ETV Bharat / bharat

Modi to unveil Netaji Statue at India Gate : ইন্ডিয়া গেটে বসছে নেতাজির মূর্তি, 23 জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - ইন্ডিয়া গেটে বসছে নেতাজির মূর্তি

এই বছর পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) 125 তম জন্মজয়ন্তী৷ সেই উপলক্ষ্যে আগামী 23 জানুয়ারি নয়াদিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উন্মোচন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi to unveil Netaji Statue at India Gate) ৷

pm modi to unveil netaji subhas chandra bose statue at india gate on 23rd january
Modi to unveil Netaji Statue at India Gate : ইন্ডিয়া গেটে বসছে নেতাজির মূর্তি, 23 জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Jan 21, 2022, 1:14 PM IST

Updated : Jan 21, 2022, 1:55 PM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি : ইন্ডিয়া গেটে বসতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মূর্তি ৷ শুক্রবার টুইট করে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ আগামী রবিবার নেতাজির 125 তম জন্মজয়ন্তী ৷ ওই দিনই ওই মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী (pm modi to unveil netaji subhas chandra bose statue at india gate on 23rd january) ৷

নেতাজিকে শ্রদ্ধা জানাতে গত বছর 23 জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে মোদি সরকার ৷ এবারও পরাক্রম দিবস পালিত হচ্ছে ৷ তাছাড়া নেতাজিকে শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিবসেই শুরু হচ্ছে গণতন্ত্র দিবসের অনুষ্ঠান ৷ এতদিন যা 24 জানুয়ারি থেকে শুরু হত ৷

কিন্তু তার পরও গত কয়েকদিন ধরে নেতাজিকে শ্রদ্ধা জানানো নিয়ে বিতর্ক চলছে ৷ এবার নেতাজিকে নিয়ে গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলো পাঠাতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই ট্যাবলো বাতিল করে দেয় কেন্দ্র ৷ যা নিয়ে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • At a time when the entire nation is marking the 125th birth anniversary of Netaji Subhas Chandra Bose, I am glad to share that his grand statue, made of granite, will be installed at India Gate. This would be a symbol of India’s indebtedness to him. pic.twitter.com/dafCbxFclK

    — Narendra Modi (@narendramodi) January 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও কেন্দ্রের দাবি, তারাই এবার নেতাজিকে নিয়ে ট্যাবলো করছে ৷ তার পরও কেন্দ্রের বিরুদ্ধে নেতাজিকে অসম্মান করার অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ঘোষণা দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে ৷

আরও পড়ুন : Republic Day Parade : সাধারণতন্ত্র দিবসে ব্রাত্য বাংলা-নেতাজি

এদিন প্রধানমন্ত্রী দু’টি টুইট করেছেন৷ প্রথমটিতে লিখেছেন, ’’সারা দেশ যখন নেতাজি সুভাষ চন্দ্র বোসের 125 তম জন্মজয়ন্তী পালন করছে, তখন এটা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত যে গ্রানাইট পাথরের তৈরি তাঁর একটি মূর্তি বসানো হবে ইন্ডিয়া গেটে ৷ ভারত যে তাঁর কতটা ঋণী, তার প্রতীক হিসেবে থাকবে ওই মূর্তি ৷’’

  • Till the grand statue of Netaji Bose is completed, a hologram statue of his would be present at the same place. I will unveil the hologram statue on 23rd January, Netaji’s birth anniversary. pic.twitter.com/jsxFJwEkSJ

    — Narendra Modi (@narendramodi) January 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দ্বিতীয় টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘যতদিন ওই মূর্তি তৈরি হচ্ছে, ততদিন একটা হলোগ্রাম মূর্তি সেখানে বসানো হবে ৷ আমি আগামী 23 জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে ওই মূর্তি উন্মোচন করব ৷’’

নয়াদিল্লি, 21 জানুয়ারি : ইন্ডিয়া গেটে বসতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) মূর্তি ৷ শুক্রবার টুইট করে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ আগামী রবিবার নেতাজির 125 তম জন্মজয়ন্তী ৷ ওই দিনই ওই মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী (pm modi to unveil netaji subhas chandra bose statue at india gate on 23rd january) ৷

নেতাজিকে শ্রদ্ধা জানাতে গত বছর 23 জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে মোদি সরকার ৷ এবারও পরাক্রম দিবস পালিত হচ্ছে ৷ তাছাড়া নেতাজিকে শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিবসেই শুরু হচ্ছে গণতন্ত্র দিবসের অনুষ্ঠান ৷ এতদিন যা 24 জানুয়ারি থেকে শুরু হত ৷

কিন্তু তার পরও গত কয়েকদিন ধরে নেতাজিকে শ্রদ্ধা জানানো নিয়ে বিতর্ক চলছে ৷ এবার নেতাজিকে নিয়ে গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলো পাঠাতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই ট্যাবলো বাতিল করে দেয় কেন্দ্র ৷ যা নিয়ে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • At a time when the entire nation is marking the 125th birth anniversary of Netaji Subhas Chandra Bose, I am glad to share that his grand statue, made of granite, will be installed at India Gate. This would be a symbol of India’s indebtedness to him. pic.twitter.com/dafCbxFclK

    — Narendra Modi (@narendramodi) January 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও কেন্দ্রের দাবি, তারাই এবার নেতাজিকে নিয়ে ট্যাবলো করছে ৷ তার পরও কেন্দ্রের বিরুদ্ধে নেতাজিকে অসম্মান করার অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ঘোষণা দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে ৷

আরও পড়ুন : Republic Day Parade : সাধারণতন্ত্র দিবসে ব্রাত্য বাংলা-নেতাজি

এদিন প্রধানমন্ত্রী দু’টি টুইট করেছেন৷ প্রথমটিতে লিখেছেন, ’’সারা দেশ যখন নেতাজি সুভাষ চন্দ্র বোসের 125 তম জন্মজয়ন্তী পালন করছে, তখন এটা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত যে গ্রানাইট পাথরের তৈরি তাঁর একটি মূর্তি বসানো হবে ইন্ডিয়া গেটে ৷ ভারত যে তাঁর কতটা ঋণী, তার প্রতীক হিসেবে থাকবে ওই মূর্তি ৷’’

  • Till the grand statue of Netaji Bose is completed, a hologram statue of his would be present at the same place. I will unveil the hologram statue on 23rd January, Netaji’s birth anniversary. pic.twitter.com/jsxFJwEkSJ

    — Narendra Modi (@narendramodi) January 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দ্বিতীয় টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘যতদিন ওই মূর্তি তৈরি হচ্ছে, ততদিন একটা হলোগ্রাম মূর্তি সেখানে বসানো হবে ৷ আমি আগামী 23 জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে ওই মূর্তি উন্মোচন করব ৷’’

Last Updated : Jan 21, 2022, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.