ETV Bharat / bharat

PM Modi Thanks-Giving Letter: জনসভায় তাঁর ছবি এঁকে আনা ছোট্ট আকাঙ্খাকে চিঠি দিয়ে ধন্যবাদ প্রধানমন্ত্রীর - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ছত্তিশগড়ে এক নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় প্রধানমন্ত্রীর ছবি এঁকে এনেছিল সেই খুদে ৷ মঞ্চ থেকে সেই ছবি-সহ মেয়েটিকে দেখতে পান প্রধানমন্ত্রী ৷ পরে মেয়েটির পরিবারের সদস্যদের থেকে ছবিটি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। ঘটনাটি বৃহস্পতিবার ছত্তিশগড়ের কাঙ্কের জনসভায় ঘটেছিল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 8:01 PM IST

নয়াদিল্লি/রায়পুর, 4 নভেম্বর: ছত্তিশগড়ের সেই ছোট্ট মেয়েটিকে চিঠি লিখে প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নির্বাচনমুখী ছত্তিশগড়ে এক নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় প্রধানমন্ত্রীর ছবি এঁকে এনেছিল খুদে আকাঙ্খা ৷ মঞ্চ থেকে সেই ছবি-সহ মেয়েটিকে দেখতে পান প্রধানমন্ত্রী ৷ পরে মেয়েটির পরিবারের সদস্যদের থেকে ছবিটি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। ছত্তিশগড়ের কাঙ্কের জনসভায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ৷ তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই ধন্যবাদপত্র ৷

প্রধানমন্ত্রী মোদি সেই ছবি প্রাপ্তি স্বীকার করে এক্সে লেখেন, "কন্যা আমি তোমাকে আশীর্বাদ করি ৷ তোমার ঠিকানা লিখে দিও ৷ আমি অবশ্যই তোমাকে চিঠি লিখব ৷" এরপরই প্রধানমন্ত্রীর সেই চিঠি পৌঁছে যায় মেয়েটির কাছে ৷ আকাঙ্খা নামের মেয়েটিকে সম্বোধন করে হিন্দিতে প্রধানমন্ত্রী চিঠি লিখে জানিয়েছেন, কামনা করছি সে যেন সাফল্যের সঙ্গে তার জীবনে এগিয়ে যায় ৷ সে সমাজ ও তার পরিবারের গৌরব আনতে সক্ষম হবে।

  • बेटी मैं तुम्हें आशीर्वाद देता हूं...

    अपना पता लिख देना,
    मैं तुझे जरूर चिट्ठी लिखूंगा! pic.twitter.com/tadpeHCMfl

    — BJP Madhya Pradesh (@BJP4MP) November 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আগামী 25 বছর তোমার মত মেয়েরা তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ হবে বলেও চিঠিতে উল্লেখ করেন মোদি। প্রধানমন্ত্রী খুদে আকাঙ্খাকে জানিয়েছেন, দেশের মেয়েরাই উজ্জ্বল ভবিষ্যৎ। তিনি জানান, তাদের কাছ থেকে তিনি যে ভালোবাসা অর্জন করেন, তা জাতির সেবায় তাঁর শক্তি হয়ে দাঁড়ায়। মোদি মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, "সরকারের লক্ষ্য সবসময় আমাদের মেয়েদের জন্য একটি সুস্থ, নিরাপদ এবং সুরক্ষিত দেশ গড়ে তোলা।"

আরও পড়ুন: বেটিং অ্যাপের সঙ্গে কী সম্পর্ক বাঘেলের, প্রশ্ন তুললেন মোদি

তাঁর ধন্যবাদপত্রে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "আগামী 25 বছর তোমার মতো দেশের তরুণ বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ এই সময়ের মধ্যে, আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে তোমার মতো মেয়েরা নিজেদের স্বপ্নপূরণ করতে গিয়ে দেশকে নতুন দিশা দেখাবে ৷"

এর আগেও তেলেঙ্গানায় এক জনসভায় বাচ্চা মেয়েকে দেখে মঞ্চ থেকেই আশীর্বাদ করেছিলেন প্রধানমন্ত্রী ৷ এমনকী এক রোড-শো চলাকালীন প্রধানমন্ত্রীকে একজন ছবি দিয়েছিল, পালটা সেই ছবিতে অটোগ্রাফ দিয়ে সেই ব্যক্তিকে ফেরৎ দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে ৷

নয়াদিল্লি/রায়পুর, 4 নভেম্বর: ছত্তিশগড়ের সেই ছোট্ট মেয়েটিকে চিঠি লিখে প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নির্বাচনমুখী ছত্তিশগড়ে এক নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় প্রধানমন্ত্রীর ছবি এঁকে এনেছিল খুদে আকাঙ্খা ৷ মঞ্চ থেকে সেই ছবি-সহ মেয়েটিকে দেখতে পান প্রধানমন্ত্রী ৷ পরে মেয়েটির পরিবারের সদস্যদের থেকে ছবিটি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। ছত্তিশগড়ের কাঙ্কের জনসভায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ৷ তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই ধন্যবাদপত্র ৷

প্রধানমন্ত্রী মোদি সেই ছবি প্রাপ্তি স্বীকার করে এক্সে লেখেন, "কন্যা আমি তোমাকে আশীর্বাদ করি ৷ তোমার ঠিকানা লিখে দিও ৷ আমি অবশ্যই তোমাকে চিঠি লিখব ৷" এরপরই প্রধানমন্ত্রীর সেই চিঠি পৌঁছে যায় মেয়েটির কাছে ৷ আকাঙ্খা নামের মেয়েটিকে সম্বোধন করে হিন্দিতে প্রধানমন্ত্রী চিঠি লিখে জানিয়েছেন, কামনা করছি সে যেন সাফল্যের সঙ্গে তার জীবনে এগিয়ে যায় ৷ সে সমাজ ও তার পরিবারের গৌরব আনতে সক্ষম হবে।

  • बेटी मैं तुम्हें आशीर्वाद देता हूं...

    अपना पता लिख देना,
    मैं तुझे जरूर चिट्ठी लिखूंगा! pic.twitter.com/tadpeHCMfl

    — BJP Madhya Pradesh (@BJP4MP) November 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আগামী 25 বছর তোমার মত মেয়েরা তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ হবে বলেও চিঠিতে উল্লেখ করেন মোদি। প্রধানমন্ত্রী খুদে আকাঙ্খাকে জানিয়েছেন, দেশের মেয়েরাই উজ্জ্বল ভবিষ্যৎ। তিনি জানান, তাদের কাছ থেকে তিনি যে ভালোবাসা অর্জন করেন, তা জাতির সেবায় তাঁর শক্তি হয়ে দাঁড়ায়। মোদি মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, "সরকারের লক্ষ্য সবসময় আমাদের মেয়েদের জন্য একটি সুস্থ, নিরাপদ এবং সুরক্ষিত দেশ গড়ে তোলা।"

আরও পড়ুন: বেটিং অ্যাপের সঙ্গে কী সম্পর্ক বাঘেলের, প্রশ্ন তুললেন মোদি

তাঁর ধন্যবাদপত্রে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "আগামী 25 বছর তোমার মতো দেশের তরুণ বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ এই সময়ের মধ্যে, আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে তোমার মতো মেয়েরা নিজেদের স্বপ্নপূরণ করতে গিয়ে দেশকে নতুন দিশা দেখাবে ৷"

এর আগেও তেলেঙ্গানায় এক জনসভায় বাচ্চা মেয়েকে দেখে মঞ্চ থেকেই আশীর্বাদ করেছিলেন প্রধানমন্ত্রী ৷ এমনকী এক রোড-শো চলাকালীন প্রধানমন্ত্রীকে একজন ছবি দিয়েছিল, পালটা সেই ছবিতে অটোগ্রাফ দিয়ে সেই ব্যক্তিকে ফেরৎ দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.