ETV Bharat / bharat

Bharat Drone Mahotsav 2022 : উন্নয়নমূলক কাজের খবর এনে দেয় ড্রোন, উৎসবের উদ্বোধনে জানালেন মোদি

আজ দেশে সবচেয়ে বড় ড্রোন মহোৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এখানে দেশ-বিদেশ থেকে বহু এবং বিভিন্ন স্তরের মানুষ এসেছেন ৷ চলছে ড্রোন প্রদর্শনী ৷ ড্রোন কীভাবে চুপি চুপি সবকিছু জানিয়ে দিতে পারে, তাও জানালেন প্রধানমন্ত্রী (Bharat Drone Mahotsav 2022) ৷

Drone Mahotsav 2022
ড্রোন মহোৎসব
author img

By

Published : May 27, 2022, 1:55 PM IST

নয়াদিল্লি, 27 মে : চাকরির ক্ষেত্রে ভারতে ড্রোন প্রযুক্তিতে নতুন একটা সেক্টর হয়ে উঠছে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ নয়াদিল্লির প্রগতি ময়দানে ড্রোন মহোৎসবের উদ্বোধন করে তিনি বললেন, "দেশে ড্রোন প্রযুক্তি নিয়ে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তা দারুণ ৷" দু'দিনের এই ড্রোন উৎসব চলবে আগামিকাল 28 মে পর্যন্ত ৷ সরকারি আধিকারিক থেকে শুরু করে বিদেশি কূটনীতিক, সশস্ত্র বাহিনী, কেন্দ্রের সশস্ত্র পুলিশ বাহিনী, পিএসইউ, প্রাইভেট কোম্পানি এবং ড্রোন স্টার্টআপের 1 হাজার 600-রও বেশি প্রতিনিধি এতে অংশ নিয়েছেন ৷ 70-এরও বেশি সংখ্যক প্রদর্শক বিভিন্ন ধরনের ড্রোন নিয়ে হাজির হয়েছেন এই উৎসবে (PM Modi inaugurates Drone Festival in Pragati Maidan New Delhi) ৷

শুক্রবার ড্রোন মহোৎসবের সূচনায় প্রধানমন্ত্রী 150টি রিমোট চালিত পাইলট সার্টিফিকেট দেন ৷ তিনি জানান, সরকারি প্রকল্পে শেষ মাইল পর্যন্ত সামগ্রী পাঠানো নিশ্চিত করেছে ড্রোন প্রযুক্তি ৷ প্রতিরক্ষা এবং বিপর্যয় মোকাবিলায় ড্রোনের ব্যবহার আরও বাড়বে ৷

সরকারের উন্নয়নমূলক কাজগুলির অবস্থা কেমন, তা দেখতে ড্রোন ব্যবহার করা হয় ৷ একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "প্রতি মাসে আমি সরকারি আধিকারিকদের সঙ্গে প্রগতি বৈঠক করি ৷ ড্রোনের সাহায্যে দেশের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখতে পারি ৷"

আরও পড়ুন : Drone Near Petrapole Border : পেট্রাপোল সীমান্তে উদ্ধার চিনা ড্রোন, এলাকায় চাঞ্চল্য

শুধু তাই নয়, এই কাজটা প্রধানমন্ত্রী মোদি চুপি চুপি করেন ৷ তিনি বললেন, "সরকারি কাজকর্মের মান কীরকম, তা দেখতে হলে আগে থাকতে জানানোর প্রয়োজন নেই যে, আমি অমুক জায়গা ঘুরে দেখতে যাব ৷ তাহলে তো সব ঠিকঠাক হয়ে যাবে ৷ আমি ড্রোন পাঠিয়ে দেব ৷ সেই সব খবর নিয়ে আসবে ৷ আর সরকারি আধিকারিকরা জানতেও পারবেন না যে আমি সব জেনে গিয়েছি ৷"

  • "I conduct surprise inspections of development work across the country with the help of drones," says PM Modi at 2-day Bharat Drone Mahotsav 2022 in Delhi pic.twitter.com/lluVcO2SQx

    — ANI (@ANI) May 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস জমানার ইউপিএ সরকারের নামোল্লেখ না-করে তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "এর আগে সরকারের জমানায় প্রযুক্তিকে একটা সমস্যা হিসেবে দেখা হত এবং প্রযুক্তিকে গরিব-বিরোধী করে তোলা হয়েছিল ৷ 2014-র আগে প্রযুক্তির ব্যবহারে একটা শ্রেণিগত পার্থক্যের পরিবেশ তৈরি হয়েছিল ৷ গরিব, বঞ্চিত, মধ্যবিত্ত শ্রেণি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে ৷"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসামিরক বিমান মন্ত্রকের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তাঁর ভবিষ্যদ্বাণী, 2026-এ ড্রোন শিল্প 15 হাজার কোটি টাকার টার্নওভার দেবে ৷ বর্তমানে দেশে 270টি ড্রোন স্টার্টআপ আছে ভারতে ৷

নয়াদিল্লি, 27 মে : চাকরির ক্ষেত্রে ভারতে ড্রোন প্রযুক্তিতে নতুন একটা সেক্টর হয়ে উঠছে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ নয়াদিল্লির প্রগতি ময়দানে ড্রোন মহোৎসবের উদ্বোধন করে তিনি বললেন, "দেশে ড্রোন প্রযুক্তি নিয়ে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তা দারুণ ৷" দু'দিনের এই ড্রোন উৎসব চলবে আগামিকাল 28 মে পর্যন্ত ৷ সরকারি আধিকারিক থেকে শুরু করে বিদেশি কূটনীতিক, সশস্ত্র বাহিনী, কেন্দ্রের সশস্ত্র পুলিশ বাহিনী, পিএসইউ, প্রাইভেট কোম্পানি এবং ড্রোন স্টার্টআপের 1 হাজার 600-রও বেশি প্রতিনিধি এতে অংশ নিয়েছেন ৷ 70-এরও বেশি সংখ্যক প্রদর্শক বিভিন্ন ধরনের ড্রোন নিয়ে হাজির হয়েছেন এই উৎসবে (PM Modi inaugurates Drone Festival in Pragati Maidan New Delhi) ৷

শুক্রবার ড্রোন মহোৎসবের সূচনায় প্রধানমন্ত্রী 150টি রিমোট চালিত পাইলট সার্টিফিকেট দেন ৷ তিনি জানান, সরকারি প্রকল্পে শেষ মাইল পর্যন্ত সামগ্রী পাঠানো নিশ্চিত করেছে ড্রোন প্রযুক্তি ৷ প্রতিরক্ষা এবং বিপর্যয় মোকাবিলায় ড্রোনের ব্যবহার আরও বাড়বে ৷

সরকারের উন্নয়নমূলক কাজগুলির অবস্থা কেমন, তা দেখতে ড্রোন ব্যবহার করা হয় ৷ একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "প্রতি মাসে আমি সরকারি আধিকারিকদের সঙ্গে প্রগতি বৈঠক করি ৷ ড্রোনের সাহায্যে দেশের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখতে পারি ৷"

আরও পড়ুন : Drone Near Petrapole Border : পেট্রাপোল সীমান্তে উদ্ধার চিনা ড্রোন, এলাকায় চাঞ্চল্য

শুধু তাই নয়, এই কাজটা প্রধানমন্ত্রী মোদি চুপি চুপি করেন ৷ তিনি বললেন, "সরকারি কাজকর্মের মান কীরকম, তা দেখতে হলে আগে থাকতে জানানোর প্রয়োজন নেই যে, আমি অমুক জায়গা ঘুরে দেখতে যাব ৷ তাহলে তো সব ঠিকঠাক হয়ে যাবে ৷ আমি ড্রোন পাঠিয়ে দেব ৷ সেই সব খবর নিয়ে আসবে ৷ আর সরকারি আধিকারিকরা জানতেও পারবেন না যে আমি সব জেনে গিয়েছি ৷"

  • "I conduct surprise inspections of development work across the country with the help of drones," says PM Modi at 2-day Bharat Drone Mahotsav 2022 in Delhi pic.twitter.com/lluVcO2SQx

    — ANI (@ANI) May 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস জমানার ইউপিএ সরকারের নামোল্লেখ না-করে তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "এর আগে সরকারের জমানায় প্রযুক্তিকে একটা সমস্যা হিসেবে দেখা হত এবং প্রযুক্তিকে গরিব-বিরোধী করে তোলা হয়েছিল ৷ 2014-র আগে প্রযুক্তির ব্যবহারে একটা শ্রেণিগত পার্থক্যের পরিবেশ তৈরি হয়েছিল ৷ গরিব, বঞ্চিত, মধ্যবিত্ত শ্রেণি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে ৷"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসামিরক বিমান মন্ত্রকের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তাঁর ভবিষ্যদ্বাণী, 2026-এ ড্রোন শিল্প 15 হাজার কোটি টাকার টার্নওভার দেবে ৷ বর্তমানে দেশে 270টি ড্রোন স্টার্টআপ আছে ভারতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.