নয়াদিল্লি, 28 জানুয়ারি : দেশের জন্য ন্যাশনাল ক্যাডেট কর্পস (National Cadet Corps) বা এনসিসির অবদানের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ শুক্রবার তিনি একই সঙ্গে জানিয়েছেন, দেশের সীমান্ত এলাকায় এনসিসির এক লক্ষ নতুন ক্যাডেট তৈরি করেছে সরকার ৷ তিনি দাবি করেছেন, ‘‘আমিও এনসিসির সক্রিয় সদস্য ছিলাম ৷’’
এদিন কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি-র (NCC) অনুষ্ঠান ছিল ৷ সেখানে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন ৷ এনসিসি-র প্রশিক্ষণের স্মৃতিচারণও করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর মতে, দায়িত্ব পালনের জন্য যে শক্তির প্রয়োজন হয়, তা তিনি এনসিসির প্রশিক্ষণ থেকেই শিখেছেন ৷ তাঁর কাছে এনসিসির প্রাক্তনী কার্ডও রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
প্রতি বছর রিপাবলিক ডে ক্যাম্পের শেষে 28 জানুয়ারির এনসিসির এই বার্ষিক অনুষ্ঠান হয় (NCC rally) ৷ শুক্রবার সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি জানান, এনসিসিকে শক্তিশালী করতে তাঁর সরকার একাধিক পদক্ষেপ করেছে ৷ আরও ভাল কিছু করতে বিশেষজ্ঞ কমিটিও তৈরি হয়েছে ৷ এদিন অনেক এনসিসির মেয়ে ক্যাডেট অংশ নিয়েছিলেন ৷ প্রধানমন্ত্রীর দাবি, এটাই প্রমাণ করছে যে দেশ বদলাচ্ছে ৷
স্বাধীনতার 75 বছর পূর্তি নিয়ে অমৃত মহোৎসব পালন করছে ভারত সরকার ৷ সেই উৎসব পালনের প্রসঙ্গ টেনে এনেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, অমৃত মহোৎসব পালনে দেশে আলাদা উন্মাদনা দেখা যাচ্ছে ৷ সেই উন্মাদনা তিনি দেখতে পেয়েছেন এনসিসির অনুষ্ঠানেও ৷
আরও পড়ুন : President Kovind PM Modi bid farewell as Virat retires: বিরাটের অবসরে ফেয়ারওয়েল মোদি-কোবিন্দের