ETV Bharat / bharat

PM Modi on Covid Vaccination : আজকের দিনটা গুরুত্বপূর্ণ, 12-14 বছর বয়সিদের টিকাকরণ নিয়ে টুইট মোদির - PM Modi tweets on Covid Vaccination

আজ 12 থেকে 14 বছর বয়সিদের মধ্যে কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু হল ৷ এই দিনটি নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী (PM Modi on Covid Vaccination) ৷

PM Modi tweets on Covid Vaccination Drive
12 থেকে 14 বছর বয়সিদের কোভিড টিকাকরণ
author img

By

Published : Mar 16, 2022, 1:54 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ : কোভিড টিকাকরণ বৈজ্ঞানিক পদ্ধতি এবং তা মানুষের শক্তির দ্বারা পরিচালিত, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার দেশে 12-14 বছর বয়সিদের কোভিড ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এর সঙ্গে ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ় দেওয়া হবে আজ থেকে ৷ করোনার দৈনিক সংক্রমণ এখন নিম্নমুখী ৷ দেশের পরিস্থিতি অনেকটা ভালোর দিকে ৷ তাও সবাই যেন কোভিড বিধিনিষেধ মেনে চলে, দেশবাসীকে সতর্ক করলেন মোদি (PM Modi tweets Covid Vaccination drive science driven and people powered) ৷

আজ এ নিয়ে একাধিক টুইট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "আমি মানুষের কাছে আর্জি জানাচ্ছি, এই বয়সিদের (12-14) ভ্যাকসিন দিয়ে দিন ৷" টুইটারে মোদি উল্লেখ করেন ভারতের ভ্যাকসিন প্রক্রিয়া বিশ্বে সবচেয়ে বড় এবং বিজ্ঞান নির্ভর ৷

ভারতে টিকাকরণ প্রক্রিয়ার যাত্রাপথের কথা মনে করে তিনি বলেন, "আমাদের দেশের নাগরিককে বাঁচাতে এবং অতিমারির বিরুদ্ধে লড়তে 2020-র প্রথম দিকে আমরা ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছিলাম ৷"

আরও পড়ুন : Corona Update in India : করোনা সংক্রমণ 3 হাজারের নিচে, শুরু হল 12-14 বছরের টিকাকরণ

এ প্রসঙ্গে তিনি বিজ্ঞানীদের ভূমিকার কথা উত্থাপন করে বলেন, "যেভাবে আমাদের বিজ্ঞানীরা, উদ্ভাবকরা এবং বেসরকারি সংস্থাগুলি এগিয়ে এসেছে, তা প্রশংসনীয় ৷ 2020-র শেষে আমি আমাদের তিনটি ভ্য়াকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে দেখা করেছি ৷ সরাসরি তাদের কাছ থেকে দেশবাসীকে সুরক্ষা দিতে তারা কী কী প্রচেষ্টা করেছে, তা বিস্তারিত জেনেছি ৷"

  • Today, India has many ‘Made in India’ vaccines. We have also granted approval to other vaccines after a due process of evaluation. We are in a much better position to fight this deadly pandemic. At the same time, we have to keep following all COVID related precautions.

    — Narendra Modi (@narendramodi) March 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2021-এর 16 জানুয়ারি ভারতে টিকাকরণ প্রক্রিয়ার সূচনা হয় ৷ প্রথমে কোভিডের মোকাবিলায় সামনের সারিতে থাকা কর্মীদের (frontline workers) অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল, জানিয়েছেন মোদি ৷ সবচেয়ে আগে তাদের করোনা সংক্রমণ থেকে রক্ষার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন ছিল ৷

2021-এর মার্চ থেকে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া শুরু হয় ৷ পাশাপাশি 45 বছরের বেশি বয়সি যাদের কোমর্বিডিটি আছে, তাদেরও ৷ এরপর 18 বছরের বেশি বয়সিদের জন্য টিকাকরণের দরজা খুলে দেওয়া হয় ৷ মোদি লেখেন, সম্পূর্ণ বিনামূল্যে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ এ নিয়ে ভারতীয়দের গর্ব বোধ করা উচিত ৷ আরেকটি টুইট করে তিনি লেখেন, "আজ, ভারতে 180 কোটিরও বেশি সংখ্যক কোভিড ভ্যাকসিনের ডোজ় দেওয়া হয়েছে ৷ এর মধ্য়ে 15-17 বছর বয়সিদের 9 কোটিরও বেশি ডোজ় এবং 2 কোটিরও বেশি সংখ্যক সতর্কতামূলক ডোজ় দেওয়া হয়েছে ৷ এটা কোভিড-19-এর বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ সুরক্ষিত ঢাল হিসেবে কাজ করবে ৷"

নয়াদিল্লি, 16 মার্চ : কোভিড টিকাকরণ বৈজ্ঞানিক পদ্ধতি এবং তা মানুষের শক্তির দ্বারা পরিচালিত, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার দেশে 12-14 বছর বয়সিদের কোভিড ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এর সঙ্গে ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ় দেওয়া হবে আজ থেকে ৷ করোনার দৈনিক সংক্রমণ এখন নিম্নমুখী ৷ দেশের পরিস্থিতি অনেকটা ভালোর দিকে ৷ তাও সবাই যেন কোভিড বিধিনিষেধ মেনে চলে, দেশবাসীকে সতর্ক করলেন মোদি (PM Modi tweets Covid Vaccination drive science driven and people powered) ৷

আজ এ নিয়ে একাধিক টুইট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "আমি মানুষের কাছে আর্জি জানাচ্ছি, এই বয়সিদের (12-14) ভ্যাকসিন দিয়ে দিন ৷" টুইটারে মোদি উল্লেখ করেন ভারতের ভ্যাকসিন প্রক্রিয়া বিশ্বে সবচেয়ে বড় এবং বিজ্ঞান নির্ভর ৷

ভারতে টিকাকরণ প্রক্রিয়ার যাত্রাপথের কথা মনে করে তিনি বলেন, "আমাদের দেশের নাগরিককে বাঁচাতে এবং অতিমারির বিরুদ্ধে লড়তে 2020-র প্রথম দিকে আমরা ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছিলাম ৷"

আরও পড়ুন : Corona Update in India : করোনা সংক্রমণ 3 হাজারের নিচে, শুরু হল 12-14 বছরের টিকাকরণ

এ প্রসঙ্গে তিনি বিজ্ঞানীদের ভূমিকার কথা উত্থাপন করে বলেন, "যেভাবে আমাদের বিজ্ঞানীরা, উদ্ভাবকরা এবং বেসরকারি সংস্থাগুলি এগিয়ে এসেছে, তা প্রশংসনীয় ৷ 2020-র শেষে আমি আমাদের তিনটি ভ্য়াকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে দেখা করেছি ৷ সরাসরি তাদের কাছ থেকে দেশবাসীকে সুরক্ষা দিতে তারা কী কী প্রচেষ্টা করেছে, তা বিস্তারিত জেনেছি ৷"

  • Today, India has many ‘Made in India’ vaccines. We have also granted approval to other vaccines after a due process of evaluation. We are in a much better position to fight this deadly pandemic. At the same time, we have to keep following all COVID related precautions.

    — Narendra Modi (@narendramodi) March 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2021-এর 16 জানুয়ারি ভারতে টিকাকরণ প্রক্রিয়ার সূচনা হয় ৷ প্রথমে কোভিডের মোকাবিলায় সামনের সারিতে থাকা কর্মীদের (frontline workers) অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল, জানিয়েছেন মোদি ৷ সবচেয়ে আগে তাদের করোনা সংক্রমণ থেকে রক্ষার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন ছিল ৷

2021-এর মার্চ থেকে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া শুরু হয় ৷ পাশাপাশি 45 বছরের বেশি বয়সি যাদের কোমর্বিডিটি আছে, তাদেরও ৷ এরপর 18 বছরের বেশি বয়সিদের জন্য টিকাকরণের দরজা খুলে দেওয়া হয় ৷ মোদি লেখেন, সম্পূর্ণ বিনামূল্যে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ এ নিয়ে ভারতীয়দের গর্ব বোধ করা উচিত ৷ আরেকটি টুইট করে তিনি লেখেন, "আজ, ভারতে 180 কোটিরও বেশি সংখ্যক কোভিড ভ্যাকসিনের ডোজ় দেওয়া হয়েছে ৷ এর মধ্য়ে 15-17 বছর বয়সিদের 9 কোটিরও বেশি ডোজ় এবং 2 কোটিরও বেশি সংখ্যক সতর্কতামূলক ডোজ় দেওয়া হয়েছে ৷ এটা কোভিড-19-এর বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ সুরক্ষিত ঢাল হিসেবে কাজ করবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.