ETV Bharat / bharat

India-Russia Relation : রুশ প্রেসিডেন্ট পুতিনকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী মোদি

ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ শুক্রবার ষষ্ঠ পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের (EEF) অনুষ্ঠানে আরও একবার সেকথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে, পূর্ব রাশিয়ার সামগ্রিক উন্নয়নের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি ৷

PM Modi reiterates India's commitment to Russia's 'Act East Policy'
India-Russia Relation : রুশ প্রেসিডেন্ট পুতিনকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী মোদি
author img

By

Published : Sep 3, 2021, 7:05 PM IST

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ রাশিয়ার ‘অ্য়াক্ট ইস্ট’ নীতির (Act East Policy) প্রতি ভারতের দায়বদ্ধতার কথাও ফের একবার উল্লেখ করলেন তিনি ৷ শুক্রবার ভ্লাদিভস্তকে (Vladivostok) আয়োজিত ষষ্ঠ পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের (EEF) অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের দূরদর্শিতা ও ভাবনার জন্যই রাশিয়ার পূর্ব প্রান্তে এত উন্নতি হয়েছে ৷ একটি প্রেস বিবৃতিতে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷

আরও পড়ুন : Hurricane Ida: হ্যারিকেন ইডা ও বন্যায় অসংখ্য মানুষের মৃত্যু আমেরিকার পূর্ব উপকূলে

রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকথা স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ এই দ্বিপাক্ষিক সম্পর্ককে তিনি ‘‘বিশেষ এবং অগ্রগণ্য কৌশলী অংশীদারিত্ব’’ বলে উল্লেখ করেছেন ৷ মোদির মতে, বৃহত্তর অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থে এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ স্বাস্থ্য পরিষেবা, ওষুধ, হিরে, রান্নার কাজে ব্যবহৃত কয়লা, ইস্পাত, কাঠ-সহ নানা ক্ষেত্রে ভারত-রুশ বোঝাপড়া ও তার গুরুত্ব তুলে ধরেন মোদি ৷ যা অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷

এর পাশাপাশি, রাশিয়ার পূর্ব প্রান্তের (Russian Far East) 11টি অঞ্চলের গভর্নরদের ভারতে আসার আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী ৷ প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনার পটভূমি তৈরি হয়েছে ৷ পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরীর (Hardeep Singh Puri) নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিরা এই বিষয়ে কথা বলবেন ৷ থাকবেন ভারতের পেট্রোলিয়াম সংস্থাগুলির উচ্চপদস্থ আধিকারিকরাও ৷

উল্লেখ্য, ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির (Vijay Rupani) সঙ্গে বৈঠক সেরেছেন রুশ প্রদেশ সাখা-ইয়াকুতিয়ার গভর্নর ৷ বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁদের দেখা ও কথা হয় ৷ এবারের পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের অনুষ্ঠানে ভারতের প্রথম সারির বহু সংস্থার তরফে 50 জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন ৷ প্রসঙ্গত, এর আগে পঞ্চম পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের (EEF) অনুষ্ঠানে (2019) প্রধান অতিথি ছিলেন নরেন্দ্র মোদি ৷ তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি এই সম্মান পেয়েছেন ৷

আরও পড়ুন : Terror Attack : নিউজিল্যান্ডে উগ্রপন্থী হামলা, শ্রীলঙ্কার নাগরিককে গুলি করে নিকেশ করল পুলিশ

এদিকে, রুশ বিদেশ মন্ত্রী সেরগেই ল্যাভরভের (Sergei Lavrov) সঙ্গে বৈঠক সেরেছেন ভারতের বিদেশ সচিব হর্ষ শৃংলা (Harsh Shringla) ৷ মস্কোয় আয়োজিত সেই বৈঠকে বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকও উপস্থিত ছিলেন ৷ পূর্ব রাশিয়াকে কেন্দ্র করে ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আদানপ্রদান বাড়ানোই এই বৈঠকের লক্ষ্য ছিল ৷

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ রাশিয়ার ‘অ্য়াক্ট ইস্ট’ নীতির (Act East Policy) প্রতি ভারতের দায়বদ্ধতার কথাও ফের একবার উল্লেখ করলেন তিনি ৷ শুক্রবার ভ্লাদিভস্তকে (Vladivostok) আয়োজিত ষষ্ঠ পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের (EEF) অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের দূরদর্শিতা ও ভাবনার জন্যই রাশিয়ার পূর্ব প্রান্তে এত উন্নতি হয়েছে ৷ একটি প্রেস বিবৃতিতে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷

আরও পড়ুন : Hurricane Ida: হ্যারিকেন ইডা ও বন্যায় অসংখ্য মানুষের মৃত্যু আমেরিকার পূর্ব উপকূলে

রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকথা স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ এই দ্বিপাক্ষিক সম্পর্ককে তিনি ‘‘বিশেষ এবং অগ্রগণ্য কৌশলী অংশীদারিত্ব’’ বলে উল্লেখ করেছেন ৷ মোদির মতে, বৃহত্তর অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থে এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ স্বাস্থ্য পরিষেবা, ওষুধ, হিরে, রান্নার কাজে ব্যবহৃত কয়লা, ইস্পাত, কাঠ-সহ নানা ক্ষেত্রে ভারত-রুশ বোঝাপড়া ও তার গুরুত্ব তুলে ধরেন মোদি ৷ যা অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷

এর পাশাপাশি, রাশিয়ার পূর্ব প্রান্তের (Russian Far East) 11টি অঞ্চলের গভর্নরদের ভারতে আসার আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী ৷ প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনার পটভূমি তৈরি হয়েছে ৷ পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরীর (Hardeep Singh Puri) নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিরা এই বিষয়ে কথা বলবেন ৷ থাকবেন ভারতের পেট্রোলিয়াম সংস্থাগুলির উচ্চপদস্থ আধিকারিকরাও ৷

উল্লেখ্য, ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির (Vijay Rupani) সঙ্গে বৈঠক সেরেছেন রুশ প্রদেশ সাখা-ইয়াকুতিয়ার গভর্নর ৷ বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁদের দেখা ও কথা হয় ৷ এবারের পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের অনুষ্ঠানে ভারতের প্রথম সারির বহু সংস্থার তরফে 50 জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন ৷ প্রসঙ্গত, এর আগে পঞ্চম পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের (EEF) অনুষ্ঠানে (2019) প্রধান অতিথি ছিলেন নরেন্দ্র মোদি ৷ তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি এই সম্মান পেয়েছেন ৷

আরও পড়ুন : Terror Attack : নিউজিল্যান্ডে উগ্রপন্থী হামলা, শ্রীলঙ্কার নাগরিককে গুলি করে নিকেশ করল পুলিশ

এদিকে, রুশ বিদেশ মন্ত্রী সেরগেই ল্যাভরভের (Sergei Lavrov) সঙ্গে বৈঠক সেরেছেন ভারতের বিদেশ সচিব হর্ষ শৃংলা (Harsh Shringla) ৷ মস্কোয় আয়োজিত সেই বৈঠকে বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকও উপস্থিত ছিলেন ৷ পূর্ব রাশিয়াকে কেন্দ্র করে ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আদানপ্রদান বাড়ানোই এই বৈঠকের লক্ষ্য ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.