ETV Bharat / bharat

Modi Three-Nation Tour : লক্ষ্য দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামিকাল ইউরোপ সফরে প্রধানমন্ত্রী

তিনদিনের সফরে ইউরোপের তিনটি দেশ জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্সে যাবেন প্রধানমন্ত্রী (PM Modi to embark three nation visit on Monday) ৷ চলতি বছর প্রথম আন্তর্জাতিক সফরে শুরুতেই প্রধানমন্ত্রীর গন্তব্য বার্লিন ৷

Modi Three-Nation Tour
লক্ষ্য দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামিকাল ইউরোপ সফরে প্রধানমন্ত্রী
author img

By

Published : May 1, 2022, 6:23 PM IST

নয়াদিল্লি, 1 মে : একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামিকাল তিনদিনের ইউরোপ সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনদিনের সফরে ইউরোপের তিনটি দেশ জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্সে যাবেন প্রধানমন্ত্রী (PM Modi to embark three nation visit on Monday) ৷ চলতি বছর প্রথম আন্তর্জাতিক সফরে শুরুতেই প্রধানমন্ত্রীর গন্তব্য বার্লিন ৷ সেখানে ইন্দো-জার্মান ষষ্ঠ আইজিসি-তে (Inter-Governmental Consultations) অংশ নেবেন মোদি ৷ এরপর দ্বিতীয়দিন কোপেনহেগেন এবং সফরের শেষদিন ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷

দেশের নবনিযুক্ত বিদেশসচিব বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, তিনদিনের সফরে ইউরোপে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বহুপাক্ষিক আলোচনাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি তিনদেশের বরিষ্ঠ শিল্পপতিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি ৷ এর মধ্যে প্রবাসী ভারতীয় শিল্পপতিরাও থাকবেন ৷ তবে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে সাক্ষাৎ এবং ইন্দো-জার্মান আন্তর্দেশীয় আলোচনাকেই মোদির সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

বিদেশ মন্ত্রক ইন্দো-জার্মান আন্তর্দেশীয় আলোচনা প্রসঙ্গে জানিয়েছে, "দ্বিবার্ষিক এই আলোচনা সভায় দু'দেশের একাধিক মন্ত্রীরা উপস্থিত থাকবেন ৷ 2021 ডিসেম্বরে দায়িত্ব নেওয়া জার্মানির নতুন সরকারের সঙ্গে এই প্রথম আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷" ইন্দো-জার্মান ওই আন্তর্দেশীয় আলোচনা সভায় নরেন্দ্র মোদি এবং ওলাফ স্কোলজ যৌথ ভাষণ দেবেন বলেও খবর বিদেশ মন্ত্রক সূত্রে ৷ এই সভা থেকেই স্থির হতে পারে ভারত-জার্মানির দীর্ঘ বাণিজ্যিক চুক্তির রূপরেখা ৷ যা কোভিড পরবর্তী সময় দু'দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির দিশারী হয়ে উঠতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল ৷

আরও পড়ুন : 15 মিনিটের সাক্ষাতে মোদিকে কী বললেন মমতা ?

সফরের দ্বিতীয়দিন ডেনমার্কে অনুষ্ঠিত হতে চলা ইন্দো-নর্ডিক সম্মেলনে যোগ দেবেন মোদি ৷ সেখানে ডেনমার্ক ছাড়াও আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীদের সঙ্গে মিলিত হবেন ভারতের প্রধানমন্ত্রী ৷ আর সফরের শেষদিন ফরাসি রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মোদির সাক্ষাতের উপলক্ষ্য ভারত-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি ৷

নয়াদিল্লি, 1 মে : একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামিকাল তিনদিনের ইউরোপ সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনদিনের সফরে ইউরোপের তিনটি দেশ জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্সে যাবেন প্রধানমন্ত্রী (PM Modi to embark three nation visit on Monday) ৷ চলতি বছর প্রথম আন্তর্জাতিক সফরে শুরুতেই প্রধানমন্ত্রীর গন্তব্য বার্লিন ৷ সেখানে ইন্দো-জার্মান ষষ্ঠ আইজিসি-তে (Inter-Governmental Consultations) অংশ নেবেন মোদি ৷ এরপর দ্বিতীয়দিন কোপেনহেগেন এবং সফরের শেষদিন ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷

দেশের নবনিযুক্ত বিদেশসচিব বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, তিনদিনের সফরে ইউরোপে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বহুপাক্ষিক আলোচনাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি তিনদেশের বরিষ্ঠ শিল্পপতিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি ৷ এর মধ্যে প্রবাসী ভারতীয় শিল্পপতিরাও থাকবেন ৷ তবে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে সাক্ষাৎ এবং ইন্দো-জার্মান আন্তর্দেশীয় আলোচনাকেই মোদির সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

বিদেশ মন্ত্রক ইন্দো-জার্মান আন্তর্দেশীয় আলোচনা প্রসঙ্গে জানিয়েছে, "দ্বিবার্ষিক এই আলোচনা সভায় দু'দেশের একাধিক মন্ত্রীরা উপস্থিত থাকবেন ৷ 2021 ডিসেম্বরে দায়িত্ব নেওয়া জার্মানির নতুন সরকারের সঙ্গে এই প্রথম আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷" ইন্দো-জার্মান ওই আন্তর্দেশীয় আলোচনা সভায় নরেন্দ্র মোদি এবং ওলাফ স্কোলজ যৌথ ভাষণ দেবেন বলেও খবর বিদেশ মন্ত্রক সূত্রে ৷ এই সভা থেকেই স্থির হতে পারে ভারত-জার্মানির দীর্ঘ বাণিজ্যিক চুক্তির রূপরেখা ৷ যা কোভিড পরবর্তী সময় দু'দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির দিশারী হয়ে উঠতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল ৷

আরও পড়ুন : 15 মিনিটের সাক্ষাতে মোদিকে কী বললেন মমতা ?

সফরের দ্বিতীয়দিন ডেনমার্কে অনুষ্ঠিত হতে চলা ইন্দো-নর্ডিক সম্মেলনে যোগ দেবেন মোদি ৷ সেখানে ডেনমার্ক ছাড়াও আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীদের সঙ্গে মিলিত হবেন ভারতের প্রধানমন্ত্রী ৷ আর সফরের শেষদিন ফরাসি রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মোদির সাক্ষাতের উপলক্ষ্য ভারত-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.