নয়াদিল্লি, 4 জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ সকাল 11 টায় বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (সিএসআইআর) সোসাইটির বৈঠকে সভাপতিত্ব করবেন । এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন ৷
এই সোসাইটি হল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা বিভাগের একটি অংশ ৷ এর ক্রিয়াকলাপগুলি সারা ভারত জুড়ে ছড়িয়ে থাকা 37 টি ল্যাবরেটরি এবং 39 টি প্রচার কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয় ৷
আরও পড়ুন : কাতারের বিরুদ্ধে হার সুনীলদের, তবে নজর কাড়লেন গুরপ্রীত
প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে যে, বিশিষ্ট বিজ্ঞানী, শিল্পপতি এবং বৈজ্ঞানিক মন্ত্রকের উর্ধ্বতন কর্মকর্তারা সোসাইটির একটি অংশ যাঁরা বার্ষিক সভায় মিলিত হন ৷