ETV Bharat / bharat

PM Modi on Assembly Elections : পাঁচ রাজ্যেই জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী মোদি

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন জিতবে বিজেপি ৷ এ নিয়ে আত্মবিশ্বাসী মোদি (Modi confident about winning assembly elections in all five states) ৷ বলেন, উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে গেরুয়া শিবির ৷ পাশাপাশি তিনি কৃষি আইন নিয়েও তিনি মতামত জানিয়েছেন ৷

PM Modi Interview
পাঁচ রাজ্যেই জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী মোদি
author img

By

Published : Feb 9, 2022, 10:34 PM IST

Updated : Feb 9, 2022, 10:43 PM IST

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি : পাঁচ রাজ্যে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি ৷ প্রধানমন্ত্রী মোদি এদিন বলেন, উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে সরকার গড়বে একমাত্র ভারতীয় জনতা পার্টিই (Modi confident about winning assembly elections in all five states) ৷ বুধবার সংবাদমাধ্যমে মোদি বলেন, "আমি সব রাজ্যেই দেখেছি যে বিজেপির পাল্লা ভারী ৷ আমরা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হব । এই পাঁচ রাজ্যের জনগণ বিজেপিকে তাঁদের সেবা করার সুযোগ দেবেন ৷"

এদিন সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি তাঁর আত্মবিশ্বাস প্রকাশ করেন ৷ যুক্তি হিসাবে তাঁর দলের দৃষ্টিভঙ্গি 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর কথা উল্লেখ করে জানান, নির্বাচনের সময় হোক বা না হোক, বিজেপি সর্বদাই মানুষের সেবার উদ্দেশ্যে নিজেদের নিয়োজিত রাখে ৷ ক্ষমতা যদি নাও থাকে, জোটে থেকেও সেই একই কাজ করে ৷ প্রধানমন্ত্রী বলেন, "যখন আমরা ক্ষমতায় থাকি, তখন বৃহৎ পরিসরে আমরা 'সবকা সাথ, সবকা বিকাশ' মন্ত্র নিয়ে কাজ করি ৷ সবার অংশগ্রহণের সঙ্গে সঙ্গে, আমরা সকলের উন্নয়ন নিশ্চিত করি ।"

পাঁচ রাজ্যেই জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী মোদি

পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন ৷ রাজনৈতিক উত্তাপ বাড়ছে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে ৷ এই প্রতিটি রাজ্যেই বিজেপি জিতবে বলে জানালেন প্রধানমন্ত্রী ৷ বিজেপি শাসিত রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী ভোটের কোনও প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি ৷

পাশাপাশি এদিন কৃষি আইন নিয়ে তিনি বলেন, কৃষকদের স্বার্থে কৃষি আইন আনা হয় ৷ তাতে কৃষকদের সুবিধাই হত ৷ তবে জাতির স্বার্থে তা রদ করা হয়েছে ৷

আরও পড়ুন : Priyanka Gandhi on Hijab Row : ‘‘বিকিনি বা জিনস, কী পরবেন তা মহিলাদের ব্যক্তিগত সিদ্ধান্ত’’, হিজাব বিতর্কে সরব প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি : পাঁচ রাজ্যে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি ৷ প্রধানমন্ত্রী মোদি এদিন বলেন, উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে সরকার গড়বে একমাত্র ভারতীয় জনতা পার্টিই (Modi confident about winning assembly elections in all five states) ৷ বুধবার সংবাদমাধ্যমে মোদি বলেন, "আমি সব রাজ্যেই দেখেছি যে বিজেপির পাল্লা ভারী ৷ আমরা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হব । এই পাঁচ রাজ্যের জনগণ বিজেপিকে তাঁদের সেবা করার সুযোগ দেবেন ৷"

এদিন সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি তাঁর আত্মবিশ্বাস প্রকাশ করেন ৷ যুক্তি হিসাবে তাঁর দলের দৃষ্টিভঙ্গি 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর কথা উল্লেখ করে জানান, নির্বাচনের সময় হোক বা না হোক, বিজেপি সর্বদাই মানুষের সেবার উদ্দেশ্যে নিজেদের নিয়োজিত রাখে ৷ ক্ষমতা যদি নাও থাকে, জোটে থেকেও সেই একই কাজ করে ৷ প্রধানমন্ত্রী বলেন, "যখন আমরা ক্ষমতায় থাকি, তখন বৃহৎ পরিসরে আমরা 'সবকা সাথ, সবকা বিকাশ' মন্ত্র নিয়ে কাজ করি ৷ সবার অংশগ্রহণের সঙ্গে সঙ্গে, আমরা সকলের উন্নয়ন নিশ্চিত করি ।"

পাঁচ রাজ্যেই জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী মোদি

পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন ৷ রাজনৈতিক উত্তাপ বাড়ছে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে ৷ এই প্রতিটি রাজ্যেই বিজেপি জিতবে বলে জানালেন প্রধানমন্ত্রী ৷ বিজেপি শাসিত রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী ভোটের কোনও প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি ৷

পাশাপাশি এদিন কৃষি আইন নিয়ে তিনি বলেন, কৃষকদের স্বার্থে কৃষি আইন আনা হয় ৷ তাতে কৃষকদের সুবিধাই হত ৷ তবে জাতির স্বার্থে তা রদ করা হয়েছে ৷

আরও পড়ুন : Priyanka Gandhi on Hijab Row : ‘‘বিকিনি বা জিনস, কী পরবেন তা মহিলাদের ব্যক্তিগত সিদ্ধান্ত’’, হিজাব বিতর্কে সরব প্রিয়াঙ্কা

Last Updated : Feb 9, 2022, 10:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.