ETV Bharat / bharat

Modi-Putin Talks : জেলেনেস্কির সঙ্গে আলোচনায় বসুন, পুতিনকে বললেন মোদি - PM Modi Speaks with Ukraine President Volodymyr Zelenskyy

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 50 মিনিট কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Speaks with Russian President Vladimir Putin) ৷ সেই সময় তিনি পুতিনকে প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনেস্কির সঙ্গে সরাসরি বৈঠকে বসার জন্য (PM Modi Suggests Direct talks between Putin and Zelenskyy) ৷

pm-modi-suggests-direct-talks-between-putin-and-zelenskyy
Modi-Putin Talks : জেলেনেস্কির সঙ্গে আলোচনায় বসুন, পুতিনকে বললেন মোদি
author img

By

Published : Mar 7, 2022, 7:22 PM IST

নয়াদিল্লি, 7 মার্চ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনেস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Suggests Direct talks between Putin and Zelenskyy) ৷ সোমবার রুশ প্রেসিডেন্টকে সরাসরি এই প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

এদিন দুপুরে পুতিনের সঙ্গে কথা বলেন মোদি (PM Narendra Modi Speaks with Russian President Vladimir Putin) ৷ প্রায় 50 মিনিট দু’জনের মধ্যে কথা হয় ৷ তখনই তিনি পুতিনকে এই প্রস্তাব দিয়েছেন ৷ এদিন প্রধানমন্ত্রীর দফতরের তরফে দেওয়া এক বিবৃতিতে এই বিষয়টি জানানো হয়েছে ৷

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত 12 দিন ধরে যুদ্ধ চলছে (Russia-Ukraine War) ৷ যুদ্ধ শুরুর পর পুতিনের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী ৷ তার পর সোমবার আবার এই দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হল ৷ এদিন তাঁদের মধ্যে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয় বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷ সেখানে আরও জানানো হয়েছে যে, রাশিয়া ও ইউক্রেনের আধিকারিকদের মধ্যে হওয়া শান্তি আলোচনার বিষয়েও পুতিন মোদিকে জানিয়েছেন (Peace Talks between Russia and Ukraine) ৷

ভারত গোড়া থেকেই ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরাতে তৎপর ৷ পুতিনের সঙ্গে এর আগেরবার যখন মোদির কথা হয়, তখনও এই বিষয়টিতে জোর দিয়েছিলেন তিনি ৷ এদিনও দুই রাষ্ট্রনেতার মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে ৷

ভারতের তরফে একাধিকবার রাশিয়া ও ইউক্রেন, দুই পক্ষের কাছেই যুদ্ধবিরতির আবেদন করা হয়েছে ৷ এর আগে দু’দফায় যুদ্ধবিরতি করেছে রাশিয়া ৷ সোমবারও তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে ৷ ইউক্রেনে থেকে সাধারণ নাগরিকদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দিতেই এই যুদ্ধবিরতি বলে রাশিয়া জানিয়েছে ৷ এই নিয়েও মোদি ও পুতিনের মধ্যে কথা হয়েছে ৷

পুতিনের সঙ্গে কথা বলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনেস্কির সঙ্গেও কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi Speaks with Ukraine President Volodymyr Zelenskyy) ৷ তখন মোদি ও জেলেনেস্কি প্রায় 35 মিনিটে একে অপরের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন ৷

আরও পড়ুন : Zelenskyy on Talks with Modi : শান্তি আলোচনায় ইউক্রেনের উদ্যোগের প্রশংসা মোদির, টুইটে দাবি জেলেনেস্কির

নয়াদিল্লি, 7 মার্চ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনেস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Suggests Direct talks between Putin and Zelenskyy) ৷ সোমবার রুশ প্রেসিডেন্টকে সরাসরি এই প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

এদিন দুপুরে পুতিনের সঙ্গে কথা বলেন মোদি (PM Narendra Modi Speaks with Russian President Vladimir Putin) ৷ প্রায় 50 মিনিট দু’জনের মধ্যে কথা হয় ৷ তখনই তিনি পুতিনকে এই প্রস্তাব দিয়েছেন ৷ এদিন প্রধানমন্ত্রীর দফতরের তরফে দেওয়া এক বিবৃতিতে এই বিষয়টি জানানো হয়েছে ৷

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত 12 দিন ধরে যুদ্ধ চলছে (Russia-Ukraine War) ৷ যুদ্ধ শুরুর পর পুতিনের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী ৷ তার পর সোমবার আবার এই দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হল ৷ এদিন তাঁদের মধ্যে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয় বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷ সেখানে আরও জানানো হয়েছে যে, রাশিয়া ও ইউক্রেনের আধিকারিকদের মধ্যে হওয়া শান্তি আলোচনার বিষয়েও পুতিন মোদিকে জানিয়েছেন (Peace Talks between Russia and Ukraine) ৷

ভারত গোড়া থেকেই ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরাতে তৎপর ৷ পুতিনের সঙ্গে এর আগেরবার যখন মোদির কথা হয়, তখনও এই বিষয়টিতে জোর দিয়েছিলেন তিনি ৷ এদিনও দুই রাষ্ট্রনেতার মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে ৷

ভারতের তরফে একাধিকবার রাশিয়া ও ইউক্রেন, দুই পক্ষের কাছেই যুদ্ধবিরতির আবেদন করা হয়েছে ৷ এর আগে দু’দফায় যুদ্ধবিরতি করেছে রাশিয়া ৷ সোমবারও তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে ৷ ইউক্রেনে থেকে সাধারণ নাগরিকদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দিতেই এই যুদ্ধবিরতি বলে রাশিয়া জানিয়েছে ৷ এই নিয়েও মোদি ও পুতিনের মধ্যে কথা হয়েছে ৷

পুতিনের সঙ্গে কথা বলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনেস্কির সঙ্গেও কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi Speaks with Ukraine President Volodymyr Zelenskyy) ৷ তখন মোদি ও জেলেনেস্কি প্রায় 35 মিনিটে একে অপরের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন ৷

আরও পড়ুন : Zelenskyy on Talks with Modi : শান্তি আলোচনায় ইউক্রেনের উদ্যোগের প্রশংসা মোদির, টুইটে দাবি জেলেনেস্কির

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.