হায়দরাবাদ, 22 অগস্ট : আজ রাখী বন্ধন উৎসব ৷ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ৷
-
सभी देशवासियों को रक्षाबंधन के पावन पर्व पर ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) August 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">सभी देशवासियों को रक्षाबंधन के पावन पर्व पर ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) August 22, 2021सभी देशवासियों को रक्षाबंधन के पावन पर्व पर ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) August 22, 2021
রাষ্ট্রপতি তাঁর টুইটে জানিয়েছেন, "এই উৎসব ভালোবাসা, স্নেহ আর বিশ্বাসের প্রতীক ৷ আসুন আমরা সকলে মিলে একটা সম্প্রীতির সমাজ তৈরি করি ৷ যেখানে নারীর নিরাপত্তা আর সম্মানকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে ৷ আর তাঁরা যেন স্বাধীনভাবে তাঁদের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারেন ৷" তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর সেই রাষ্ট্রের মহিলারা আতঙ্কে রয়েছেন ৷ বিশ্বের কাছে আর্জি জানাচ্ছেন সাহায্যের জন্য ৷ এমন একটা সংবেদনশীল সময়ে রাষ্ট্রপতির এই টুইট বিশেষ বার্তা বহন করে ৷
-
समस्त देशवासियों को रक्षाबंधन के पावन पर्व की हार्दिक शुभकामनाएँ।
— Amit Shah (@AmitShah) August 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">समस्त देशवासियों को रक्षाबंधन के पावन पर्व की हार्दिक शुभकामनाएँ।
— Amit Shah (@AmitShah) August 22, 2021समस्त देशवासियों को रक्षाबंधन के पावन पर्व की हार्दिक शुभकामनाएँ।
— Amit Shah (@AmitShah) August 22, 2021
দেশজুড়ে বোনেরা ভাইদের হাতে রাখি পরাবে ৷ তবে শুধুমাত্র ভাই-বোনের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন এই উৎসব সৌভ্রাতৃত্বের ৷ শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
-
My heartiest greetings to all on Raksha Bandhan.
— Mamata Banerjee (@MamataOfficial) August 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
As we celebrate the special bond of brothers and sisters, let us resolve to protect each other always.
">My heartiest greetings to all on Raksha Bandhan.
— Mamata Banerjee (@MamataOfficial) August 22, 2021
As we celebrate the special bond of brothers and sisters, let us resolve to protect each other always.My heartiest greetings to all on Raksha Bandhan.
— Mamata Banerjee (@MamataOfficial) August 22, 2021
As we celebrate the special bond of brothers and sisters, let us resolve to protect each other always.
টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি একে অপরকে রক্ষা করার বার্তা দিয়েছেন ৷
-
Raksha Bandhan greetings to all fellow citizens! The festival is a symbol of love, affection and trust.
— President of India (@rashtrapatibhvn) August 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Let us resolve to build a harmonious society where safety and dignity of women are given utmost importance and they fulfil their aspirations freely.
">Raksha Bandhan greetings to all fellow citizens! The festival is a symbol of love, affection and trust.
— President of India (@rashtrapatibhvn) August 22, 2021
Let us resolve to build a harmonious society where safety and dignity of women are given utmost importance and they fulfil their aspirations freely.Raksha Bandhan greetings to all fellow citizens! The festival is a symbol of love, affection and trust.
— President of India (@rashtrapatibhvn) August 22, 2021
Let us resolve to build a harmonious society where safety and dignity of women are given utmost importance and they fulfil their aspirations freely.