ETV Bharat / bharat

Pradhanmantri Sangrahalaya: নেহরু মিউজিয়ামের নাম পাল্টে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের উদ্বোধন, মোদিকে কটাক্ষ কংগ্রেসের - নেহরু মিউজিয়ামের নাম পাল্টে প্রধানমন্ত্রী সংগ্রহালয়

নেহরু মিউজিয়ামের নাম পাল্টে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের (PM Modi inaugurates Pradhanmantri Sangrahalaya) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pradhanmantri Sangrahalaya) ৷

PM Modi inaugurates Pradhanmantri Sangrahalaya in Delhi, Congress unhappy
নেহরু মিউজিয়ামের নাম পাল্টে প্রধানমন্ত্রী সংগ্রহালয়, মোদির উদ্বোধনে কটাক্ষ কংগ্রেসের
author img

By

Published : Apr 14, 2022, 5:00 PM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল: ভারতের অধিকাংশ প্রধানমন্ত্রীই খুব নম্র পরিবার থেকে এসেছেন ৷ এটা দেশবাসীর কাছে খুবই গর্বের ৷ দেশের 14 জন প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে রাজধানীতে তৈরি মিউজিয়ামের উদ্বোধনের পর একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pradhanmantri Sangrahalaya)৷ তবে নয়া এই সংগ্রহশালার উদ্বোধনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস (Congress unhappy with Pradhanmantri Sangrahalaya) ৷ তাদের দাবি, দেশের প্রথম প্রধানমন্ত্রীর উত্তরাধিকারকে দুর্বল করার চেষ্টা করছেন মোদি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তিন মূর্তি ভবনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সংগ্রহালয় (PM Modi inaugurates Pradhanmantri Sangrahalaya) ৷ সেখানে সব প্রাক্তন প্রধানমন্ত্রীদের জীবন ও অবদান তুলে ধরা হয়েছে ৷ এই তিন মূর্তি ভবনেই ছিল নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি ৷ সেটিরই নাম বদলে হল প্রধানমন্ত্রী সংগ্রহালয় ৷ কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত ইটিভি ভারতকে এ বিষয়ে বলেছেন, "সমস্যাটি হল ওরা নেহরুর উত্তরাধিকারকে নামিয়ে আনতে চায় ৷ নেহরু একজন বিরাট ব্যক্তিত্ব ছিলেন বলে ওরা তাঁকে ভয় পায় ৷" তিনি আরও বলেছেন, "একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিষয়ে কী তুলে ধরা হবে সে বিষয়ে সরকার কে সিদ্ধান্ত নেওয়ার ৷ এই সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির উত্তরাধিকারও বোঝে না ৷"

আরও পড়ুন: Lata Deenanath Mangeshkar Award : দেশের জন্য নিঃস্বার্থ অবদান ! প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন মোদি

দিল্লির তিন বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপের দাবি, তিন মূর্তি ভবন এতদিন পর্যন্ত পর্যটনস্থল হিসেবেই পরিচিত ছিল ৷ এই জায়গায় যাতে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানা যায়, তা নিশ্চিত করা উচিত সরকারের ৷

এ দিন এই সংগ্রহশালার উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "দেশের সব প্রধানমন্ত্রীই কঠিন নানা চ্যালেঞ্জকে পেরিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন ৷ আমার বিশ্বাস, এই প্রধানমন্ত্রী সংগ্রহালয় ভবিষ্যতের শক্তির আধার হয়ে উঠবে ৷"

নয়াদিল্লি, 14 এপ্রিল: ভারতের অধিকাংশ প্রধানমন্ত্রীই খুব নম্র পরিবার থেকে এসেছেন ৷ এটা দেশবাসীর কাছে খুবই গর্বের ৷ দেশের 14 জন প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে রাজধানীতে তৈরি মিউজিয়ামের উদ্বোধনের পর একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pradhanmantri Sangrahalaya)৷ তবে নয়া এই সংগ্রহশালার উদ্বোধনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস (Congress unhappy with Pradhanmantri Sangrahalaya) ৷ তাদের দাবি, দেশের প্রথম প্রধানমন্ত্রীর উত্তরাধিকারকে দুর্বল করার চেষ্টা করছেন মোদি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তিন মূর্তি ভবনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সংগ্রহালয় (PM Modi inaugurates Pradhanmantri Sangrahalaya) ৷ সেখানে সব প্রাক্তন প্রধানমন্ত্রীদের জীবন ও অবদান তুলে ধরা হয়েছে ৷ এই তিন মূর্তি ভবনেই ছিল নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি ৷ সেটিরই নাম বদলে হল প্রধানমন্ত্রী সংগ্রহালয় ৷ কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত ইটিভি ভারতকে এ বিষয়ে বলেছেন, "সমস্যাটি হল ওরা নেহরুর উত্তরাধিকারকে নামিয়ে আনতে চায় ৷ নেহরু একজন বিরাট ব্যক্তিত্ব ছিলেন বলে ওরা তাঁকে ভয় পায় ৷" তিনি আরও বলেছেন, "একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিষয়ে কী তুলে ধরা হবে সে বিষয়ে সরকার কে সিদ্ধান্ত নেওয়ার ৷ এই সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির উত্তরাধিকারও বোঝে না ৷"

আরও পড়ুন: Lata Deenanath Mangeshkar Award : দেশের জন্য নিঃস্বার্থ অবদান ! প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন মোদি

দিল্লির তিন বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপের দাবি, তিন মূর্তি ভবন এতদিন পর্যন্ত পর্যটনস্থল হিসেবেই পরিচিত ছিল ৷ এই জায়গায় যাতে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানা যায়, তা নিশ্চিত করা উচিত সরকারের ৷

এ দিন এই সংগ্রহশালার উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "দেশের সব প্রধানমন্ত্রীই কঠিন নানা চ্যালেঞ্জকে পেরিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন ৷ আমার বিশ্বাস, এই প্রধানমন্ত্রী সংগ্রহালয় ভবিষ্যতের শক্তির আধার হয়ে উঠবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.