নয়াদিল্লি, 1 মে : একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামিকাল তিনদিনের ইউরোপ সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনদিনের সফরে ইউরোপের তিনটি দেশ জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্সে যাবেন প্রধানমন্ত্রী (PM Modi to embark three nation visit on Monday) ৷ চলতি বছর প্রথম আন্তর্জাতিক সফরে শুরুতেই প্রধানমন্ত্রীর গন্তব্য বার্লিন ৷ সেখানে ইন্দো-জার্মান ষষ্ঠ আইজিসি-তে (Inter-Governmental Consultations) অংশ নেবেন মোদি ৷ এরপর দ্বিতীয়দিন কোপেনহেগেন এবং সফরের শেষদিন ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷
দেশের নবনিযুক্ত বিদেশসচিব বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, তিনদিনের সফরে ইউরোপে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বহুপাক্ষিক আলোচনাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি তিনদেশের বরিষ্ঠ শিল্পপতিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি ৷ এর মধ্যে প্রবাসী ভারতীয় শিল্পপতিরাও থাকবেন ৷ তবে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে সাক্ষাৎ এবং ইন্দো-জার্মান আন্তর্দেশীয় আলোচনাকেই মোদির সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷
বিদেশ মন্ত্রক ইন্দো-জার্মান আন্তর্দেশীয় আলোচনা প্রসঙ্গে জানিয়েছে, "দ্বিবার্ষিক এই আলোচনা সভায় দু'দেশের একাধিক মন্ত্রীরা উপস্থিত থাকবেন ৷ 2021 ডিসেম্বরে দায়িত্ব নেওয়া জার্মানির নতুন সরকারের সঙ্গে এই প্রথম আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷" ইন্দো-জার্মান ওই আন্তর্দেশীয় আলোচনা সভায় নরেন্দ্র মোদি এবং ওলাফ স্কোলজ যৌথ ভাষণ দেবেন বলেও খবর বিদেশ মন্ত্রক সূত্রে ৷ এই সভা থেকেই স্থির হতে পারে ভারত-জার্মানির দীর্ঘ বাণিজ্যিক চুক্তির রূপরেখা ৷ যা কোভিড পরবর্তী সময় দু'দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির দিশারী হয়ে উঠতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল ৷
আরও পড়ুন : 15 মিনিটের সাক্ষাতে মোদিকে কী বললেন মমতা ?
সফরের দ্বিতীয়দিন ডেনমার্কে অনুষ্ঠিত হতে চলা ইন্দো-নর্ডিক সম্মেলনে যোগ দেবেন মোদি ৷ সেখানে ডেনমার্ক ছাড়াও আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীদের সঙ্গে মিলিত হবেন ভারতের প্রধানমন্ত্রী ৷ আর সফরের শেষদিন ফরাসি রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মোদির সাক্ষাতের উপলক্ষ্য ভারত-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি ৷