নয়াদিল্লি, 4 জুলাই: শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ক্রমবর্ধমান দাম নিয়ে মঙ্গলবার কেন্দ্রকে তুলোধোনা করল কংগ্রেস ৷ তাদের কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসলে 'মেহেঙ্গাই ম্যান' ৷ দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা সমাধানের জন্য তার সরকারের কাছে অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছে কংগ্রেস ।
অত্যাবশ্যকীয় খাদ্যসামগ্রীর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি থেকে জনগণের জন্য স্বস্তির দাবিতে কংগ্রেসের মহিলা শাখা এ দিন দিল্লিতে বিজেপি অফিসের বাইরে বিক্ষোভ দেখায় । টমেটো, রসুন, আদা এবং কাঁচালংকার একটি ঝুড়ি সামনে রেখে তারা বিক্ষোভ দেখায় ৷ কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে সাংবাদিক সম্মেলনে বলেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে এগুলির দাম 1,070 টাকারও বেশি, তাই এগুলি ভালো উপহারের বিকল্প হতে পারে । শ্রীনাতে একজন রাজার গল্প বর্ণনা করেন যার অনুগামীরা মূল্যবৃদ্ধির জন্য মানুষকে বিভ্রান্ত করতেন ৷ সেখানে শ্রীনাতে বলেন, "রাজার নাম 'মেহেঙ্গাই ম্যান', তিনি নরেন্দ্র মোদি ।"
তিনি বলেন, "সরকার কি পাত্তা দেয় ? সরকার কি পরিস্থিতি ফেরানোর জন্য কোনও পদক্ষেপ করছে ? সরকার কি তার অধিকারের মধ্যে জনগণের স্বস্তি আনতে কিছু করছে ? আমি মনে করি সবার কাছে এই সবের উত্তর 'না'৷" শ্রীনাতের অভিযোগ, বাস্তব হল দেশে বেকারত্ব দুই বছরের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ৷
আরও পড়ুন: সবজির দামের আঁচ পিছনে ফেলেছে ভোটের উত্তাপকেও, ময়দানে নবান্নের টাস্ক ফোর্স
সবজির দাম বৃদ্ধির কথা উল্লেখ করে শ্রীনাতে বলেন, টমেটো 160 টাকায়, ধনে পাতা 200 টাকা, আদা 400 টাকা এবং লংকা 400 টাকায় বিক্রি হচ্ছে । তাঁর প্রশ্ন, "বাস্তবতা হল মশলার দাম বেড়েছে । জিরে কেজি প্রতি 800 টাকা, আর তুর বা অরহর ডালের মতো সাধারণ ডালের দাম 160 থেকে 170 টাকার মধ্যে । চাল ও গমের দামও বেড়েছে । সাধারণ মানুষের কী হবে, মধ্যবিত্তদের কী হবে !"
শ্রীনাতের দাবি, এই জিনিসগুলি মরসুমী হওয়ায় সরকার কিছু করতে পারে না বলে যে দাবি করা হচ্ছে, তা ভুল ৷ রাজস্থান এবং অন্যান্য কংগ্রেস শাসিত রাজ্যে সরকার ক্রমবর্ধমান দাম থেকে মানুষকে স্বস্তি দিতে যে পদক্ষেপ করেছে, তার উদাহরণ তুলে ধরেন শ্রীনাতে ৷