নয়াদিল্লি, 24 অক্টোবর: আজ কার্গিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ তিনি সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন ৷ 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রত্যেকবছর কোনও না কোনও সেনা ক্যাম্পে গিয়ে তাদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেন মোদি (PM to celebrate Diwali with soldiers) ৷ এবারেও তার অন্যথা হল না ৷
রবিবার রাম জন্মভূমিতে দীপাবলির উৎসবে অংশ নেন প্রধানমন্ত্রী ৷ অযোধ্যার গিয়ে রাম লালার পুজো করেন মোদি । এরপর আজ সকালে টুইটারে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি (PM Modi Greets the Nation) । সকালে টুইটরে মোদি লেখেন, "এই আলোর উৎসব আমাদের সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক, এই কামনা করি ৷"
আরও পড়ুন: দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দীপাবলির দিন বিভিন্নধরনের কর্মসূচিতে অংশ নেন মোদি ৷ বিগত কয়েকবছর ধরে দীপাবলিতে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে সময় কাটান তিনি ৷ সারা বছর ঝড়, জল, বৃষ্টিতে সীমান্তে যারা দেশকে রক্ষা করে তাদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নেন প্রধানমন্ত্রী ৷ এবারও সেই মতো কার্গিলে গেলেন প্রধানমন্ত্রী ।