ETV Bharat / bharat

করোনা মোকাবিলা, টিকাকরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক মোদির - কোভিড-19

এই সপ্তাহের গোড়ায় দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি সামলানো নিয়ে দেশের গুরুত্বপূর্ণ বারোটি দল একসঙ্গে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ মোটকথা, দেশের এই ভয়াবহ প্যানডেমিক সামলানো নিয়ে কড়া সমালোচনার মুখে মোদি ৷ এর পর আজ উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
author img

By

Published : May 15, 2021, 1:14 PM IST

নিউ দিল্লি, 15 মে : দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ভয়াবহ সংক্রমণ সামালানো নিয়ে প্রায় সব বিরোধী দলের প্রবল সমালোচনার মুখে শুক্রবার তিনি বলেন, "একশো বছরের মধ্যে এই প্যানডেমিক সবচেয়ে ভয়াবহ ৷ বিশ্বকে প্রতিটি পদক্ষেপে এর পরীক্ষা দিতে হচ্ছে ৷ একটা অদৃশ্য শত্রুর মুখোমুখি হয়েছি আমরা ৷"

ভার্চুয়াল একটি অনুষ্ঠানে তিনি জানান যে দেশের প্রতিটি নাগরিক যে যন্ত্রণা পাচ্ছেন, তিনি তা সমান ভাবে অনুভব করেন ৷ মঙ্গলবার আর বৃহস্পতিবারও তিনি সবচেয়ে খারাপ অবস্থায় থাকা জেলাগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷

গত তিন সপ্তাহ ধরে প্রতিদিনই কোভিড সংক্রমণের সংখ্যা তিন লক্ষের ঘরে রয়েছে ৷ স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় 3.24 লক্ষ মানুষ সংক্রামিত হয়েছেন ৷ আর এই দ্রুত বাড়তে থাকা সংক্রমণের সঙ্গে অক্সিজেনের অভাবের ফলে বহু রোগীর মৃত্যু হচ্ছে প্রায় রোজই ৷ হাসাপাতালে বেড আছে কি না, দরকারি ওষুধ কোথায় পাওয়া যাবে, এই খোঁজের খবরে ইদানীং ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ৷

আরো পড়ুন : শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় টাউকতে, 5 রাজ্যে প্রস্তুত 53 এনডিআরএফ টিম

এমনিক বিশেষজ্ঞরা দ্রুত ভ্যাকসিন নেওয়ার কথা জানালেও, বহু রাজ্যই ভ্যাকসিন না-থাকার বোর্ড ঝুলিয়ে দিয়েছে ইতিমধ্যে ৷ বৃহস্পতিবার সরকারের তরফে জানানো হয় যে, এই বছরের শেষে 200 কোটি কোভিড ডোজ পাওয়া যাবে ৷

এ বিষয়ে শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, "এখনো পর্যন্ত, প্রায় 18 কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ সরকারি হাসাপাতালে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাই যখন আপনার সময় আসবে, দয়া করে নিয়ে নেবেন ৷"

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে সরকার এখুনি ব্যবস্থা নিক, এই মর্মে চলতি সপ্তাহের গোড়ায় দেশের গুরুত্বপূর্ণ বারোটি বিরোধী দল একসঙ্গে চিঠি লেখে মোদিকে ৷

চিঠিতে তারা লেখে, "এই সময় কেন্দ্রীয় সরকারের কী কী আবশ্যিক পদক্ষেপ করা উচিত, সে বিষয়ে অতীতে আমরা বারে বারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, একাকী আর একসঙ্গেও ৷ দুর্ভাগ্যবশত আপনার সরকার সেই পরামর্শগুলি হয় অবহেলা করেছে নতুবা প্রত্যাখ্যান করেছে ৷ যার প্রভাবে মানুষের জীবন এত মারাত্মক হয়ে গিয়েছে ৷"

নিউ দিল্লি, 15 মে : দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ভয়াবহ সংক্রমণ সামালানো নিয়ে প্রায় সব বিরোধী দলের প্রবল সমালোচনার মুখে শুক্রবার তিনি বলেন, "একশো বছরের মধ্যে এই প্যানডেমিক সবচেয়ে ভয়াবহ ৷ বিশ্বকে প্রতিটি পদক্ষেপে এর পরীক্ষা দিতে হচ্ছে ৷ একটা অদৃশ্য শত্রুর মুখোমুখি হয়েছি আমরা ৷"

ভার্চুয়াল একটি অনুষ্ঠানে তিনি জানান যে দেশের প্রতিটি নাগরিক যে যন্ত্রণা পাচ্ছেন, তিনি তা সমান ভাবে অনুভব করেন ৷ মঙ্গলবার আর বৃহস্পতিবারও তিনি সবচেয়ে খারাপ অবস্থায় থাকা জেলাগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷

গত তিন সপ্তাহ ধরে প্রতিদিনই কোভিড সংক্রমণের সংখ্যা তিন লক্ষের ঘরে রয়েছে ৷ স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় 3.24 লক্ষ মানুষ সংক্রামিত হয়েছেন ৷ আর এই দ্রুত বাড়তে থাকা সংক্রমণের সঙ্গে অক্সিজেনের অভাবের ফলে বহু রোগীর মৃত্যু হচ্ছে প্রায় রোজই ৷ হাসাপাতালে বেড আছে কি না, দরকারি ওষুধ কোথায় পাওয়া যাবে, এই খোঁজের খবরে ইদানীং ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ৷

আরো পড়ুন : শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় টাউকতে, 5 রাজ্যে প্রস্তুত 53 এনডিআরএফ টিম

এমনিক বিশেষজ্ঞরা দ্রুত ভ্যাকসিন নেওয়ার কথা জানালেও, বহু রাজ্যই ভ্যাকসিন না-থাকার বোর্ড ঝুলিয়ে দিয়েছে ইতিমধ্যে ৷ বৃহস্পতিবার সরকারের তরফে জানানো হয় যে, এই বছরের শেষে 200 কোটি কোভিড ডোজ পাওয়া যাবে ৷

এ বিষয়ে শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, "এখনো পর্যন্ত, প্রায় 18 কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ সরকারি হাসাপাতালে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাই যখন আপনার সময় আসবে, দয়া করে নিয়ে নেবেন ৷"

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে সরকার এখুনি ব্যবস্থা নিক, এই মর্মে চলতি সপ্তাহের গোড়ায় দেশের গুরুত্বপূর্ণ বারোটি বিরোধী দল একসঙ্গে চিঠি লেখে মোদিকে ৷

চিঠিতে তারা লেখে, "এই সময় কেন্দ্রীয় সরকারের কী কী আবশ্যিক পদক্ষেপ করা উচিত, সে বিষয়ে অতীতে আমরা বারে বারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, একাকী আর একসঙ্গেও ৷ দুর্ভাগ্যবশত আপনার সরকার সেই পরামর্শগুলি হয় অবহেলা করেছে নতুবা প্রত্যাখ্যান করেছে ৷ যার প্রভাবে মানুষের জীবন এত মারাত্মক হয়ে গিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.