নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: আজ সেপ্টেম্বর মাসের 11 তারিখ ৷ 1893 সালের আজকের দিনেই স্বামী বিবেকানন্দ আমেরিকায় শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে (World Religions Summit of 1893) গিয়ে বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন, যা আজও সমান প্রাসঙ্গিক ৷ এই দিনটি মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi tweets over Swami Vivekananda Chicago Speech day) ৷ সকালে তিনি একটি টুইট করে লেখেন, "11 সেপ্টেম্বর দিনটির সঙ্গে স্বামী বিবেকানন্দের একটি সম্পর্ক রয়েছে ৷ 1893 সালে এই দিনে শিকাগোতে তিনি তাঁর অন্যতম দুর্দান্ত বক্তৃতাটি দিয়েছিলেন ৷ তাঁর ভাষণ বিশ্বকে ভারতের সংস্কৃতি এবং নীতির সঙ্গে পরিচয় করিয়েছিল ৷" তাঁর টুইটে বেলুড় মঠ থেকে প্রকাশিত এই বক্তৃতার লিঙ্কটিও পোস্ট করেন মোদি ৷
-
11th September has a special connection with Swami Vivekananda. It was on this day in 1893 that he delivered one of his most outstanding speeches in Chicago. His address gave the world a glimpse of India's culture and ethos. https://t.co/1iz7OgT5Ab
— Narendra Modi (@narendramodi) September 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">11th September has a special connection with Swami Vivekananda. It was on this day in 1893 that he delivered one of his most outstanding speeches in Chicago. His address gave the world a glimpse of India's culture and ethos. https://t.co/1iz7OgT5Ab
— Narendra Modi (@narendramodi) September 11, 202211th September has a special connection with Swami Vivekananda. It was on this day in 1893 that he delivered one of his most outstanding speeches in Chicago. His address gave the world a glimpse of India's culture and ethos. https://t.co/1iz7OgT5Ab
— Narendra Modi (@narendramodi) September 11, 2022
আজকের দিনে বিগত বছরগুলিতে মোদির বিভিন্ন কর্মসূচি, স্মরণীয় ঘটনা নিয়ে বঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেলেও একের পর এক টুইট করা হয়েছে ৷ 'মোদি আর্কাইভ' (Modi Archive) থেকে একটি টুইটে লেখা হয়েছে, "প্রেসিডেন্ট বারাক ওবামা একটি দুষ্প্রাপ্য বই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এই বইতে 1893 সালে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ যে ভাষণ দিয়েছিলেন, তা রয়েছে ৷ বইটির নাম 'দ্য ওয়ার্ল্ড'স কংগ্রেস: রিলিজিয়নস অ্যাট দ্য ওয়ার্ল্ড'স কলাম্বিয়ান একপোজিশন (The World’s Congress: Religions at the World’s Columbian Exposition) ৷'"
-
The World’s Congress: Religions at the World’s Columbian Exposition. A book commemorating #SwamiVivekananda's speech to the World Religions Summit of 1893.
— Modi Archive (@modiarchive) September 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The rare book was gifted to PM Narendra Modi by President Barack Obama. pic.twitter.com/VZIewbB32W
">The World’s Congress: Religions at the World’s Columbian Exposition. A book commemorating #SwamiVivekananda's speech to the World Religions Summit of 1893.
— Modi Archive (@modiarchive) September 11, 2022
The rare book was gifted to PM Narendra Modi by President Barack Obama. pic.twitter.com/VZIewbB32WThe World’s Congress: Religions at the World’s Columbian Exposition. A book commemorating #SwamiVivekananda's speech to the World Religions Summit of 1893.
— Modi Archive (@modiarchive) September 11, 2022
The rare book was gifted to PM Narendra Modi by President Barack Obama. pic.twitter.com/VZIewbB32W
আরও পড়ুন: "বাংলায় মা কালীর চেতনার দেখা মেলে", স্বামী আত্মস্থানন্দের একশো বছরে মোদি
-
Remembering Acharya Vinoba Bhave on his Jayanti. His life was a manifestation of Gandhian principles. He was passionate about social empowerment and gave the clarion call of 'Jai Jagat.' We are inspired by his ideals and are committed to realising his dreams for our nation.
— Narendra Modi (@narendramodi) September 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Remembering Acharya Vinoba Bhave on his Jayanti. His life was a manifestation of Gandhian principles. He was passionate about social empowerment and gave the clarion call of 'Jai Jagat.' We are inspired by his ideals and are committed to realising his dreams for our nation.
— Narendra Modi (@narendramodi) September 11, 2022Remembering Acharya Vinoba Bhave on his Jayanti. His life was a manifestation of Gandhian principles. He was passionate about social empowerment and gave the clarion call of 'Jai Jagat.' We are inspired by his ideals and are committed to realising his dreams for our nation.
— Narendra Modi (@narendramodi) September 11, 2022
আরেকটি টুইট করে প্রধানমন্ত্রী মোদি আচার্য বিনোবা ভাবের (Acharya Vinoba Bhave) জন্মদিবসে তাঁকে স্মরণ করেন ৷ মহাত্মা গান্ধির অনুগামী ভাবের কথা বলতে গিয়ে তিনি লেখেন, "আচার্য বিনোবা ভাবেকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই ৷ তাঁর জীবন মহাত্মা গান্ধির নীতিগুলির ধারক ও বাহক ৷ তিনি সামাজিক ক্ষমতায়নে উৎসাহী ছিলেন ৷ তিনি 'জয় জগৎ'-এর (Jai Jagat) ডাক দিয়েছিলেন ৷ আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত ৷ তিনি আমাদের এই দেশের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়িত করতে আমরা দায়বদ্ধ ৷" বিনোবা ভাবে 1895 সালে জন্মগ্রহণ করেন ৷ তিনি 'ভূদান আন্দোলন'-এর (Bhoodan movement) সূচনা করেছিলেন ৷