ETV Bharat / bharat

"তিনি দেশবাসীর অনুপ্রেরণা", আদবানিকে জন্মদিনের শুভেচ্ছা মোদির - প্রধানমন্ত্রী মোদি

আদবানিকে দলীয় কর্মী ও দেশবাসীর অনুপ্রেরণা বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদি ।

আদবানিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদি
pm modi lauds advani on his birthday
author img

By

Published : Nov 8, 2020, 11:53 AM IST

Updated : Nov 8, 2020, 12:10 PM IST

দিল্লি, 8 নভেম্বর : 93-এ পা দিলেন বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আদবানি । জন্মদিন উপলক্ষে তাঁকে টুইটারে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আদবানিকে প্রত্যেকের অনুপ্রেরণা বলে উল্লেখ করেন মোদি ।

টুইটারে নরেন্দ্র মোদি লেখেন, "BJP-কে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই লালকৃষ্ণ আদবানিজি-কে জন্মদিনের অনেক শুভেচ্ছা । আপনি কয়েক কোটি দলীয় কর্মীর পাশাপাশি দেশবাসীরও অনুপ্রেরণা । আমি আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি ।"

  • भाजपा को जन-जन तक पहुंचाने के साथ देश के विकास में अहम भूमिका निभाने वाले श्रद्धेय श्री लालकृष्ण आडवाणी जी को जन्मदिन की बहुत-बहुत बधाई। वे पार्टी के करोड़ों कार्यकर्ताओं के साथ ही देशवासियों के प्रत्यक्ष प्रेरणास्रोत हैं। मैं उनकी लंबी आयु और स्वस्थ जीवन की प्रार्थना करता हूं।

    — Narendra Modi (@narendramodi) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

BJP-র সভাপতি পদে সবথেকে বেশি সময় ছিলেন লালকৃষ্ণ আদবানি । 90-এর দশকে কেন্দ্রে BJP শাসিত সরকার গঠনের জন্য সবথেকে বেশি কৃতিত্ব তাঁকেই দেওয়া হয় ।

দিল্লি, 8 নভেম্বর : 93-এ পা দিলেন বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আদবানি । জন্মদিন উপলক্ষে তাঁকে টুইটারে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আদবানিকে প্রত্যেকের অনুপ্রেরণা বলে উল্লেখ করেন মোদি ।

টুইটারে নরেন্দ্র মোদি লেখেন, "BJP-কে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই লালকৃষ্ণ আদবানিজি-কে জন্মদিনের অনেক শুভেচ্ছা । আপনি কয়েক কোটি দলীয় কর্মীর পাশাপাশি দেশবাসীরও অনুপ্রেরণা । আমি আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি ।"

  • भाजपा को जन-जन तक पहुंचाने के साथ देश के विकास में अहम भूमिका निभाने वाले श्रद्धेय श्री लालकृष्ण आडवाणी जी को जन्मदिन की बहुत-बहुत बधाई। वे पार्टी के करोड़ों कार्यकर्ताओं के साथ ही देशवासियों के प्रत्यक्ष प्रेरणास्रोत हैं। मैं उनकी लंबी आयु और स्वस्थ जीवन की प्रार्थना करता हूं।

    — Narendra Modi (@narendramodi) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

BJP-র সভাপতি পদে সবথেকে বেশি সময় ছিলেন লালকৃষ্ণ আদবানি । 90-এর দশকে কেন্দ্রে BJP শাসিত সরকার গঠনের জন্য সবথেকে বেশি কৃতিত্ব তাঁকেই দেওয়া হয় ।

Last Updated : Nov 8, 2020, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.