ETV Bharat / bharat

22 তারিখ সোশাল মিডিয়ায় হ্যাশট্যাগ 'রামভজন'! মন কি বাতে বার্তা মোদির

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 4:40 PM IST

PM Modi Mann Ki Baat: রেডিও সম্প্রচার 'মন কি বাত'-এর 108 তম পর্বে দেশবাসীকে সম্বোধন করে প্রধানমন্ত্রী মোদি জানান, অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতাকে সামনে রেখে দেশ জুড়ে উত্তেজনা এবং উৎসাহের অন্ত নেই ৷ দেশের নাগরিকদের রাম কেন্দ্রীক যাবতীয় গান, কবিতা এবং শিল্পকর্মগুলিকে একত্রিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: বছরের শেষ 'মন কি বাত'-এও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় উঠে এল রাম মন্দিরের কথা ৷ রবিবার আগামী বছর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে ঘিরে চারপাশে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া এবং প্রত্যাশার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে, দেশের নাগরিকদের রাম কেন্দ্রীক যাবতীয় গান, কবিতা এবং শিল্পকর্মগুলিকে একত্রিত করার আহ্বানও জানিয়েছেন তিনি। 22 জানুয়ারি পবিত্রতার সঙ্গে নিজেদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে 'রামভজন' হ্যাশট্যাগ দিয়ে সেগুলি পোস্ট করার অনুরোধও করেছেন প্রধানমন্ত্রী ৷

এদিন রেডিও সম্প্রচার 'মন কি বাত'-এর 108 তম পর্বে দেশবাসীকে সম্বোধন করে প্রধানমন্ত্রী মোদি জানান, অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতাকে সামনে রেখে দেশ জুড়ে উত্তেজনা এবং উৎসাহের অন্ত নেই ৷ প্রধানমন্ত্রী বলেন, "মানুষ রাম মন্দির উদ্বোধন নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করার জন্য বিভিন্ন চ্যানেল বা আউটলেটে যাচ্ছেন ৷ আপনারা নিশ্চয়ই দেখেছেন, গত কয়েকদিন ধরে, শ্রীরামের থিম এবং অযোধ্যা নিয়ে বেশ কয়েকটি 'ভজন' (ভক্তিমূলক গান) রচিত হয়েছে। অনেক লোক পবিত্র এই অনুষ্ঠানকে ঘিরে শ্লোক রচনা করছেন ৷ অভিজ্ঞ এবং সুপরিচিত শিল্পী, উদীয়মান কবি এবং গীতিকাররা 'ভজন' নিয়ে আসছেন ৷"

সেই সঙ্গে প্রধানমন্ত্রী যোগ করেছেন, "আমি আমার সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এই (ভক্তিমূলক) গানগুলি কিছু শেয়ার করেছি। মনে হচ্ছে শিল্পের জগত এই ঐতিহাসিক মুহূর্তটিকে ঘিরে সাধারণ উৎসব পরিবেশকে তার নিজস্ব, অনন্য শৈলীতে যুক্ত করছে ৷" তিনি কবিতা, গদ্য এবং অন্যান্য সৃজনশীল উপাদানগুলিকেও 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে সামনে আনার অনুরোধ করেছেন ৷

প্রধানমন্ত্রী মোদি শ্রোতাদের অনুরোধ করে বলেন, "আমি আমার সমস্ত শ্রোতাদের অনুরোধ করছি, 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে ঘিরে সমস্ত সৃষ্টি এবং শৈল্পিক অভিব্যক্তিকে একত্রিত করা এবং সেগুলিকে রাম সংক্রান্ত হ্যাশট্যাগ দিয়ে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করুন ৷" তাঁর কথায়, "আমি আপনাদের সকলকে 'শ্রীরামভজন' হ্যাশট্যাগ দিয়ে আপনার সৃষ্টিগুলি সোশাল মিডিয়ায় শেয়ার করার অনুরোধ করছি। অনুভূতি এবং ভক্তির এই আত্তীকরণ একটি আধ্যাত্মিক তরঙ্গ স্থাপন করবে এবং ভগবান রামের উপাসনা চারপাশের পরিবেশকে আরও মহিমান্বিত করবে ৷"

অন্যদিকে, রাম মন্দির উদ্বোধনের মেগা ইভেন্টের জন্য অযোধ্য়ায় পুরোদমে প্রস্তুতি চলছে ৷ মন্দির ট্রাস্টের মতে, 16 জানুয়ারি থেকে শুরু হওয়া সাত দিন ধরে ধর্মীয় অনুষ্ঠান চলবে। 22 জানুয়ারি দুপুর থেকে 12.45 মিনিটের মধ্যে গর্ভগৃহে ভগবান রামের মূর্তিকে সিংহাসনে অধিষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: বছরের শেষ 'মন কি বাত'-এও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় উঠে এল রাম মন্দিরের কথা ৷ রবিবার আগামী বছর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে ঘিরে চারপাশে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া এবং প্রত্যাশার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে, দেশের নাগরিকদের রাম কেন্দ্রীক যাবতীয় গান, কবিতা এবং শিল্পকর্মগুলিকে একত্রিত করার আহ্বানও জানিয়েছেন তিনি। 22 জানুয়ারি পবিত্রতার সঙ্গে নিজেদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে 'রামভজন' হ্যাশট্যাগ দিয়ে সেগুলি পোস্ট করার অনুরোধও করেছেন প্রধানমন্ত্রী ৷

এদিন রেডিও সম্প্রচার 'মন কি বাত'-এর 108 তম পর্বে দেশবাসীকে সম্বোধন করে প্রধানমন্ত্রী মোদি জানান, অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতাকে সামনে রেখে দেশ জুড়ে উত্তেজনা এবং উৎসাহের অন্ত নেই ৷ প্রধানমন্ত্রী বলেন, "মানুষ রাম মন্দির উদ্বোধন নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করার জন্য বিভিন্ন চ্যানেল বা আউটলেটে যাচ্ছেন ৷ আপনারা নিশ্চয়ই দেখেছেন, গত কয়েকদিন ধরে, শ্রীরামের থিম এবং অযোধ্যা নিয়ে বেশ কয়েকটি 'ভজন' (ভক্তিমূলক গান) রচিত হয়েছে। অনেক লোক পবিত্র এই অনুষ্ঠানকে ঘিরে শ্লোক রচনা করছেন ৷ অভিজ্ঞ এবং সুপরিচিত শিল্পী, উদীয়মান কবি এবং গীতিকাররা 'ভজন' নিয়ে আসছেন ৷"

সেই সঙ্গে প্রধানমন্ত্রী যোগ করেছেন, "আমি আমার সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এই (ভক্তিমূলক) গানগুলি কিছু শেয়ার করেছি। মনে হচ্ছে শিল্পের জগত এই ঐতিহাসিক মুহূর্তটিকে ঘিরে সাধারণ উৎসব পরিবেশকে তার নিজস্ব, অনন্য শৈলীতে যুক্ত করছে ৷" তিনি কবিতা, গদ্য এবং অন্যান্য সৃজনশীল উপাদানগুলিকেও 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে সামনে আনার অনুরোধ করেছেন ৷

প্রধানমন্ত্রী মোদি শ্রোতাদের অনুরোধ করে বলেন, "আমি আমার সমস্ত শ্রোতাদের অনুরোধ করছি, 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে ঘিরে সমস্ত সৃষ্টি এবং শৈল্পিক অভিব্যক্তিকে একত্রিত করা এবং সেগুলিকে রাম সংক্রান্ত হ্যাশট্যাগ দিয়ে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করুন ৷" তাঁর কথায়, "আমি আপনাদের সকলকে 'শ্রীরামভজন' হ্যাশট্যাগ দিয়ে আপনার সৃষ্টিগুলি সোশাল মিডিয়ায় শেয়ার করার অনুরোধ করছি। অনুভূতি এবং ভক্তির এই আত্তীকরণ একটি আধ্যাত্মিক তরঙ্গ স্থাপন করবে এবং ভগবান রামের উপাসনা চারপাশের পরিবেশকে আরও মহিমান্বিত করবে ৷"

অন্যদিকে, রাম মন্দির উদ্বোধনের মেগা ইভেন্টের জন্য অযোধ্য়ায় পুরোদমে প্রস্তুতি চলছে ৷ মন্দির ট্রাস্টের মতে, 16 জানুয়ারি থেকে শুরু হওয়া সাত দিন ধরে ধর্মীয় অনুষ্ঠান চলবে। 22 জানুয়ারি দুপুর থেকে 12.45 মিনিটের মধ্যে গর্ভগৃহে ভগবান রামের মূর্তিকে সিংহাসনে অধিষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

'নাতু নাতু' থেকে 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স'-'মন কি বাত' অনুষ্ঠানে অস্কারজয়ীদের নিয়ে গর্বিত প্রধানমন্ত্রী

অযোধ্যা সফরের মাঝেই হঠাৎ বস্তিতে প্রধানমন্ত্রীর কনভয়, চা চাইলেন মোদি !

22 জানুয়ারি ঘরে ঘরে 'রাম জ্যোতি' জ্বালিয়ে দীপাবলি পালনের ডাক মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.