ETV Bharat / bharat

Modi on UP Assembly Polls : প্রথম দফাতেই উত্তরপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত হয়েছে, দাবি মোদির

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন চলছে (Uttar Pradesh Assembly Election 2022) ৷ শনিবার সেখানে প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ তিনি দাবি করেন, প্রথম দফাতেই উত্তরপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত হয়েছে ৷

author img

By

Published : Feb 12, 2022, 8:53 PM IST

pm modi says uttar pradesh first phase of polls has confirmed bjps win
Modi on UP Assembly Polls : প্রথম দফাতেই উত্তর প্রদেশে বিজেপির জয় নিশ্চিত হয়েছে, দাবি মোদির

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি : সাত দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election 2022) ৷ বৃহস্পতিবার শেষ হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ ৷ তাতেই নিশ্চিত হওয়া গিয়েছে যে বিজেপিই আবার উত্তরপ্রদেশের সরকার গড়তে চলেছে ৷ শনিবার এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷

উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার নির্বাচন আগামী সোমবার ৷ শনিবার সেই নির্বাচনের জন্য প্রচারের শেষদিন ছিল ৷ এদিন মোদি হাজির হয়েছিলেন কনৌজে ৷ সেখানে তিনি বলেন, ‘‘প্রথম দফার ভোটেই নিশ্চিত হয়েছে যে বিজেপিই উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরছে (PM Modi says Uttar Pradesh First Phase of Polls has Confirmed BJPs Win) ৷’’ একই সঙ্গে তিনি সম্প্রদায় বা জাতির ভিত্তিতে ভোট ভাগ না করার আবেদনও জানিয়েছেন ৷

তিনি কটাক্ষ করেছেন কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে ৷ তাঁর বক্তব্য, প্রথম দফার ভোটের পর পরিবারতন্ত্রের অংশীদাররা ঘুম উড়ে গিয়েছে ৷ তারা স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে ৷ বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন ৷ শনিবার প্রধানমন্ত্রী কনৌজ ছাড়াও ফারুকাবাদ ও আয়ুরিয়ায় সভা করেন ৷ এই তিনটি জায়গায় অবশ্য ভোট তৃতীয় দফায়৷ আগামী 20 ফেব্রুয়ারি এই এলাকার ভোটাররা ভোট দেবেন ৷

আরও পড়ুন : Modi's Comment on Muslim Women : মুসলিম মহিলাদের পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, অভিযোগ মোদির

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি : সাত দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election 2022) ৷ বৃহস্পতিবার শেষ হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ ৷ তাতেই নিশ্চিত হওয়া গিয়েছে যে বিজেপিই আবার উত্তরপ্রদেশের সরকার গড়তে চলেছে ৷ শনিবার এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷

উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার নির্বাচন আগামী সোমবার ৷ শনিবার সেই নির্বাচনের জন্য প্রচারের শেষদিন ছিল ৷ এদিন মোদি হাজির হয়েছিলেন কনৌজে ৷ সেখানে তিনি বলেন, ‘‘প্রথম দফার ভোটেই নিশ্চিত হয়েছে যে বিজেপিই উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরছে (PM Modi says Uttar Pradesh First Phase of Polls has Confirmed BJPs Win) ৷’’ একই সঙ্গে তিনি সম্প্রদায় বা জাতির ভিত্তিতে ভোট ভাগ না করার আবেদনও জানিয়েছেন ৷

তিনি কটাক্ষ করেছেন কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে ৷ তাঁর বক্তব্য, প্রথম দফার ভোটের পর পরিবারতন্ত্রের অংশীদাররা ঘুম উড়ে গিয়েছে ৷ তারা স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে ৷ বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন ৷ শনিবার প্রধানমন্ত্রী কনৌজ ছাড়াও ফারুকাবাদ ও আয়ুরিয়ায় সভা করেন ৷ এই তিনটি জায়গায় অবশ্য ভোট তৃতীয় দফায়৷ আগামী 20 ফেব্রুয়ারি এই এলাকার ভোটাররা ভোট দেবেন ৷

আরও পড়ুন : Modi's Comment on Muslim Women : মুসলিম মহিলাদের পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, অভিযোগ মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.