দিল্লি, 10 ফেব্রুয়ারি : ওয়ার্ল্ড সাসটেনেবল ডেভেলপমেন্ট সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ সন্ধে সাড়ে 6টায় ওয়ার্ল্ড সাসটেনেবল ডেভেলপমেন্ট সামিটের উদ্বোধন করবেন তিনি । এই বছর সম্মেলনের মূল বিষয়বস্তু - 'আমাদের সাধারণ ভবিষ্যতের পুনর্নির্ধারণ : সবার জন্য নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ।'
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কো-অপারেটিভ রিপাবলিক অফ গায়ানার প্রেসিডেন্ট এইচ.ই. ড. মহাম্মদ ইরফান আলি, পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, মালদ্বীপের স্পিকার মহম্মদ নাশিদ, রাষ্ট্রসংঘের ডেপুটি সেক্রেটারি জেনেরাল আমিনা জে মহম্মদ এবং কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাওড়েকর ।
এই বছর এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (টেরি) ফ্ল্যাগশিপ ইভেন্টের 20 তম সংস্করণের সাক্ষী থাকবে বিশ্ব । 10 ফেব্রুয়ারি শুরু হয়ে 12 ফেব্রুয়ারি শেষ হবে এই ইভেন্ট ।
আরও পড়ুন : বিদ্রোহী আজাদে আবেগপ্রবণ হয়ে মোদি কাকে জবাব দিলেন ?
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রক এবং আর্থ বিজ্ঞান মন্ত্রক এই সম্মেলনের মূল অংশীদার । শীর্ষ সম্মেলনের সময় আলোচিত বিষয়গুলির মধ্যে রয়েছে - শিল্প রূপান্তর, অভিযোজন এবং স্থিতিস্থাপকতা, প্রাকৃতিক সমাধান, বৃত্তাকার অর্থনীতি এবং বায়ু দূষণ ।