নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: ভারত গরিব, পিছিয়ে পড়া শ্রেণি ও বঞ্চিত মানুষদের প্রাধান্য দিয়ে তাঁদের উন্নয়নের নীতি নিয়ে চলছে ৷ দেশের উন্নয়নের এই নীতিতে কোনও ভেদাভেদ নেই ৷ রবিবার আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর 200তম জন্মবার্ষিকী পালন উৎসবের সূচনা করে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন এই অনুষ্ঠানের বিশেষ লোগোরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi) ৷
নরেন্দ্র মোদি এদিন বলেন,"ভারতের ঐতিহ্য হল আত্মসম্মান, দেশ এই ঐতিহ্য নিয়ে গর্বিত ৷ আধুনিকতার পাশাপাশি ভারত তার পরম্পরাকেও আরও মজবুত করতে চায় ৷" প্রধানমন্ত্রী রবিবার দাবি করেছেন, পরিবেশ রক্ষায় ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে ৷ ভারত এবছর জি-20 গোষ্ঠীর সভাপতিত্বের ও এই সম্মেলন আয়োজনের যে সুযোগ পেয়েছে তাকে তাকেও গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন: সিপিএম-কংগ্রেস-মোথা 'ট্রিপল ট্রাবল' ! ত্রিপুরায় শাহি ভাষণে 'নেই' তৃণমূল
দেশের আর্থিক উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন জানান, দেশ ঐতিহ্য ও উন্নয়নের পথে চলছে ৷ তাঁর কথায়, যখন তিনি কর্তব্যপথের কথা বলেন তখন অনেকে ভাবেন তিনি অধিকারের কথা না-বলে দায়িত্বের কথা স্মরণ করাচ্ছেন, যা ঠিক নয় ৷ মোদির দাবি, "যদি একুশ শতকে দাঁড়িয়ে আমাকে এইসব শুনতে হয়, তাহলে আজ থেকে 150 বছর আগে দয়ানন্দ সরস্বতীকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা অনুমেয় ৷"
ভারতীয় জনজীবনে আজও কীভাবে দয়ানন্দ সরস্বতী (Dayanand Saraswati) এক আদর্শ ও অনুপ্রেরণা হিসেবে কাজ করেন তা বোঝাতে গিয়ে নরেন্দ্র মোদি এদিন বলেন, "দয়ানন্দ সরস্বতী যে পথ দেখিয়েছিলেন তা কোটি কোটি ভারতবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে ৷" এদিন অনুষ্ঠানকে ঐতিহাসিক ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ দয়ানন্দ সরস্বতী যে মহিলা ক্ষমতায়ন, ভেদাভেদ ও সামাজিক অস্পৃশ্যতার বিরুদ্ধে কথা বলতেন; এদিন তাও মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি ৷