ETV Bharat / bharat

Ujjwala 2.0 : প্রথম বারের এলপিজি সিলিন্ডার বিনামূল্যে, উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণ উদ্বোধন মোদির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ ছাড়াও একটি করে হটপ্লেট পাচ্ছেন দরিদ্র মহিলারা । সেইসঙ্গে প্রথম বারের এলপিজি সিলিন্ডারটিও বিনামূল্যে দেওয়া হবে । নাম নথিভুক্ত করার প্রক্রিয়ায় সামান্য কয়েকটি নথিপত্র দেখিয়েই বিনামূল্যের রান্নার গ্যাস পাবেন দরিদ্রসীমার নিচে থাকা পরিবারের মহিলারা । পরিযায়ীদের ক্ষেত্রে রেশন কার্ড বা ঠিকানার প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই ৷

 Ujjwala 2.0
Ujjwala 2.0
author img

By

Published : Aug 10, 2021, 5:01 PM IST

Updated : Aug 10, 2021, 5:49 PM IST

নয়াদিল্লি, 10 অগস্ট : প্রতিশ্রুতি মতোই মতোই আজ উত্তরপ্রদেশের মাহোবা জেলায় উজ্জ্বলা যোজনা 2.0-র (Pradhan Mantri Ujjwala Yojana - PMUY) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মাহোবা জেলার মানুষদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি (LPG) সংযোগ তুলে দেওয়া হয় ৷ যদিও, গোটা দেশের মানুষ এই সুবিধা পাবেন ৷ আজকের অনুষ্ঠানে মাহোবা জেলার যোজনার সুবিধাকারীদের সঙ্গেও কথা বলেন ৷ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি ৷ আর উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

গতকালই প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন, আজ উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণ উদ্বোধন করা হবে ৷ এর আগে পিএমও-র তরফেও তা জানানো হয়েছিল ৷ উজ্জ্বলা যোজনায় কত মানুষ উপকৃত হয়েছেন আরও কী কী সুবিধা পাচ্ছেন, সেই বিষয় উল্লেখ করে একটি টুইট করেন হরদীপ সিং পুরি ৷ টুইটে লেখেন, এলপিজি সংযোগে প্রায় আট কোটি ভারতীয় মহিলা উপকৃত হয়েছেন ৷ তাঁরা সুস্থ জীবন-যাপন করছেন ৷ এই উজ্জ্বলা যোজনা 2.0 প্রায় এক কোটি দরিদ্র পরিবারের জীবনে পরিবর্তন এনেছে ৷

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “উত্তরপ্রদেশে উজ্জ্বলা প্রকল্পের প্রথম সংস্করণের সুবিধা পেয়েছে প্রায় দেড় কোটি পরিবার ৷ করোনা পরিস্থিতিতে ছয় মাস প্রধানমন্ত্রী সবধরনের সুবিধা দেওয়ার সঙ্গে বিনামূল্যে সিলিন্ডার দিয়েছেন ৷”

উল্লেখ্য, 2016 সালে উজ্জ্বলা যোজনার সূচনা হয় ৷ লক্ষ্য ছিল, দরিদ্রসীমার নীচে থাকা পাঁচ কোটি মহিলাকে এই যোজনার আওতায় আনা হবে ৷ পরে 2018-তে প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতি-সহ আরও সাতটি বিভাগের মহিলাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেইসময় লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয় 8 কোটি ৷ সরকারের দাবি, নির্ধারিত সময়ের সাত মাস আগেই 2019 সালের অগস্টে এই যোজনার লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে ।

আরও পড়ুন, PM-KISAN : 9.75 কোটি কৃষককে কিষান সম্মাননিধি প্রকল্পে 19,500 কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী

2021-22 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে উজ্জ্বলা যোজনার অধীনে আরও এক কোটি এলপিজি সংযোগের কথা ঘোষণা করা হয়েছিল। এই এক কোটি অতিরিক্ত সংযোগের (উজ্জ্বলা 2.0-র অধীনে) লক্ষ্য, কোনওরকম আমানত ছাড়াই নিম্ন-আয়ের পরিবারগুলিকে এলপিজি সংযোগ দেওয়া, যারা যোজনার প্রথম পর্যায়ের আওতায় আসেনি । দ্বিতীয় সংস্করণে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ ছাড়াও একটি করে হটপ্লেট পাচ্ছেন দরিদ্র মহিলারা । সেইসঙ্গে প্রথম বারের এলপিজি সিলিন্ডারটিও বিনামূল্যে দেওয়া হবে । নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটিও সরল করা হয়েছে । সামান্য কয়েকটি নথিপত্র দেখিয়েই বিনামূল্যের রান্নার গ্যাস পাবেন দরিদ্রসীমার নিচে থাকা পরিবারের মহিলারা । পরিযায়ীদের ক্ষেত্রে রেশন কার্ড বা ঠিকানার প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই ৷

এইসব সুবিধা দিয়ে আজ উত্তরপ্রদেশে মাহোবা জেলা থেকে উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্ষেত্রে একটা বিষয় যে, উদ্বোধনের জায়গা হিসাবে উত্তরপ্রদেশকে কেন বেছে নিলেন মোদি ? উত্তরটাও স্পষ্ট ৷ সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ৷ সেটাকেই পাখির চোখ করে সরকার এবার ময়দানে নেমেছে ৷ সেখানে উন্নয়নে জোর দিচ্ছে ৷ তাই, রাজনৈতিক মহলের মতে, উজ্জ্বলা যোজনা গোটা দেশের জন্য হলেও নির্বাচনের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশকে বেছে নিয়েছেন মোদি ৷

নয়াদিল্লি, 10 অগস্ট : প্রতিশ্রুতি মতোই মতোই আজ উত্তরপ্রদেশের মাহোবা জেলায় উজ্জ্বলা যোজনা 2.0-র (Pradhan Mantri Ujjwala Yojana - PMUY) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মাহোবা জেলার মানুষদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি (LPG) সংযোগ তুলে দেওয়া হয় ৷ যদিও, গোটা দেশের মানুষ এই সুবিধা পাবেন ৷ আজকের অনুষ্ঠানে মাহোবা জেলার যোজনার সুবিধাকারীদের সঙ্গেও কথা বলেন ৷ উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি ৷ আর উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

গতকালই প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন, আজ উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণ উদ্বোধন করা হবে ৷ এর আগে পিএমও-র তরফেও তা জানানো হয়েছিল ৷ উজ্জ্বলা যোজনায় কত মানুষ উপকৃত হয়েছেন আরও কী কী সুবিধা পাচ্ছেন, সেই বিষয় উল্লেখ করে একটি টুইট করেন হরদীপ সিং পুরি ৷ টুইটে লেখেন, এলপিজি সংযোগে প্রায় আট কোটি ভারতীয় মহিলা উপকৃত হয়েছেন ৷ তাঁরা সুস্থ জীবন-যাপন করছেন ৷ এই উজ্জ্বলা যোজনা 2.0 প্রায় এক কোটি দরিদ্র পরিবারের জীবনে পরিবর্তন এনেছে ৷

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “উত্তরপ্রদেশে উজ্জ্বলা প্রকল্পের প্রথম সংস্করণের সুবিধা পেয়েছে প্রায় দেড় কোটি পরিবার ৷ করোনা পরিস্থিতিতে ছয় মাস প্রধানমন্ত্রী সবধরনের সুবিধা দেওয়ার সঙ্গে বিনামূল্যে সিলিন্ডার দিয়েছেন ৷”

উল্লেখ্য, 2016 সালে উজ্জ্বলা যোজনার সূচনা হয় ৷ লক্ষ্য ছিল, দরিদ্রসীমার নীচে থাকা পাঁচ কোটি মহিলাকে এই যোজনার আওতায় আনা হবে ৷ পরে 2018-তে প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতি-সহ আরও সাতটি বিভাগের মহিলাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেইসময় লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয় 8 কোটি ৷ সরকারের দাবি, নির্ধারিত সময়ের সাত মাস আগেই 2019 সালের অগস্টে এই যোজনার লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে ।

আরও পড়ুন, PM-KISAN : 9.75 কোটি কৃষককে কিষান সম্মাননিধি প্রকল্পে 19,500 কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী

2021-22 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে উজ্জ্বলা যোজনার অধীনে আরও এক কোটি এলপিজি সংযোগের কথা ঘোষণা করা হয়েছিল। এই এক কোটি অতিরিক্ত সংযোগের (উজ্জ্বলা 2.0-র অধীনে) লক্ষ্য, কোনওরকম আমানত ছাড়াই নিম্ন-আয়ের পরিবারগুলিকে এলপিজি সংযোগ দেওয়া, যারা যোজনার প্রথম পর্যায়ের আওতায় আসেনি । দ্বিতীয় সংস্করণে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ ছাড়াও একটি করে হটপ্লেট পাচ্ছেন দরিদ্র মহিলারা । সেইসঙ্গে প্রথম বারের এলপিজি সিলিন্ডারটিও বিনামূল্যে দেওয়া হবে । নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটিও সরল করা হয়েছে । সামান্য কয়েকটি নথিপত্র দেখিয়েই বিনামূল্যের রান্নার গ্যাস পাবেন দরিদ্রসীমার নিচে থাকা পরিবারের মহিলারা । পরিযায়ীদের ক্ষেত্রে রেশন কার্ড বা ঠিকানার প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই ৷

এইসব সুবিধা দিয়ে আজ উত্তরপ্রদেশে মাহোবা জেলা থেকে উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্ষেত্রে একটা বিষয় যে, উদ্বোধনের জায়গা হিসাবে উত্তরপ্রদেশকে কেন বেছে নিলেন মোদি ? উত্তরটাও স্পষ্ট ৷ সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ৷ সেটাকেই পাখির চোখ করে সরকার এবার ময়দানে নেমেছে ৷ সেখানে উন্নয়নে জোর দিচ্ছে ৷ তাই, রাজনৈতিক মহলের মতে, উজ্জ্বলা যোজনা গোটা দেশের জন্য হলেও নির্বাচনের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশকে বেছে নিয়েছেন মোদি ৷

Last Updated : Aug 10, 2021, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.