ETV Bharat / bharat

PM Modi on Cheetahs: চিতাকে নিয়ে তিন-তিনটে প্রতিযোগিতা, দেশবাসীকে অংশ নেওয়ার আর্জি মোদির - নরেন্দ্র মোদি

নামিবিয়া থেকে দেশে আসা চিতাকে (Namibian Cheetah) নিয়ে প্রতোযোগিতার আয়োজন করেছে কেন্দ্র ৷ সেই প্রতিযোগিতায় (Contests related to Cheetah) অংশ নেওয়ার জন্য দেশবাসীর কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷

PM Modi urges people to participate in contests related to Namibian Cheetahs
চিতাকে নিয়ে তিন-তিনটে প্রতিযোগিতা, সবাইকে অংশ নেওয়ার আর্জি মোদির
author img

By

Published : Sep 27, 2022, 12:34 PM IST

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: নামিবিয়া থেকে দেশে চিতা (Namibian Cheetah) এসে গিয়েছে ৷ এ বার সেই চিতাকে নিয়ে প্রতোযোগিতার আয়োজন ৷ একটা নয়, তিন-তিনটে প্রতিযোগিতা (Contests related to Cheetah)৷ যেখানে অংশ নেওয়ার জন্য দেশবাসীর কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷

প্রধানমন্ত্রী টুইটে (PM Modi Tweet) লিখেছেন, "আমরা যখন চিতা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তখনই মাইগভ-এ তিনটি দুর্দান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সবার কাছে আর্জি জানাচ্ছি ৷"

যে পোস্টারটি কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়েছে সেখানে প্রতিযোগিতার বিষয়গুলি লেখা রয়েছে ৷ প্রথম প্রতিযোগিতায় চিতা রিইনট্রোডাকশন প্রজেক্টের নাম দেওয়ার জন্য আবেদন করা হয়েছে ৷ দ্বিতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চিতাগুলির নাম দিতে বলা হয়েছে ৷ আর তৃতীয় প্রতিযোগিতায় পশুদের সঙ্গে ভালো আচরণ করার প্রয়োজনীয়তার কথা লিখতে হবে ৷

সেই পোস্টারে জানানো হয়েছে যে, প্রতিযোগিতায় বিজয়ীদের চিতাকে দেখার সুযোগ করে দেওয়া হবে ৷ তাঁর টুইটের সঙ্গে তিনটি প্রতিযোগিতারই লিংক শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্যাগ নেয়নি ! মোদির নিশানায় বিরোধীরা

17 সেপ্টেম্বর তাঁর জন্মদিনে নামিবিয়া থেকে আনা চিতাগুলি মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ খুব শিগগিরই জনসমক্ষে আনা হবে চিতাগুলিকে ৷

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: নামিবিয়া থেকে দেশে চিতা (Namibian Cheetah) এসে গিয়েছে ৷ এ বার সেই চিতাকে নিয়ে প্রতোযোগিতার আয়োজন ৷ একটা নয়, তিন-তিনটে প্রতিযোগিতা (Contests related to Cheetah)৷ যেখানে অংশ নেওয়ার জন্য দেশবাসীর কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷

প্রধানমন্ত্রী টুইটে (PM Modi Tweet) লিখেছেন, "আমরা যখন চিতা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তখনই মাইগভ-এ তিনটি দুর্দান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সবার কাছে আর্জি জানাচ্ছি ৷"

যে পোস্টারটি কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয়েছে সেখানে প্রতিযোগিতার বিষয়গুলি লেখা রয়েছে ৷ প্রথম প্রতিযোগিতায় চিতা রিইনট্রোডাকশন প্রজেক্টের নাম দেওয়ার জন্য আবেদন করা হয়েছে ৷ দ্বিতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চিতাগুলির নাম দিতে বলা হয়েছে ৷ আর তৃতীয় প্রতিযোগিতায় পশুদের সঙ্গে ভালো আচরণ করার প্রয়োজনীয়তার কথা লিখতে হবে ৷

সেই পোস্টারে জানানো হয়েছে যে, প্রতিযোগিতায় বিজয়ীদের চিতাকে দেখার সুযোগ করে দেওয়া হবে ৷ তাঁর টুইটের সঙ্গে তিনটি প্রতিযোগিতারই লিংক শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্যাগ নেয়নি ! মোদির নিশানায় বিরোধীরা

17 সেপ্টেম্বর তাঁর জন্মদিনে নামিবিয়া থেকে আনা চিতাগুলি মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ খুব শিগগিরই জনসমক্ষে আনা হবে চিতাগুলিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.