ETV Bharat / bharat

Modi speaks to Putin : "এখনই হিংসা থামান !",পুতিনকে অনুরোধ মোদির - PM Modi speaks to Putin over Ukraine situation

বৃহস্পতিবার ভোর রাত থেকেই ইউক্রেনের উপর আক্রমণ শুরু করেছে রুশ সেনা (Russia Invades Ukraine) ৷

russia ukraine conflict
আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সামাধানের পরামর্শ মোদির
author img

By

Published : Feb 25, 2022, 9:43 AM IST

Updated : Feb 25, 2022, 10:26 AM IST

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার হানার আবহে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হিংসার পথে এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi speaks to Russian President Putin on Ukraine situation) ৷ বৃহস্পতিবার রাতে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন পুতিন ৷ ইউক্রেন পরিস্থিতি ও সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের বিষয়ে কথা হয় দুই শীর্ষ নেতার ৷

প্রধানমন্ত্রীর দফতর সূত্র খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, ভারত চায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান হোক ৷ রাশিয়া ও ন্যাটো গোষ্ঠীর মধ্যে সুস্থ আলোচনার উপর জোর দিয়েছেন মোদি ৷ ভ্লাদিমির পুতিনকে এখনই হিংসা থামানোর অনুরোধও তিনি করেন ৷ পাশাপাশি, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের বিষয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে ৷

বৃহস্পতিবার পুতিনের সঙ্গে কথা বলার আগে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ এই বৈঠকের পর বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, 20 হাজার ভারতীয় রয়েছেন ইউক্রেনে ৷ তার মধ্যে প্রায় 4 হাজার জনকে দেশে ফেরানো সম্ভব হয়েছে গত কয়েকদিনে ৷ শ্রিংলা জানিয়েছেন, ভারত পোল্যান্ড ও হাঙ্গেরি সীমান্ত দিয়ে আটকে পড়া ভারতীয়দের ইউক্রেন থেকে দেশে ফেরানোর বিষয়ে তৎপর হয়েছে ৷ ইউক্রেনের আকাশে বিমান চলাচল বন্ধ থাকায় এই বিকল্প পথ নেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : ইউক্রেনে আটকে তিন বাঙালি পড়ুয়া, গোবরডাঙা-অশোকনগরে উদ্বিগ্ন পরিবার

বিদেশ সচিব জানিয়েছেন, আটকে পড়া ভারতীয়দের জন্য তিন দফা পরামর্শ দিয়েছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস ৷ খোলা হয়েছে হেল্পলাইন নম্বরও ৷ ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের দল ইউক্রেন লাগোয়া প্রতিবেশী দেশগুলির উদ্দেশে রওনা হয়েছে ৷ হাঙ্গেরি, স্লোভাকিয়া, পোল্যান্ড ও রোমানিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে বলা হয়েছে সেখান থেকে রুশ ভাষা জানা প্রতিনিধিদের সীমান্তে পাঠাতে, যাতে যোগাযোগে সুবিধা হয় ৷

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার হানার আবহে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হিংসার পথে এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi speaks to Russian President Putin on Ukraine situation) ৷ বৃহস্পতিবার রাতে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন পুতিন ৷ ইউক্রেন পরিস্থিতি ও সেখানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের বিষয়ে কথা হয় দুই শীর্ষ নেতার ৷

প্রধানমন্ত্রীর দফতর সূত্র খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, ভারত চায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান হোক ৷ রাশিয়া ও ন্যাটো গোষ্ঠীর মধ্যে সুস্থ আলোচনার উপর জোর দিয়েছেন মোদি ৷ ভ্লাদিমির পুতিনকে এখনই হিংসা থামানোর অনুরোধও তিনি করেন ৷ পাশাপাশি, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের বিষয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে ৷

বৃহস্পতিবার পুতিনের সঙ্গে কথা বলার আগে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ এই বৈঠকের পর বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, 20 হাজার ভারতীয় রয়েছেন ইউক্রেনে ৷ তার মধ্যে প্রায় 4 হাজার জনকে দেশে ফেরানো সম্ভব হয়েছে গত কয়েকদিনে ৷ শ্রিংলা জানিয়েছেন, ভারত পোল্যান্ড ও হাঙ্গেরি সীমান্ত দিয়ে আটকে পড়া ভারতীয়দের ইউক্রেন থেকে দেশে ফেরানোর বিষয়ে তৎপর হয়েছে ৷ ইউক্রেনের আকাশে বিমান চলাচল বন্ধ থাকায় এই বিকল্প পথ নেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : ইউক্রেনে আটকে তিন বাঙালি পড়ুয়া, গোবরডাঙা-অশোকনগরে উদ্বিগ্ন পরিবার

বিদেশ সচিব জানিয়েছেন, আটকে পড়া ভারতীয়দের জন্য তিন দফা পরামর্শ দিয়েছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস ৷ খোলা হয়েছে হেল্পলাইন নম্বরও ৷ ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের দল ইউক্রেন লাগোয়া প্রতিবেশী দেশগুলির উদ্দেশে রওনা হয়েছে ৷ হাঙ্গেরি, স্লোভাকিয়া, পোল্যান্ড ও রোমানিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে বলা হয়েছে সেখান থেকে রুশ ভাষা জানা প্রতিনিধিদের সীমান্তে পাঠাতে, যাতে যোগাযোগে সুবিধা হয় ৷

Last Updated : Feb 25, 2022, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.