ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসের মহড়ায় মোদি - গণতন্ত্র

রবিবার দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের মহড়ায় হাজির হলেন প্রধানমন্ত্রী৷ অংশগ্রহণকারীদের উদ্দেশে ভাষণও দিলেন তিনি৷ দিলেন বিবিধের মধ্য়ে মিলনের বার্তা৷ তাঁর উপস্থিতিতেই মহড়া দিলেন বিভিন্ন প্রদেশ থেকে আসা, এনসিসি ক্য়াডেট-সহ অন্য়রা৷

BK
সাধারণতন্ত্র দিবসের মহড়ায় মোদি
author img

By

Published : Jan 24, 2021, 10:06 PM IST

দিল্লি, 24 জানুয়ারি: আসন্ন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যেসব শিল্পীরা অংশগ্রহণ করবেন, রবিবার দিল্লিতে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে তিনি বলেন, ‘‘স্বাধীনতার লড়াইয়ে নিজেদের সর্বস্ব উৎসর্গ করার সুযোগ আমরা পাইনি৷ তবে আমরা অবশ্য়ই আমাদের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছি৷ দেশের জন্য় যা কিছু ভালো আমাদের পক্ষে করা সম্ভব, আমরা করব৷ আমাদের শক্তিশালী ভারত তৈরি করতে হবে৷‘‘

এদিন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের মহড়ায় অংশ নেন বিভিন্ন প্রদেশ থেকে আসা শিল্পীরা৷ ছিলেন এনসিসি ক্য়াডেট-সহ অন্য়রাও৷ তাঁদের সকলের উদ্দেশে মোদি তাঁর ভাষণে বলেন, ‘‘আপনারা যখন দৃঢ়তার সঙ্গে রাজপথের উপর দিয়ে মার্চ করে যাবেন, তখন দেশের প্রত্য়েক নাগরিকই উৎসাহিত বোধ করবেন৷ আপনাদের মাধ্য়মেই দেশের শিল্প, সংস্কৃতি, প্রথা ও ঐতিহ্য়ের উৎকর্ষতার ঝলক পাবেন সকলে৷ আর তাতে প্রত্য়েক ভারতীয়েরই গর্বে মাথা উঁচু হয়ে যাবে৷‘‘

অংশগ্রহণকারীদের প্রতি মোদির বার্তা, ‘‘সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি পর্বেই আপনাদের বুঝতে হবে আমাদের দেশের বৈচিত্র কত বেশি৷ প্রচুর ভাষা, তাদের উচ্চারণও আলাদা, বিভিন্ন ধরনের খাবার, তবুও ভারতবর্ষ এক৷ সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান আমাদের দেশের এই মহান সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে স্য়ালুট করে৷ স্য়ালুট করে সেই সংবিধানকে, যার উপর ভিত্তি করে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র পরিচালিত হচ্ছে৷‘‘

দিল্লি, 24 জানুয়ারি: আসন্ন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যেসব শিল্পীরা অংশগ্রহণ করবেন, রবিবার দিল্লিতে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে তিনি বলেন, ‘‘স্বাধীনতার লড়াইয়ে নিজেদের সর্বস্ব উৎসর্গ করার সুযোগ আমরা পাইনি৷ তবে আমরা অবশ্য়ই আমাদের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছি৷ দেশের জন্য় যা কিছু ভালো আমাদের পক্ষে করা সম্ভব, আমরা করব৷ আমাদের শক্তিশালী ভারত তৈরি করতে হবে৷‘‘

এদিন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের মহড়ায় অংশ নেন বিভিন্ন প্রদেশ থেকে আসা শিল্পীরা৷ ছিলেন এনসিসি ক্য়াডেট-সহ অন্য়রাও৷ তাঁদের সকলের উদ্দেশে মোদি তাঁর ভাষণে বলেন, ‘‘আপনারা যখন দৃঢ়তার সঙ্গে রাজপথের উপর দিয়ে মার্চ করে যাবেন, তখন দেশের প্রত্য়েক নাগরিকই উৎসাহিত বোধ করবেন৷ আপনাদের মাধ্য়মেই দেশের শিল্প, সংস্কৃতি, প্রথা ও ঐতিহ্য়ের উৎকর্ষতার ঝলক পাবেন সকলে৷ আর তাতে প্রত্য়েক ভারতীয়েরই গর্বে মাথা উঁচু হয়ে যাবে৷‘‘

অংশগ্রহণকারীদের প্রতি মোদির বার্তা, ‘‘সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি পর্বেই আপনাদের বুঝতে হবে আমাদের দেশের বৈচিত্র কত বেশি৷ প্রচুর ভাষা, তাদের উচ্চারণও আলাদা, বিভিন্ন ধরনের খাবার, তবুও ভারতবর্ষ এক৷ সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান আমাদের দেশের এই মহান সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে স্য়ালুট করে৷ স্য়ালুট করে সেই সংবিধানকে, যার উপর ভিত্তি করে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র পরিচালিত হচ্ছে৷‘‘

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.