ETV Bharat / bharat

PM Modi invites US President Biden: চব্বিশের গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাইডেনকে আমন্ত্রণ মোদির

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 8:18 PM IST

Updated : Sep 20, 2023, 10:57 PM IST

PM Narendra Modi invites US President Joe Biden: আগামী বছর গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার এই কথা জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি ৷

PM Modi invites US President Biden
PM Modi invites US President Biden

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: প্রতিবছর গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বিদেশের কোনও রাষ্ট্রপ্রধানকে ৷ আগামী বছর প্রথা মেনে ভারতের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ৷ বুধবার এই কথা জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি এই আমন্ত্রণ জানিয়েছেন ৷

চলতি মাসের শুরুতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় জি20 শীর্ষ সম্মেলন ৷ ওই সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সম্মেলনের মাঝে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয় ৷ সেই বৈঠকের সময়ই মোদি গণতন্ত্র দিবসে প্রধান অতিথি হওয়ার জন্য বাইডেনকে আমন্ত্রণ জানান ৷ এ দিন এমনটাই জানিয়েছেন এরিক গারসেট্টি ৷

ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার একটি চতুর্দেশীয় জোট রয়েছে ৷ ওই জোটের পোশাকি নাম কোয়াড ৷ সেই কোয়াডের পরবর্তী সম্মেলন আগামী বছর নয়াদিল্লিতে বসার কথা ৷ সেই সম্মেলন কি 26 জানুয়ারির আশপাশে হবে ? এই প্রশ্ন এদিন গারসেট্টির কাছে করা হয় ৷ তিনি এই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন ৷

উল্লেখ্য, আগামী গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারত কোয়াডের অন্য সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানাতে চায় বলে খবর ছড়ায় ৷ সেই নিয়েই প্রশ্ন করা হয় মার্কিন রাষ্ট্রদূতের কাছে ৷ তখনই তিনি মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন এরিক গারসেট্টি ৷

চলতি বছর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷ এর আগে 2021 ও 2022 সালে কোভিড অতিমারীর কারণে প্রধান অতিথি হিসেবে কাউকে গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ৷ তার আগে 2020 সালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জের বলসোনেরো ৷ 2019 সালে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা ৷ 2018 সালে উপস্থিত ছিলেন আসিয়ান গোষ্ঠীভুুক্ত 10টি দেশের নেতারা ৷

2017 সালে উপস্থিত ছিলেন আবু ধাবির ক্রাউন প্রিন্স ৷ 2016 সালে উপস্থিত ছিলেন তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ হলান্ডে ৷ এর আগের বছর 2015 সালে গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ ফলে আগামী বছর যদি জো বাইডেন উপস্থিত থাকেন, তাহলে মোদি জমানায় দু’টি গণতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্ট প্রধান অতিথি হবেন ৷

এছাড়া নেলসন ম্যান্ডেলা, ভ্লাদিমির পুতিনরাও উপস্থিত ছিলেন 26 জানুয়ারির অনুষ্ঠানে ৷

সংবাদসংস্থা- পিটিআই

আরও পড়ুন: বিজেপি ও মোদি নীতিগতভাবে নারীর ক্ষমতায়নের পক্ষে, লোকসভায় বললেন অমিত শাহ

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: প্রতিবছর গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বিদেশের কোনও রাষ্ট্রপ্রধানকে ৷ আগামী বছর প্রথা মেনে ভারতের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ৷ বুধবার এই কথা জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি এই আমন্ত্রণ জানিয়েছেন ৷

চলতি মাসের শুরুতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় জি20 শীর্ষ সম্মেলন ৷ ওই সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সম্মেলনের মাঝে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয় ৷ সেই বৈঠকের সময়ই মোদি গণতন্ত্র দিবসে প্রধান অতিথি হওয়ার জন্য বাইডেনকে আমন্ত্রণ জানান ৷ এ দিন এমনটাই জানিয়েছেন এরিক গারসেট্টি ৷

ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার একটি চতুর্দেশীয় জোট রয়েছে ৷ ওই জোটের পোশাকি নাম কোয়াড ৷ সেই কোয়াডের পরবর্তী সম্মেলন আগামী বছর নয়াদিল্লিতে বসার কথা ৷ সেই সম্মেলন কি 26 জানুয়ারির আশপাশে হবে ? এই প্রশ্ন এদিন গারসেট্টির কাছে করা হয় ৷ তিনি এই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন ৷

উল্লেখ্য, আগামী গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারত কোয়াডের অন্য সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানাতে চায় বলে খবর ছড়ায় ৷ সেই নিয়েই প্রশ্ন করা হয় মার্কিন রাষ্ট্রদূতের কাছে ৷ তখনই তিনি মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন এরিক গারসেট্টি ৷

চলতি বছর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷ এর আগে 2021 ও 2022 সালে কোভিড অতিমারীর কারণে প্রধান অতিথি হিসেবে কাউকে গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ৷ তার আগে 2020 সালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জের বলসোনেরো ৷ 2019 সালে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা ৷ 2018 সালে উপস্থিত ছিলেন আসিয়ান গোষ্ঠীভুুক্ত 10টি দেশের নেতারা ৷

2017 সালে উপস্থিত ছিলেন আবু ধাবির ক্রাউন প্রিন্স ৷ 2016 সালে উপস্থিত ছিলেন তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ হলান্ডে ৷ এর আগের বছর 2015 সালে গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ ফলে আগামী বছর যদি জো বাইডেন উপস্থিত থাকেন, তাহলে মোদি জমানায় দু’টি গণতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্ট প্রধান অতিথি হবেন ৷

এছাড়া নেলসন ম্যান্ডেলা, ভ্লাদিমির পুতিনরাও উপস্থিত ছিলেন 26 জানুয়ারির অনুষ্ঠানে ৷

সংবাদসংস্থা- পিটিআই

আরও পড়ুন: বিজেপি ও মোদি নীতিগতভাবে নারীর ক্ষমতায়নের পক্ষে, লোকসভায় বললেন অমিত শাহ

Last Updated : Sep 20, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.