ETV Bharat / bharat

200 crore Covid vaccine doses: কোভিড টিকাদানে 200 কোটি ডোজের লক্ষ্যমাত্রা পেরলো দেশ, উচ্ছ্বসিত মোদি

author img

By

Published : Jul 17, 2022, 2:08 PM IST

কোভিড টিকাদানের 200 কোটি ডোজের লক্ষ্যমাত্রা পেরলো দেশ (200 crore Covid vaccine doses)৷ এই মাইলফলক ছোঁয়ার পরই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi hails India for crossing 200 crore Covid vaccine doses)৷ তিনি দেশবাসীকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন (Corona in India)৷

PM Modi hails India for crossing 200 crore Covid vaccine doses
কোভিড টিকাদানের 200 কোটি ডোজের লক্ষ্যমাত্রা পেরলো দেশ, উচ্ছ্বসিত মোদি

নয়াদিল্লি, 17 জুলাই: দেশে মোট কোভিড টিকাকরণের ডোজের সংখ্যা 200 কোটি ছাড়িয়ে গেল (200 crore Covid vaccine doses) ৷ কোভিড টিকাকরণ শুরু হওয়ার পর এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে সময় লাগল 18 মাস ৷ দেশে প্রথম কোভিড টিকাকরণ হয়েছিল 2021 সালের 16 জানুয়ারি ৷ টিকাকরণে এই মাইলফলক ছুঁয়ে ফেলার পর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi hails India for crossing 200 crore Covid vaccine doses)৷ এর ফলে কোভিড 19-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই আরও দৃঢ় হলে মত তাঁর ৷

আজ দেশের করোনা টিকাকরণের মোট সংখ্যা 200 কোটি পেরিয়ে যাওয়ার সুখবর দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Corona in India)৷ তিনি টুইটে জানান, "দেশবাসীকে অভিনন্দন ৷ সবার প্রচেষ্টায় আজ দেশে 200 কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পেরনো গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এই ইতিহাস সৃষ্টি করেছে ৷ এই অসাধারণ কৃতিত্ব ইতিহাসে লেখা থাকবে ৷"

টিকাকরণের ডোজের সংখ্যা 200 কোটি পেরিয়ে যাওয়ার পরই টুইট করেন দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ মনসুখ মাণ্ডব্যের টুইটটি তুলে ধরে তিনি লেখেন, "আবারও ইতিহাস সৃষ্টি করল ভারত ৷ 200 কোটি টিকার ডোজের বিশেষ সংখ্যা পেরিয়ে যাওয়ায় সব ভারতীয়কে অভিনন্দন ৷ ভারতের টিকাকরণ অভিযানের গতিকে যাঁরা অতুলনীয় করে তুলেছেন তাঁদের জন্য গর্বিত ৷ এটি কোভিড 19-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে আরও মজবুত করল ৷"

  • India creates history again! Congrats to all Indians on crossing the special figure of 200 crore vaccine doses. Proud of those who contributed to making India’s vaccination drive unparalleled in scale and speed. This has strengthened the global fight against COVID-19. https://t.co/K5wc1U6oVM

    — Narendra Modi (@narendramodi) July 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আজই 200 কোটি কোভিড ভ্যাকসিনের ডোজে পৌঁছতে পারে দেশ, সংক্রমণ 20 হাজারের বেশিই

দেশে প্রথম 50 কোটি ডোজের লক্ষ্যমাত্রা পেরোতে সময় লেগেছিল 202 দিন ৷ এর পরে দ্বিতীয় ও তৃতীয় 50 কোটি ডোজ দিতে সময় লাগে যথাক্রমে 76 ও 79 দিন ৷ সেই সময় ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে জেরবার ছিল দেশ ৷ তবে টিকাকরণের ডোজে দেড়শো কোটি থেকে 200 কোটিতে পৌঁছনোর সফরটা বেশ লম্বা ছিল ৷ এই পথ পেরোতে সময় লেগে গেল 191 দিন ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশের সাবালক জনসংখ্যার 98 শতাংশই অন্তত একটি কোভিড টিকার ডোজ নিয়ে ফেলেছেন ৷ সম্পূর্ণ টিকাকরণ অর্থাৎ দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে 90 শতাংশের ৷ আর এখনও পর্যন্ত দেশে বুস্টার ডোজ নিয়েছেন 5,63,67,888 জন ৷

নয়াদিল্লি, 17 জুলাই: দেশে মোট কোভিড টিকাকরণের ডোজের সংখ্যা 200 কোটি ছাড়িয়ে গেল (200 crore Covid vaccine doses) ৷ কোভিড টিকাকরণ শুরু হওয়ার পর এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে সময় লাগল 18 মাস ৷ দেশে প্রথম কোভিড টিকাকরণ হয়েছিল 2021 সালের 16 জানুয়ারি ৷ টিকাকরণে এই মাইলফলক ছুঁয়ে ফেলার পর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi hails India for crossing 200 crore Covid vaccine doses)৷ এর ফলে কোভিড 19-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই আরও দৃঢ় হলে মত তাঁর ৷

আজ দেশের করোনা টিকাকরণের মোট সংখ্যা 200 কোটি পেরিয়ে যাওয়ার সুখবর দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Corona in India)৷ তিনি টুইটে জানান, "দেশবাসীকে অভিনন্দন ৷ সবার প্রচেষ্টায় আজ দেশে 200 কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পেরনো গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এই ইতিহাস সৃষ্টি করেছে ৷ এই অসাধারণ কৃতিত্ব ইতিহাসে লেখা থাকবে ৷"

টিকাকরণের ডোজের সংখ্যা 200 কোটি পেরিয়ে যাওয়ার পরই টুইট করেন দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ মনসুখ মাণ্ডব্যের টুইটটি তুলে ধরে তিনি লেখেন, "আবারও ইতিহাস সৃষ্টি করল ভারত ৷ 200 কোটি টিকার ডোজের বিশেষ সংখ্যা পেরিয়ে যাওয়ায় সব ভারতীয়কে অভিনন্দন ৷ ভারতের টিকাকরণ অভিযানের গতিকে যাঁরা অতুলনীয় করে তুলেছেন তাঁদের জন্য গর্বিত ৷ এটি কোভিড 19-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে আরও মজবুত করল ৷"

  • India creates history again! Congrats to all Indians on crossing the special figure of 200 crore vaccine doses. Proud of those who contributed to making India’s vaccination drive unparalleled in scale and speed. This has strengthened the global fight against COVID-19. https://t.co/K5wc1U6oVM

    — Narendra Modi (@narendramodi) July 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আজই 200 কোটি কোভিড ভ্যাকসিনের ডোজে পৌঁছতে পারে দেশ, সংক্রমণ 20 হাজারের বেশিই

দেশে প্রথম 50 কোটি ডোজের লক্ষ্যমাত্রা পেরোতে সময় লেগেছিল 202 দিন ৷ এর পরে দ্বিতীয় ও তৃতীয় 50 কোটি ডোজ দিতে সময় লাগে যথাক্রমে 76 ও 79 দিন ৷ সেই সময় ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে জেরবার ছিল দেশ ৷ তবে টিকাকরণের ডোজে দেড়শো কোটি থেকে 200 কোটিতে পৌঁছনোর সফরটা বেশ লম্বা ছিল ৷ এই পথ পেরোতে সময় লেগে গেল 191 দিন ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশের সাবালক জনসংখ্যার 98 শতাংশই অন্তত একটি কোভিড টিকার ডোজ নিয়ে ফেলেছেন ৷ সম্পূর্ণ টিকাকরণ অর্থাৎ দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে 90 শতাংশের ৷ আর এখনও পর্যন্ত দেশে বুস্টার ডোজ নিয়েছেন 5,63,67,888 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.