ETV Bharat / bharat

PM Modi in Gujarat: ভোটমুখী গুজরাতে সি-295 বিমান তৈরির কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির - PM Narendra Modi

রবিবার গুজরাতের ভদোদরায় ভিত্তিপ্রস্তর স্থাপন হল সি-295 বিমান তৈরির কারখানার (PM Modi lays foundation for C-295 aircraft manufacturing unit) ৷ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
PM Narendra Modi
author img

By

Published : Oct 30, 2022, 7:11 PM IST

Updated : Oct 30, 2022, 7:44 PM IST

ভদোদরা, 30 অক্টোবর: আর কয়েকমাস পরেই গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ তার আগে রবিবার ভদোদরায় সি-295 বিমান তৈরির কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন (C-295 aircraft manufacturing Unit) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল (PM Modi lays foundation for C-295 aircraft manufacturing unit) ৷

বেসরকারি উদ্যোগে তৈরি হবে সি-295 বিমান (C-295 aircraft) ৷ বিদেশি সংস্থা এয়ারবাস ও ভারতের টাটা গোষ্ঠীর সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হবে এই বিমান ৷ ভারতীয় বায়ুসেনার হয়ে মূলত পরিবহণের কাজ করবে এই বিমান ৷ বিমানগুলি নির্মাণের 96 শতাংশ কাজই হবে এই কারখানায় ৷ সাহায্য করবে সরকারি সংস্থা ভারত ইলেকট্রনিক্স ৷

আরও পড়ুন: দিল্লির বাতাস আরও 'বিষাক্ত', সমালোচনায় বিদ্ধ কেজরিওয়াল

ভারতে যে সি-295 বিমানগুলি তৈরি হবে সেগুলি বায়ু সেনা হাতে পাবে 2026 থেকে 2031 সালের মধ্যে ৷ তবে প্রথম 16টি সি-295 বিমান বাইরে থেকে আসবে 2023 সাল থেকে 2025 সালের মধ্যে ৷ চুক্তি মতো সমস্ত সি-295 বিমান ভারতে কাজ শুরু করলে, এই দেশই হবে অত্যাধুনিক এই বিমানের সর্ববৃহৎ ব্যবহারকারী ৷

গত 8 অক্টোবর কেন্দ্রের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট 56টি সি-295 বিমান এয়ারবাস ডিফেন্সের থেকে কেনার বিষয়ে ছাড়পত্র দেয় ৷ এর মধ্যে 16টি বিমান আসবে বাইরে থেকে তৈরি হয়ে, বাকি 40টি এদেশেই তৈরি হবে ৷

ভদোদরা, 30 অক্টোবর: আর কয়েকমাস পরেই গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ তার আগে রবিবার ভদোদরায় সি-295 বিমান তৈরির কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন (C-295 aircraft manufacturing Unit) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল (PM Modi lays foundation for C-295 aircraft manufacturing unit) ৷

বেসরকারি উদ্যোগে তৈরি হবে সি-295 বিমান (C-295 aircraft) ৷ বিদেশি সংস্থা এয়ারবাস ও ভারতের টাটা গোষ্ঠীর সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হবে এই বিমান ৷ ভারতীয় বায়ুসেনার হয়ে মূলত পরিবহণের কাজ করবে এই বিমান ৷ বিমানগুলি নির্মাণের 96 শতাংশ কাজই হবে এই কারখানায় ৷ সাহায্য করবে সরকারি সংস্থা ভারত ইলেকট্রনিক্স ৷

আরও পড়ুন: দিল্লির বাতাস আরও 'বিষাক্ত', সমালোচনায় বিদ্ধ কেজরিওয়াল

ভারতে যে সি-295 বিমানগুলি তৈরি হবে সেগুলি বায়ু সেনা হাতে পাবে 2026 থেকে 2031 সালের মধ্যে ৷ তবে প্রথম 16টি সি-295 বিমান বাইরে থেকে আসবে 2023 সাল থেকে 2025 সালের মধ্যে ৷ চুক্তি মতো সমস্ত সি-295 বিমান ভারতে কাজ শুরু করলে, এই দেশই হবে অত্যাধুনিক এই বিমানের সর্ববৃহৎ ব্যবহারকারী ৷

গত 8 অক্টোবর কেন্দ্রের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট 56টি সি-295 বিমান এয়ারবাস ডিফেন্সের থেকে কেনার বিষয়ে ছাড়পত্র দেয় ৷ এর মধ্যে 16টি বিমান আসবে বাইরে থেকে তৈরি হয়ে, বাকি 40টি এদেশেই তৈরি হবে ৷

Last Updated : Oct 30, 2022, 7:44 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.