ETV Bharat / bharat

আজ সাংসদদের জন্য বহুতলের উদ্বোধনে প্রধানমন্ত্রী - সাংসদদের জন্য বহুতল

COVID-19-এর প্রভাব সত্ত্বেও অনুমোদিত ফ্ল্যাট থেকে প্রায় 14% সাশ্রয় করে এবং সময় ব্যয় না করে এই ফ্ল্যাটগুলির নির্মাণ কাজ শেষ হয়েছে ।

PM Modi
PM Modi
author img

By

Published : Nov 22, 2020, 11:01 PM IST

Updated : Nov 23, 2020, 6:40 AM IST

দিল্লি, 22 নভেম্বর : ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 23 নভেম্বর সকাল 11টায় সাংসদদের জন্য বহুতলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লাও উপস্থিত থাকবেন । এই ফ্ল্যাটগুলি নতুন দিল্লির ডা. বি ডি মার্গে অবস্থিত ।

80 বছরেরও বেশি পুরানো আটটি বাংলো পুনর্নবীকরণ করে 76টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে । COVID-19-এর প্রভাব সত্ত্বেও অনুমোদিত ফ্ল্যাট থেকে প্রায় 14% সাশ্রয় করে এবং সময় ব্যয় না করে এই ফ্ল্যাটগুলির নির্মাণ কাজ শেষ হয়েছে ।

ছাই ও বর্জ্য, তাপ নিরোধক এবং শক্তির দক্ষতার জন্য ডাবল গ্লাসযুক্ত উইন্ডো, LED আলো, সেন্সর, এয়ার কন্ডিশনার-সহ বেশ কয়েকটি গ্রিন বিল্ডিং উদ্যোগ নির্মাণে অন্তর্ভুক্ত করা হয়েছে । স্বল্প বিদ্যুৎ ব্যবহারের জন্য VRV সিস্টেম, জল সংরক্ষণের জন্য কম প্রবাহের ফিক্সচার, বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা এবং ছাদে থাকছে সোলার প্ল্যান্টও ।

দিল্লি, 22 নভেম্বর : ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 23 নভেম্বর সকাল 11টায় সাংসদদের জন্য বহুতলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লাও উপস্থিত থাকবেন । এই ফ্ল্যাটগুলি নতুন দিল্লির ডা. বি ডি মার্গে অবস্থিত ।

80 বছরেরও বেশি পুরানো আটটি বাংলো পুনর্নবীকরণ করে 76টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে । COVID-19-এর প্রভাব সত্ত্বেও অনুমোদিত ফ্ল্যাট থেকে প্রায় 14% সাশ্রয় করে এবং সময় ব্যয় না করে এই ফ্ল্যাটগুলির নির্মাণ কাজ শেষ হয়েছে ।

ছাই ও বর্জ্য, তাপ নিরোধক এবং শক্তির দক্ষতার জন্য ডাবল গ্লাসযুক্ত উইন্ডো, LED আলো, সেন্সর, এয়ার কন্ডিশনার-সহ বেশ কয়েকটি গ্রিন বিল্ডিং উদ্যোগ নির্মাণে অন্তর্ভুক্ত করা হয়েছে । স্বল্প বিদ্যুৎ ব্যবহারের জন্য VRV সিস্টেম, জল সংরক্ষণের জন্য কম প্রবাহের ফিক্সচার, বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা এবং ছাদে থাকছে সোলার প্ল্যান্টও ।

Last Updated : Nov 23, 2020, 6:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.