ETV Bharat / bharat

Modi's Comment on Muslim Women : মুসলিম মহিলাদের পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, অভিযোগ মোদির

author img

By

Published : Feb 10, 2022, 2:16 PM IST

Updated : Feb 10, 2022, 2:44 PM IST

আজ, বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ভোটের (Uttar Pradesh Assembly Election 2022) প্রচার করেন নরেন্দ্র মোদি ৷ সাহারনপুরে দলের সভায় যোগ দেন এই বিজেপি নেতা (Modi at UP for Poll Campaign) ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷

pm modi says people are finding new ways to block muslim women rights
Modi on Muslim Women : মুসলিম মহিলাদের পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, অভিযোগ মোদির

সাহারনপুর (উত্তরপ্রদেশ), 10 ফেব্রুয়ারি : ভারতের দাক্ষিণাত্য যখন উত্তাল হিজাব বিতর্ক (Hijab Controversy at Karnataka) ঘিরে, ঠিক সেই সময় দেশের উত্তর প্রান্ত থেকে মুসলিম মহিলাদের জন্য বার্তা দিলেন নরেন্দ্র মোদি (Modi's Comment on Muslim Women) ৷ বৃহস্পতিবার তিনি অভিযোগ করলেন মুসলিম মহিলাদের পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে ৷ এর জন্য নিত্যনতুন ফন্দি খুঁজছে কেউ কেউ (pm modi says people are finding new ways to block muslim women rights) ৷

উত্তরপ্রদেশের সাহারনপুরে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে হাজির হয়েছিলেন বিজেপির এই শীর্ষ নেতা (Modi at UP for Poll Campaign) ৷ এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022) পর্বে এই প্রথম সশরীরে কোনও সভায় হাজির হলেন তিনি ৷ সেই সভার মঞ্চ থেকেই মুসলিমদের অধিকার নিয়ে সরব হলেন মোদি ৷

প্রধানমন্ত্রী হিসেবে ব্যাখ্যা করলেন তাঁর সরকার কীভাবে মুসলিম মহিলাদের পাশে দাঁড়িয়েছে ৷ মোদির কথায়, তাঁর সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর নীতিতে বিশ্বাস করে ৷ তাই সকলের উন্নতির স্বার্থে কাজ করে তাঁর সরকার ৷ সেই বিকাশে মেয়েদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ৷

মোদির দাবি, মুসলিম মেয়েরাও বিষয়টি বিলক্ষণ জানেন ৷ তাঁর সরকার তিন তালাক থেকে মুসলিম মেয়েদের মুক্তি দিয়েছে বলে মোদি দাবি করেছেন ৷ তাই তাঁরা বিজেপিকে সমর্থন করেন ৷ সব সময় ‘মোদি-মোদি’ করেন ৷

  • #WATCH Muslim sisters-daughters understand our clear intentions. We made them free of Tripple Talaak; gave protection. When BJP received support from Muslim women, these vote-'thekedaar' got restless that their daughter is saying 'Modi-Modi'... They're tricking Muslim sisters: PM pic.twitter.com/uUytLvockp

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) অভিযোগ, সেই কারণে কারও কারও সমস্যা হচ্ছে ৷ তাই মুসলিম মহিলাদের পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে ৷ তাঁদের অধিকারে বাধা দিতে নানা ফন্দি-ফিকির করা হচ্ছে ৷ মুসলিম মহিলাদের উস্কানি দেওয়া হচ্ছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কর্নাটকে কলেজে কয়েকজন ছাত্রীর হিজাব পরাকে কেন্দ্র করে বিতর্ক চলছে ৷ কর্নাটক হাইকোর্টে পুরো বিষয়টি আপাতত বিচারাধীন ৷ পক্ষে-বিপক্ষে নানা মত ঘুরছে সাধারণ জনজীবনে ৷ সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : SC on Hijab Row : জরুরি ভিত্তিতে হিজাব মামলার শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট

সাহারনপুর (উত্তরপ্রদেশ), 10 ফেব্রুয়ারি : ভারতের দাক্ষিণাত্য যখন উত্তাল হিজাব বিতর্ক (Hijab Controversy at Karnataka) ঘিরে, ঠিক সেই সময় দেশের উত্তর প্রান্ত থেকে মুসলিম মহিলাদের জন্য বার্তা দিলেন নরেন্দ্র মোদি (Modi's Comment on Muslim Women) ৷ বৃহস্পতিবার তিনি অভিযোগ করলেন মুসলিম মহিলাদের পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে ৷ এর জন্য নিত্যনতুন ফন্দি খুঁজছে কেউ কেউ (pm modi says people are finding new ways to block muslim women rights) ৷

উত্তরপ্রদেশের সাহারনপুরে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে হাজির হয়েছিলেন বিজেপির এই শীর্ষ নেতা (Modi at UP for Poll Campaign) ৷ এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022) পর্বে এই প্রথম সশরীরে কোনও সভায় হাজির হলেন তিনি ৷ সেই সভার মঞ্চ থেকেই মুসলিমদের অধিকার নিয়ে সরব হলেন মোদি ৷

প্রধানমন্ত্রী হিসেবে ব্যাখ্যা করলেন তাঁর সরকার কীভাবে মুসলিম মহিলাদের পাশে দাঁড়িয়েছে ৷ মোদির কথায়, তাঁর সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর নীতিতে বিশ্বাস করে ৷ তাই সকলের উন্নতির স্বার্থে কাজ করে তাঁর সরকার ৷ সেই বিকাশে মেয়েদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ৷

মোদির দাবি, মুসলিম মেয়েরাও বিষয়টি বিলক্ষণ জানেন ৷ তাঁর সরকার তিন তালাক থেকে মুসলিম মেয়েদের মুক্তি দিয়েছে বলে মোদি দাবি করেছেন ৷ তাই তাঁরা বিজেপিকে সমর্থন করেন ৷ সব সময় ‘মোদি-মোদি’ করেন ৷

  • #WATCH Muslim sisters-daughters understand our clear intentions. We made them free of Tripple Talaak; gave protection. When BJP received support from Muslim women, these vote-'thekedaar' got restless that their daughter is saying 'Modi-Modi'... They're tricking Muslim sisters: PM pic.twitter.com/uUytLvockp

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) অভিযোগ, সেই কারণে কারও কারও সমস্যা হচ্ছে ৷ তাই মুসলিম মহিলাদের পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে ৷ তাঁদের অধিকারে বাধা দিতে নানা ফন্দি-ফিকির করা হচ্ছে ৷ মুসলিম মহিলাদের উস্কানি দেওয়া হচ্ছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কর্নাটকে কলেজে কয়েকজন ছাত্রীর হিজাব পরাকে কেন্দ্র করে বিতর্ক চলছে ৷ কর্নাটক হাইকোর্টে পুরো বিষয়টি আপাতত বিচারাধীন ৷ পক্ষে-বিপক্ষে নানা মত ঘুরছে সাধারণ জনজীবনে ৷ সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : SC on Hijab Row : জরুরি ভিত্তিতে হিজাব মামলার শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট

Last Updated : Feb 10, 2022, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.