও পড়ুন: শাহীস্নানে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন প্রায় 40 লক্ষ তীর্থযাত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.