নয়াদিল্লি, 10 অগস্ট: সংসদে অনাস্থা প্রস্তাবের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাবি ভাষণের পরই তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কংগ্রেসের তরফে বলা হয় তিনি 'কংগ্রেস ফোবিয়া'য় আক্রান্ত ৷ সেই কারণেই তিনি তাঁর বক্তৃতার অধিকাংশ জুড়েই কংগ্রেসের সমালোচনা করেছেন ৷ অন্যদিকে, মণিপুরের জন্য একেবারেই অল্প সময় দিয়েছেন বলেও অভিযোগ করে কংগ্রেস ৷
লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের জবাব দেওয়ার সময় লোকসভায় কংগ্রেসের উপ-দলনেতা গৌরব গগৈও অভিযোগ করেন, বিজেপির জাতীয়তাবাদ আসলে ভুয়ো ৷ একই সঙ্গে তারা কোনওভাবেই দেশপ্রেমিক নয় বলেও দাবি করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী মোদির জবাবি ভাষণের মাঝেই বিরোধী সাংসদরা লোকসভা থেকে ওয়াক-আউট করেন ৷ যা নিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ করেন খোদ প্রধানমন্ত্রী ৷ যদিও এ বিষয়ে কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রথম 90 মিনিটে মণিপুরের কোনও উল্লেখ ছিল না । গৌরব গগৈ বলেন, "বিজেপি মণিপুরে তার ব্যর্থতাগুলি আসলে আড়াল করছে ৷" একই সঙ্গে, 2024 সালের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের দলগুলি বিজেপিকে পরাজিত করবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: 'অনৈতিক' আচরণের জেরে লোকসভা থেকে সাসপেন্ড অধীর চৌধুরী
এদিন তিনি বলেন, "প্রধানমন্ত্রী দুই ঘণ্টা কথা বলেছেন, যার মধ্যে তিনি বেশিরভাগ সময় মণিপুর নিয়ে কথা বলার পরিবর্তে এবং সেখানকার মানুষের ব্যথা ভাগ করে নেওয়ার পরিবর্তে কংগ্রেসের সমালোচনাই করে গিয়েছেন । এই দুই ঘণ্টার মধ্যে, তিনি যা বলেছেন তা থেকে প্রমাণিত তাঁর ভিতরে 'কংগ্রেস ফোবিয়া' কাজ করছে ৷ যা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ৷ কারণ প্রধানমন্ত্রী তাঁর বেশিরভাগ সময় কংগ্রেস দলকে দোষারোপ করেই এদিন কাটিয়েছেন।"
গগৈ পরে সাংবাদিকদের বলেন, "তাঁর (প্রধানমন্ত্রী) বক্তৃতা যাই হোক না কেন, আমরা নিশ্চিত যে আমাদের দলগুলি আমাদের সংবিধানের মূল্যবোধ সংরক্ষণ ও রক্ষা করার জন্য, আমাদের সভ্যতার মূল্যবোধ রক্ষা করতে এবং অখণ্ডতা, ভ্রাতৃত্ব, স্বাধীনতা ও সাম্য, অধিকার ও নীতি সংরক্ষণের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে ঐক্যবদ্ধ । আমরা আত্মবিশ্বাসী যে আগামী 2024 সালে ইন্ডিয়া জোট জিতবে ৷"