ETV Bharat / bharat

Modi Meets Opposition Leaders : সংসদে স্পিকারের উদ্যোগে বৈঠকি আড্ডায় মোদি-সোনিয়া-মুলায়মরা

author img

By

Published : Apr 7, 2022, 9:05 PM IST

বৃহস্পতিবার শেষ হল এবারের বাজেট অধিবেশন (Conclusion of Budget Session) ৷ তার পর লোকসভার স্পিকার ওম বিড়লার ডাকে তাঁর ঘরে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবরা ৷ ছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ও (PM Modi meets Sonia-Farooq-Mulayam and others today at Parliament) ৷

pm modi meets sonia farooq mulayam and others today at parliament
Modi Meets Opposition Leaders : সংসদে স্পিকারের উদ্যোগে বৈঠকি আড্ডায় মোদি-সোনিয়া-মুলায়মরা

নয়াদিল্লি, 7 এপ্রিল : সংসদে উলটপুরাণ ৷ অধিবেশন কক্ষের যুযুধান দুই পক্ষকে ঘিরে তৈরি হল সৌহার্দ্যের পরিবেশ ৷ বৃহস্পতিবার বাজেট অধিবেশন শেষ হওয়ার পর হাসিমুখে আলোচনা করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress Interim President Sonia Gandhi), সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবদের ৷

এদিন এই বৈঠক হয় লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে (Lok Sabha Speaker OM Birla) ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব, ন্য়াশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে (PM Modi meets Sonia-Farooq-Mulayam and others today at Parliament) ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীও উপস্থিত ছিলেন ৷

এই নিয়ে টুইট করেন ওম বিড়লা ৷ তিনি লেখেন, লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পর সব দলের সদস্যদের ডাকা হয়েছিল ৷ সেখানে সংসদের গরিমা আরও বৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হয় ৷

প্রসঙ্গত, চলতি বছরের 31 জানুয়ারি শুরু হয়েছিল বাজেট অধিবেশন (Parliament Budget Session) ৷ দুই দফায় এই অধিবেশন হয় ৷ দ্বিতীয় দফার অধিবেশন শুরু হয়েছিল গত 14 মার্চ ৷ যা 8 এপ্রিল শেষ হওয়ার কথা ছিল ৷ কিন্তু একদিন আগেই তা শেষ হয়ে গেল ৷

আরও পড়ুন : PM Modi on World Health Day: বিশ্ব স্বাস্থ্য দিবসে কেন্দ্রীয় প্রকল্পের স্তুতি নমোর

নয়াদিল্লি, 7 এপ্রিল : সংসদে উলটপুরাণ ৷ অধিবেশন কক্ষের যুযুধান দুই পক্ষকে ঘিরে তৈরি হল সৌহার্দ্যের পরিবেশ ৷ বৃহস্পতিবার বাজেট অধিবেশন শেষ হওয়ার পর হাসিমুখে আলোচনা করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি (Congress Interim President Sonia Gandhi), সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবদের ৷

এদিন এই বৈঠক হয় লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে (Lok Sabha Speaker OM Birla) ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব, ন্য়াশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে (PM Modi meets Sonia-Farooq-Mulayam and others today at Parliament) ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীও উপস্থিত ছিলেন ৷

এই নিয়ে টুইট করেন ওম বিড়লা ৷ তিনি লেখেন, লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পর সব দলের সদস্যদের ডাকা হয়েছিল ৷ সেখানে সংসদের গরিমা আরও বৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হয় ৷

প্রসঙ্গত, চলতি বছরের 31 জানুয়ারি শুরু হয়েছিল বাজেট অধিবেশন (Parliament Budget Session) ৷ দুই দফায় এই অধিবেশন হয় ৷ দ্বিতীয় দফার অধিবেশন শুরু হয়েছিল গত 14 মার্চ ৷ যা 8 এপ্রিল শেষ হওয়ার কথা ছিল ৷ কিন্তু একদিন আগেই তা শেষ হয়ে গেল ৷

আরও পড়ুন : PM Modi on World Health Day: বিশ্ব স্বাস্থ্য দিবসে কেন্দ্রীয় প্রকল্পের স্তুতি নমোর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.