ETV Bharat / bharat

Modi on Central Govt Jobs : দেড় বছরে 10 লক্ষ কেন্দ্রীয় সরকারি চাকরি, সিদ্ধান্ত মোদির

মঙ্গলবার এক টুইট বার্তায় পিএমও জানিয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামী দেড় বছরের মধ্যে কেন্দ্রের বিভিন্ন বিভাগ ও মন্ত্রকে 10 লক্ষ কর্মী নিয়োগ করতে হবে (PM Modi directs recruitment of 10 lakh people over next one and half years) ৷

PM Modi on jobs
কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মোদির
author img

By

Published : Jun 14, 2022, 4:26 PM IST

নয়াদিল্লি, 14 জুন : বড় ঘোষণা কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ৷ আগামী দেড় বছরের মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে 10 লক্ষ কর্মী নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর দফতর (PM Modi directs recruitment of 10 lakh people over next one and half years) ৷ বিভিন্ন মন্ত্রককে সেই লক্ষ্যে পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন মোদি ৷ মঙ্গলবার বিষয়টি নিয়ে একটি টুইটও করা হয়েছে পিএমও-র তরফে ৷

টুইটে পিএমও লিখেছে, "বিভিন্ন বিভাগ ও মন্ত্রককে তাদের মানবসম্পদ পরিস্থিতি খতিয়ে দেখার ও আগামী দেড় বছরের মধ্যে 10 লক্ষ কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷" কেন্দ্রের এই বড় ঘোষণায় স্বাভাবিক ভাবেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ অনেকে মনে করছেন, দেশে কর্মসংস্থানের খারাপ অবস্থা নিয়ে বেশ চাপে রয়েছে কেন্দ্র ৷ মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থান ইস্যুতে বিরোধীদের টানা আক্রমণ সামলাতে হচ্ছে মোদি সরকারকে ৷ এই অবস্থায় কেন্দ্রের এই ঘোষণা বিরোধীদের আক্রমণ ভোঁতা করতে নয়া অস্ত্র জোগাতে পারে বিজেপির হাতে ৷ 2024 লোকসভা নির্বাচনের দামামা বাজতেও আর দেড় বছরের মতো সময় রয়েছে ৷ রাজনৈতিক মহলের ধারণা সেই ভোটে ভাল ফল করতে পরিকল্পনা করেই এই সময়ের মধ্যে 10 লক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷

  • PM @narendramodi reviewed the status of Human Resources in all departments and ministries and instructed that recruitment of 10 lakh people be done by the Government in mission mode in next 1.5 years.

    — PMO India (@PMOIndia) June 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : লক্ষ্য রাষ্ট্রপতি নির্বাচন, বিরোধী বৈঠকে যোগ দিতে আজ দিল্লিতে মমতা

কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, 2020 সালের মার্চ মাস পর্যন্ত কেন্দ্রের বিভিন্ন দফতরে কর্মরত ছিলেন 31.91 লক্ষ কর্মী ৷ যদিও সেসময় সব দফতর মিলে প্রায় 40.78 লক্ষ কর্মী থাকার কথা ৷ অর্থাৎ শূন্যপদ ছিল প্রায় 21.75 শতাংশ ৷ কেন্দ্রের মোট কর্মী সংখ্যার 92 শতাংশই কাজ করেন পাঁচটি বিভাগে ৷ রেলে 40.55 শতাংশ, স্বরাষ্ট্র মন্ত্রকে 30.5 শতাংশ, প্রতিরক্ষায় 12.31 শতাংশ, ডাক বিভাগে 5.66 শতাংশ, কর বিভাগে 3.26 শতাংশ কর্মরত রয়েছেন ৷

নয়াদিল্লি, 14 জুন : বড় ঘোষণা কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ৷ আগামী দেড় বছরের মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে 10 লক্ষ কর্মী নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর দফতর (PM Modi directs recruitment of 10 lakh people over next one and half years) ৷ বিভিন্ন মন্ত্রককে সেই লক্ষ্যে পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন মোদি ৷ মঙ্গলবার বিষয়টি নিয়ে একটি টুইটও করা হয়েছে পিএমও-র তরফে ৷

টুইটে পিএমও লিখেছে, "বিভিন্ন বিভাগ ও মন্ত্রককে তাদের মানবসম্পদ পরিস্থিতি খতিয়ে দেখার ও আগামী দেড় বছরের মধ্যে 10 লক্ষ কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷" কেন্দ্রের এই বড় ঘোষণায় স্বাভাবিক ভাবেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ অনেকে মনে করছেন, দেশে কর্মসংস্থানের খারাপ অবস্থা নিয়ে বেশ চাপে রয়েছে কেন্দ্র ৷ মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থান ইস্যুতে বিরোধীদের টানা আক্রমণ সামলাতে হচ্ছে মোদি সরকারকে ৷ এই অবস্থায় কেন্দ্রের এই ঘোষণা বিরোধীদের আক্রমণ ভোঁতা করতে নয়া অস্ত্র জোগাতে পারে বিজেপির হাতে ৷ 2024 লোকসভা নির্বাচনের দামামা বাজতেও আর দেড় বছরের মতো সময় রয়েছে ৷ রাজনৈতিক মহলের ধারণা সেই ভোটে ভাল ফল করতে পরিকল্পনা করেই এই সময়ের মধ্যে 10 লক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷

  • PM @narendramodi reviewed the status of Human Resources in all departments and ministries and instructed that recruitment of 10 lakh people be done by the Government in mission mode in next 1.5 years.

    — PMO India (@PMOIndia) June 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : লক্ষ্য রাষ্ট্রপতি নির্বাচন, বিরোধী বৈঠকে যোগ দিতে আজ দিল্লিতে মমতা

কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, 2020 সালের মার্চ মাস পর্যন্ত কেন্দ্রের বিভিন্ন দফতরে কর্মরত ছিলেন 31.91 লক্ষ কর্মী ৷ যদিও সেসময় সব দফতর মিলে প্রায় 40.78 লক্ষ কর্মী থাকার কথা ৷ অর্থাৎ শূন্যপদ ছিল প্রায় 21.75 শতাংশ ৷ কেন্দ্রের মোট কর্মী সংখ্যার 92 শতাংশই কাজ করেন পাঁচটি বিভাগে ৷ রেলে 40.55 শতাংশ, স্বরাষ্ট্র মন্ত্রকে 30.5 শতাংশ, প্রতিরক্ষায় 12.31 শতাংশ, ডাক বিভাগে 5.66 শতাংশ, কর বিভাগে 3.26 শতাংশ কর্মরত রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.