নয়াদিল্লি, 11 ডিসেম্বর: দেশের উন্নতির প্রশ্নে স্থায়ী উন্নয়নের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সূত্রে টানলেন সিঙ্গাপুর ও উপসাগরীয় দেশগুলিতে পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের প্রসঙ্গও (PM Modi speaks on sustainable development) ৷
রবিবার নাগপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) ৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "সিঙ্গাপুর ও উপসাগরীয় (Gulf Nations) দেশগুলি পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করে বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে ৷" তাঁর কথায়, সস্তা রাজনীতি কখনও কারও ভালো করে না ৷ জনগণের ক্ষমতায়নের জন্য আমাদের দীর্ঘমেয়াদি সামগ্রিক উন্নয়নের পথে হাঁটা উচিত ৷"
আরও পড়ুন: ইতিহাসের চাকা ঘুরছে...উত্থান ঘটছে ভারতের: জয়শংকর
নরেন্দ্র মোদির মতে, যেকোনও দেশের উন্নয়নের জন্য স্থায়ী উন্নয়নের পাশাপাশি স্থায়ী সমাধানও প্রয়োজন ৷ আগামী বছর ভারতে বসতে চলেছে জি-20 শীর্ষ সম্মেলন ৷ এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বের সামনে ভারতের ক্ষমতা তুলে ধরা উচিত বলেও মনে করেন প্রধানমন্ত্রী মোদি ৷